আমাদের অনেকেরই বিভিন্ন সময় বিভিন্ন কম্পিউটার সেটআপ দিতে হয় যাতে ডিভিডি অথবা সিডি রম থাকে না। তখন বেকায়দায় পড়তে হয়। অনেকে হয়ত বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনার ইউএসবি ড্রাইভকে বুটেবল তৈরি করে অনেক কম্পিউটার সেটআপও দিয়েছেন। এইরকম অতিরিক্ত সফটওয়্যার ইন্টারনেটে সার্চ দিলে অনেক পাওয়া যায়, যেমন: Novicorp Win to Flash, Hiren Boot CD ইত্যাদি আরোও অনেক।
কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউএসবি ড্রাইভকে কোন প্রকার অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই বুটেবল উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন তৈরি করতে পারেন।
উক্ত Requirement গুলো সংগ্রহ হলে নিচের পদক্ষেপ গুলো অনুসরন করুন।
আপনি আপবশ্যই আপনার কমান্ড প্রম্পটি বন্ধ করবেন না। এটা মিনিমাইজ করে রাখুন কারন এটি আপনার পরে প্রয়োজন আছে।
এখন আপনি যে কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে চান তার বায়াসে গিয়ে প্রথম বুট হিসেবে ইউএসবি ডিভাইন অথবা রিমুভাল ডিভাইসকে পাইয়ে দিন। বাকী কাজ সাধারন উইন্ডোজ সেভেন অথবা ভিসতা সেটআপের মত। আশা করি আপনারা তা পারবেন।
আশ করি আজকের টিউনটি আপনাদের সবার ভালো লাগল। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।
আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।
ইউন্ডোজ এক্সপির কথা বললেন না যে। এক্সপিতে কি কাজ করবেনা।ধন্যবাদ শেয়ার করার জন্য।