প্রিয় ভাই বন্ধুরা, সবাইকে আস্ সালামুআলাইকুম, আজ আমি কিছুক্ষণ আগে একটি সাহায্য অপশনে দেখলাম কেউ একজন আই পি চেঞ্জ সফট সম্পর্কে জানতে চাইছেন। তাই আমার এই পোস্ট। আই পি চেঞ্জ করার জন্য আমি যে সফটটি ব্যবহার করি তার নাম "প্লাটিনাম হাইড আই পি", এটি একটি চমৎকার সফটওয়্যার।
সফটওয়্যারের ফুল র্ভাসনটি আমি লিংক দিয়ে দিলাম শুধু ডাউনলোড করলেই হবে। এখানে ক্লিক করে ডাউনলোড করুণ মিডিয়া ফায়ার লিংক এই খানে। সফটওয়্যরটি প্রথমে ইন্সটল করে নিন এরপর এর সাথে দেওয়া ক্রাক ফাইল পোগ্রাম ফাইলের যেখানে সফটওয়্যারটি ইন্সটল হয়েছে সেখানে গিয়ে রিপ্লেস করে নিন, রিপ্লেস করলেই আপনার সফটওয়্যারটি ফুল র্ভাসন হয়ে যাবে। এবার রান করালে নিচের স্কিনের মত দেখাবে ।
আপনি সহজেই হাইড আপি বাটনে ক্লিক করলেই আপনার আই পি হাইড হয়ে যাবে।
এরপর আপনি যদি কোন বিশেষ দেশের আইপি ব্যবহার করতে চান তাহলে choose IP Country থেকে আপনার পছন্দের কান্ট্রি বেছে নিন। অন্য সব আই পি হাইডিং সফটওয়্যারের চাইতে এটি উত্তম বলে আমার কাছে মনে হয়েছে। সাধারণত উন্নত দেশ গুলোর আই পি সিলেক্ট করলে ইন্টারনেটের স্পিড স্লো হয় না।
এই পোগ্রামটি ব্যাবহার করলে কিছু কিছু রেয়ার সাইট ছাড়া বাকি সব সাইটে আপনার মূল আই পি ধরা পরবে না। এমন কি গুগলে ও আপনার আই পি ধরা পরবে না । গুগলের একটি স্ক্রিন নিচে উপস্থাপন করলাম ।
এত ক্ষণ কষ্টকরে এই টিউনটি পড়ার জন্য ধন্যবাদ, আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম
আইটি প্রেমী রুহুল ভাইয়ের উদ্দেশ্যে বলছি - ধন্যবাদ ভাই আপনার মুল্যবান কমেন্টস দেওয়ার জন্য। আপনি হয়তো দেখতে ভুল করেছেন আমি ডি ইউ মিটার ব্যবহার করি না। আর ঐ টা পছন্দ ও করি না। আমি ব্যাক্তিগত ভাবে নেট মিটার পছন্দ করি এটা ফ্রিওয়্যার তাই ঝামেলাহীন। এই খানে ডাউনলোড লিংক দিয়ে দিলাম সবার কাজে আসতে পারে। http://www.softpedia.com/dyn-postdownload.php?p=23932&t=3&i=1
সবার আহবানে আমি মিডিয়া ফায়ার লিংক দিয়ে দিলাম আশা এখন আর সমস্যা হবে । http://www.mediafire.com/?m0fla9p1ingbue4
আমি নগর বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বুকে আগুন ধরায় দিলেন ভাই। 🙂