কোন প্রকার অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই আপনার ইউএসবি ড্রাইভকে বুটেবল উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন তৈরি করুন।

আমাদের অনেকেরই বিভিন্ন সময় বিভিন্ন কম্পিউটার সেটআপ দিতে হয় যাতে ডিভিডি অথবা সিডি রম থাকে না। তখন বেকায়দায় পড়তে হয়। অনেকে হয়ত বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনার ইউএসবি ড্রাইভকে বুটেবল তৈরি করে অনেক কম্পিউটার সেটআপও দিয়েছেন। এইরকম অতিরিক্ত সফটওয়্যার ইন্টারনেটে সার্চ দিলে অনেক পাওয়া যায়, যেমন: Novicorp Win to Flash, Hiren Boot CD  ইত্যাদি আরোও অনেক।

কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউএসবি ড্রাইভকে কোন প্রকার অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই বুটেবল  উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন তৈরি করতে পারেন।

প্রয়োজনীয়:

  • প্রথমত, আপনার প্রয়োজন হবে একটি ৪ জিবি বা তারও অধিক ডাটা স্টোরেজ সম্পন্ন একটি ইউএসবি ডিভাস বা প্যান ড্রাইভ।
  • দ্বিতীয়ত, একটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ ভিসতার  একটি ডিভিডি।

উক্ত Requirement গুলো সংগ্রহ হলে নিচের পদক্ষেপ গুলো অনুসরন করুন।

  • পদক্ষেপ ১: আপনার ইউএসবি ডিভাইসটি আপনার কম্পিউটার প্রবেশ করান।
  • পদক্ষেপ ২: Run  এ গিয়ে CMD  লিখুন এবং Ctrl+Shift+Enter  চাপ দিন অথবা menu > All programs > Accessories  এ গিয়ে Command Prompt এর উপর রাইট বাটন ক্লিক করে এডমিনিস্ট্রেশন হিসেবে রান করান।
  • পদক্ষেপ ৩: এখন কমান্ড প্রম্প্টে DISKPART লিখে এন্টার দিন।
  • পদক্ষেপ ৪: এবার LIST DISK লিখে এন্টার দিন। তখন আপনাকে আপনার কম্পিউটার কয়টি স্টোরেজ ডিভাস আছে তা দেখাবে। এখান হতে আপনাকে আপনার ইউএসবি ড্রাইভকে চিনতে হবে। উদাহরন স্বরূপ মনে করুন আপনার ইউএসবি ড্রাইভটি হল Disk 1 ।
  • পদক্ষেপ ৫: এখন নিচের কমান্ডগুলো একটি একটি করে লিখে এন্টার চাপ দিন।
    • ক) SELECT DISK 1
    • খ) CLEAN
    • গ) CREATE PARTITION PRIMARY
    • ঘ) SELECT PARTITION 1
    • ঙ) ACTIVE
    • চ) FORMAT FS=NTFS (এখানে কিছুক্ষন সময় নিবে আপনার ইউএসবি ড্রাইভকে ফরম্যাট নিতে)
    • ছ) ASSIGN
    • জ) EXIT

    আপনি আপবশ্যই আপনার কমান্ড প্রম্পটি বন্ধ করবেন না। এটা মিনিমাইজ করে রাখুন কারন এটি আপনার পরে প্রয়োজন আছে।

  • পদক্ষেপ ৬: এখন আপনি আপনার ডিভিডি রমে উইন্ডোজ সেভেনের ডিভিডিটি প্রবেশ করান। ধরুন আপনার ডিভিডি ড্রাইভটি হল “G”
  • পদক্ষেপ ৭: মিনিমাইজ করা কমান্ড প্রম্পটি ম্যাক্সিমাইজ করুন। এবং G: CD BOOT লিখে একবার এন্টার চাপুন, তারপর আবার CD BOOT লিখে এন্টার চাপুন। এখন উক্ত কমান্ড প্রম্পটে BOOTSECT.EXE/NT60 H: লিখে এন্টার দিন। (H: হল আপনার ইউএসবি ড্রাইভের লোকেশন)
  • পদক্ষেপ ৮: এখন উইন্ডোজ সেভেনের ডিভিডি থেকে সকল ডাটা কপি করে আপনার ইউএসবি ড্রাইভে কপি করুন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার বুটেবল উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ ভিসতা ইউএসবি ড্রাইভ।

এখন আপনি যে কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে চান তার বায়াসে গিয়ে প্রথম বুট হিসেবে ইউএসবি ডিভাইন অথবা রিমুভাল ডিভাইসকে পাইয়ে দিন। বাকী কাজ সাধারন উইন্ডোজ সেভেন অথবা ভিসতা সেটআপের মত। আশা করি আপনারা তা পারবেন।

আশ করি আজকের টিউনটি  আপনাদের সবার ভালো লাগল। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউন্ডোজ এক্সপির কথা বললেন না যে। এক্সপিতে কি কাজ করবেনা।ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আমিও এটাই জানতে চাই।

ভাল টিপস,
দেখব চেষ্টা করে পারি কিনা কারন এর আগেও অনেক বার চেষ্টা করেছিলাম সফল হই নাই।
ধন্যবাদ টিপ্সের জন্য।

    ধন্যবাদ আপনাকে। আশা করি আপনি সফল হবেন। কারন আমি সফল হয়েই এই টিউনটি করেছি।

Level 0

onek sundor hoice apnar tune.
Kintu cd room theke cd copy kore hard diske neoa asse. Akhon hard disk theke kora jabe na?

    তার সাথে আরেকটা প্রশ্ন- আমি উইন্ডোজ সেভেনের সিডির সব ফাইলগুলো কপি করে হার্ডডিস্ক এ রাখলাম। এবং এই ফাইলগুলো নতুন খালি ডিস্ক এ বার্ন করলাম। তাহলে কি ঐ সিডি দিয়ে সেটাপ দেয়া যাবে?

    আমরা সাধারনত এইসব সিডি বানানোর ক্ষেত্রে iso ইমেইজটাকে বার্ণ করি। iso ইমেইজ ছাড়াও কি উপরের পদ্ধতিতে কাজ করা যায়?

    হার্ডডিস্ক থেকে হবে না। কারন খেয়াল করবেন পদক্ষেপ ৭ এ দেয়া আছে G: CD BOOT । তার মানে সিডি থেকে বুট করতে বলা হয়েছে।ধন্যবাদ আপনাকে।

      Level 0

      @Md Rakibul Hassan: আমি dell n5110 laptop চালাচ্ছি এতে windows7 setup দেয়া আছে কিন্তো আমি এতে ubonto চালাতে চাচ্ছি পাশাপাশি windows7 কে ও রাখতে চাচ্ছি কি করবো জনালে খুব ভালো হতো।আমি ইতি পূর্বে চেষ্টা করেছি কিন্তো অর্ধেক হয়ে তা error দেখায় …

    Level 0

    @ মাসপি,
    অটোরান সহ কপি করলে রাইট করার সময় iso মুডে রাইট করতে হবে
    তাহলে ওটা থেকে সেটাপ দেওয়া যাবে, আর না হয় আইএসও ফরমেটে ব্যাক-আপ রাখতে হবে

ভালই

অসাধারন টিউন!!
ধন্যবাদ আপনাকে……

ধন্যবাদ Md Rakibul Hassan। ঠিকমত কাজ করলে উপকারে আসবে।

Nice..

সুন্দর টিউন হয়েছে। ধন্যবাদ।

ভাই আমি ইউএসবি drive ki baby select korbo list disk delay amar ai notification asay

disk#### Status size free Dyn Gpt
Disk online 233GB 0

akhon ami ki koro pls help me

THANKS VAI.
Khuv valo abong proyojonio akta jinis shikla.

Level 2

please … প্রিয় ভাইয়ারা…. কেউ কি বলতে পারেন আমার বর্তমান windows 7 , যেটা আমি use করছি সেটা থেকে কিভাবে Bootable Dvd or .iso file তৈরি করবো । কোন
প্রকার bootable dvd disk বা .ios image ছাড়া, সরাসরি c drive থেকে । please…. please…. please……

Level 0

ভাই আমি সবকাজ করেছি কিন্তু বুট করার ক্ষেত্রে আমার এখানে (USB ZIP, USB FDD, USB HDD, USB CD-ROM) ইত্যাদি আসে আমি এখন কি করব।আমি যে পেনড্রাইভটি বুট করেছি তার আইকন হিসেবে উইনডুজ এর আইকনও দেখাচ্ছে। উল্লেখ্য যে আমি ।উপরে উল্লিখিত USB এর সবকটি অপশনই ব্যবহার করেছি কিন্তু তাতেও কাজ করছে না।এখন আমি কি করতে পারি।

আমি win 8 ইন্সটল করার জন্যে ট্রাই করলাম। কাজ হইছে।

আচ্ছা ভাই পেন ড্রাইভকে বুটেবল বানালে পরে কি তা ডাটা স্টোরেজ হিসাবে ব্যাবহার করা যাবে? কারও জানা থাকলে দয়া করে আমাকে একটু জানাবেন। টিউনটি আমার ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

পেন্ড্রাইভ ফরম্যাট মারলেই ডাটা স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে।

Level 0

খুবই ভাল ট্রিক্স। ধন্যবাদ।