চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি

প্রিয় ভাই বন্ধুরা, সবাইকে আস্ সালামুআলাইকুম, আজ আমি কিছুক্ষণ আগে একটি সাহায্য অপশনে দেখলাম কেউ একজন আই পি চেঞ্জ সফট সম্পর্কে জানতে চাইছেন। তাই আমার এই পোস্ট। আই পি চেঞ্জ করার জন্য আমি যে সফটটি ব্যবহার করি তার নাম "প্লাটিনাম হাইড আই পি", এটি একটি চমৎকার সফটওয়্যার।

সফটওয়্যারের ফুল র্ভাসনটি আমি লিংক দিয়ে দিলাম শুধু ডাউনলোড করলেই হবে। এখানে ক্লিক করে ডাউনলোড করুণ মিডিয়া ফায়ার লিংক এই খানে।  সফটওয়্যরটি প্রথমে ইন্সটল করে নিন এরপর এর সাথে দেওয়া ক্রাক ফাইল পোগ্রাম ফাইলের যেখানে সফটওয়্যারটি ইন্সটল হয়েছে সেখানে গিয়ে রিপ্লেস করে নিন, রিপ্লেস করলেই আপনার সফটওয়্যারটি ফুল র্ভাসন হয়ে যাবে। এবার রান করালে নিচের স্কিনের মত দেখাবে ।

আপনি  সহজেই হাইড আপি বাটনে  ক্লিক করলেই আপনার আই পি হাইড হয়ে যাবে।

এরপর আপনি যদি কোন বিশেষ দেশের আইপি ব্যবহার করতে চান তাহলে choose IP Country থেকে আপনার পছন্দের কান্ট্রি বেছে নিন। অন্য সব আই পি হাইডিং সফটওয়্যারের চাইতে এটি উত্তম বলে আমার কাছে মনে হয়েছে। সাধারণত উন্নত দেশ গুলোর আই পি সিলেক্ট করলে ইন্টারনেটের স্পিড স্লো হয় না।

এই পোগ্রামটি ব্যাবহার করলে কিছু কিছু রেয়ার সাইট ছাড়া বাকি সব সাইটে আপনার মূল আই পি ধরা পরবে না। এমন কি গুগলে ও আপনার আই পি ধরা পরবে না । গুগলের একটি স্ক্রিন নিচে উপস্থাপন করলাম ।

এত ক্ষণ কষ্টকরে এই টিউনটি পড়ার জন্য ধন্যবাদ, আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম

আইটি  প্রেমী রুহুল ভাইয়ের উদ্দেশ্যে বলছি - ধন্যবাদ ভাই আপনার মুল্যবান কমেন্টস দেওয়ার জন্য। আপনি হয়তো দেখতে ভুল করেছেন আমি ডি ইউ মিটার ব্যবহার করি না। আর ঐ টা পছন্দ ও করি না। আমি ব্যাক্তিগত ভাবে নেট মিটার পছন্দ করি এটা ফ্রিওয়্যার তাই ঝামেলাহীন। এই খানে ডাউনলোড লিংক দিয়ে দিলাম সবার কাজে  আসতে পারে। http://www.softpedia.com/dyn-postdownload.php?p=23932&t=3&i=1

সবার আহবানে আমি মিডিয়া ফায়ার লিংক দিয়ে দিলাম আশা এখন আর সমস্যা হবে ।  http://www.mediafire.com/?m0fla9p1ingbue4

Level 0

আমি নগর বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুকে আগুন ধরায় দিলেন ভাই। 🙂

দারুন জিনিস কিন্তু ভাই ডাউনলোড তো করতে পারছি না।।

    ধন্যবাদ ভাই কমেন্টস করার জন্য । ডাউনলোড লিংক টা আবার চেক করলাম কাজ হচ্ছে তো। আপনার কোন একাউন্ট না থাকলে আপনাকে ২০ সেকেন্ড অপেক্ষা করে ডাউনলোড লিংক পেতে হবে । ফাইলটি ৩.৫ মেগাবাইটের সমস্যা হবে না।

আমি এটা ব্যবহার করেছি। (register) ।এটা use করলে internet চরম slow হইয়া যাই।তবে নিজেকে hide করে কিছু করতে চাইলে ভাল।

    ভাই সব সময়ে সব দেশের আই পির জন্য স্পিড সমান ভাবে কাজ করে না। এজন্য অটোমেটিক অপশনটা চুজ করাই ভাল, তাহলে স্পিড স্লো হয় না।

খুব ভালো জিনিস। মাঝে মাঝে দরকার হয়। ধন্যবাদ নগর বালক।

    ধন্যবাদ আপনাকে ও। আপনাদের সবার ভালবাসা আমার আগ্রহ আরও বারিয়ে দেবে।

ভাই এই সফটটি আমার খুবই প্রয়োজন । টিটি হতে অন্য একজনের টিউনে এটি পেয়েছিলাম। কিন্তু ডাউনলোড করতে পারিনি। সিরিয়াল ডাউনলোড করেছিলাম মুল সফটটি পারিনি। আপনার এখানেও ডাউনলোড করা যাচ্ছে না। অন্য কোন সার্ভারে আপলোড করলে উপকৃত হতাম।

তবে ভাই সফটটির নাম বোধহয় “প্রিমিয়াম আই পি হাইড” না হয়ে “প্লাটিনাম হাইড আইপি” হবে।

ভাই আপনার কাছে DU Meter এর সিরিয়াল অথবা ক্রাক ফাইল আছে কি? থাকলে
[email protected] এ পাঠাইয়েন।
(আপনার স্ক্রিন ফটোতে ডিইউ মিটার দেখতে পেলাম, তাই আপনার কাছে এটা আশা করছি)

ফাটাফাটি সফট ভাই …thanks

ভাই, আমার খুব দরকার। একটু কষ্ট করে মিডিয়া ফায়ার এ দিলে খুব উপকার হতো। এখান থেকে পারছি না।

    আপনার জন্যইতো মিডিয়া ফায়ারে দিয়ে দিলাম ডাউনলোড করে নিন, আর বিশেষ করে আপনার সাহায্যের আবেদনে এই টিউনটি করেছিলাম।
    ধন্যবাদ

আমার কাছে আছে, এটা আমার ব্যাপক চয়েজের জিনিস। বেশ ফাস্ট কাজ করে।

শুধুমাত্র আপনাকে ধন্যবাদ দিতেই লগ-ইন করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাই টোটাল ১০০ সেকেন্ড অপেখ্যা করসি ৫ বার করে কিন্তু কনো কাজ হয় নাই । যদি পারেন mediafire আপলড করে দেন সবারি কাজে আসবে।
টিউনের জন্য ধন্যবাদ

wimax এ ip হাইড করলে কোনো সমস্যা করবে ?

    হ্যা ওয়াই ম্যাক্স এ ও কাজ করবে।
    ধন্যবাদ

ভাই gp modem এর জন্য কাজ করবে এইটা ?

    জিপি মডেম এর জন্যও কাজ করে।
    কোন সমস্যা নেই নিশ্চিন্তে চালান
    ধন্যবাদ

ধন্যবাদ ভাই খুবই কাজের জিনিস,,,,,অনেকের উপকারে আসবে….

ভাই ফুল ভার্সন করতে পারছিনা। আপনার নিয়মে কাজ করেছি কিন্তু হয় না । বলবেন কি সমস্য। ধন্যবাদ আপনাকে।

    আপনি ফুল র্ভাসন করতে চাইলে ডেক্সটপে প্লাটিনাম হাইড আই পি আইকনের উপর রাইট ক্লিক করে পোর্পাটিজ এ গিয়ে ফাইন্ড র্টাগেট এ ক্লিক করুন । ইন্সটল কৃত পোগ্রামটি যেখানে ইন্সটল হযেছে সেই ফোল্ডরটি ওপেন হবে এখানে ডাউনলোডকৃত সফটের সাথে একটি ক্রাক দেওয়া হয়েছে সেটি পেস্ট করে দিন।
    ধন্যবাদ

IP হাইড হয় । কিন্তু কাজ করেনা। আমি neobux এ চেষ্টা করেছিলাম।

জিনিসটা ভালই মনে হইতেছে,
ধন্যবাদ শেয়ার করার জন্য।
তবে টিউন কিন্তু সুন্দর হইছে।

    আতাউর রহমান ভাই আমি আপনার মতামতের জন্য অপেক্ষা করছিলাম। শুধু ভাবছিলাম আপনি কেন আমাকে কমেন্টস করছেন না। আমি জানি আপনি মোটামুটি সবাইকেই কমেন্টস করেন ( ফালতু টিউন বাদে)
    ধন্যবাদ ভাই।

নগর বালক আপনার খুব ধন্যবাধ ।
আপনি আমার মতামতের জন্য অপেক্ষা কররেন না ।
আপনি কি জানেন না আপনি টিউন করলে আমি মতামত করবই ।