শিরোনাম টি শুনে একটু কেমন যেনো লাগছে । লাগলেও কিছু করার নেই । কারন আমি এমনি কিছু করেছিতো তাই ।যাই হোক কাজের কথায় আসা যাক ।
মাঝে মাঝেই আমাদেরকে প্রয়োজনে আমদের কম্পিউটারে এক্সপি ইন্সটল দিতে হয় । এবং যখনি আমরা এক্সপির একটি ফ্রেশ কপি ইন্সটল দেই, এর সাথে সাথে আমদেরকে বিশাল বড় লিস্টের আপ্লিকেশন গুলো একটি একটি করে আমাদের কম্পিউটারে ইন্সটল দিতে হয় । এই কাজটি যেমন বিরক্তিকর তেমনি ঝামেলাও বটে । হ্যা এইটা অন্য কথা যে যারা কম্পিউটারে শুধু গান শুনে ও নেটে চ্যাট করে, তাদের জন্য খুব কষ্টকর না । কারণ এক্সপিতে বিল্ট ইন অনেক সফট ওয়্যার থাকে ।
কিন্তু ধরুন আপনি একটু সফটওয়্যার সচেতন, যেমন আপনি ছবি দেখার জন্য যে কোনো মূল্যে পিকাসা চান, এবং আপনার মিডিয়া প্লেয়ার হিসেবে ভিএলসি প্লেয়ার চান । তখন আপনি কি করবেন ? একটি একটি করে ইন্সটল দিতে হবে ।
এছাড়াও আপনাকে এতগুলো সফটওয়্যার ইন্সটল দেওয়ার জন্য আরও যা করতে হবে তাহলো আপনাকে অনেকগুলো NEXT, NEXT, NEXT বা OK, OK, OK বা FINISH, FINISH, FINISH চাপতে হবে । ওফফফফ !
তাহলে সহজ সমাধান কি কিছু আছে এ থেকে মুক্তি পাওয়ার ?
উত্তরটা হচ্ছে জী হ্যাঁ ।
আমার কাছে এমনি একটি ইনস্টলার আছে ।
আর এটি আপনি পাবে সম্পুর্ণ ফ্রিতে, যা লাগবে তা হলো ইন্টারনেট সংযোগ ।
আপনাকে যা করতে হবে তা হলো —
প্রথমে এই সাইটে ঢুকুন । এর পরে এখানকার বড় অ্যাপ্লিকেশনের লিষ্ট থেকে আপনার পছন্দের অ্যাপ্লিকেশন গুলো সিলেক্ট করুন ।
যখনি আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশন গুলো সিলেক্ট করে নেবেন সাথে সাথে আপনার স্ক্রিনের ডান পার্শে বা নীচে Get Installer নামে একটি বোতাম আসবে । আপনাকে এইখানে চাপ দিতে হবে ।
এর উপরে চাপ দিলে আপনার স্ক্রিনে একটি ফাইল সেভ করতে বলবে । আপনি সেখানে save file এ ক্লিক করুন ।
এবং এর সাথে সাথেই আপনার কম্পিউটারে ডাউনলোড ফাইলটি লোড হয়ে যাবে ।
ফাইলটি আপনার ডাউনলোড লোকেশনে উপরের মত দেখাবে । ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে এটি রান করাতে হবে । এটি রান করাতে গেলে আপনার কাছে অনুমতি চায়তে পারে, আপনাকে অবশ্যই run বোতামে ক্লিক করতে হবে ।
run বোতামে ক্লিক করার সাথে সাথেই আপনি সেটআপের প্রাথমিক প্রক্রিয়া শুরু হবে ।
এবং এর পরেই সয়ংক্রিয় ভাবে আপনি যে সব অ্যাপ্লিকেশন গুলো সিলেক্ট করেছিলেন সেগুলো একে একে ডাউন লোড হতে শুরু করবে ।
যেই মাত্র আপনার পছন্দের অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড শেষ হয়ে যাবে ।
সাথে সাথে ইন্সটলেসন প্রক্রিয়া শুরু হবে । এবং যখন তা শেষ হবে তখন তা আপনাকে অবহিত করা হবে । এবং আপনার ডাউনলোড কৃত অ্যাপ্লিকেশনটির শর্টকাট আপনার স্ক্রিনের উপরে দেখাবে ।
এবং এভাবেই আপনার প্রিয় অ্যাপ্লিকেশন গুলো সহজেই ইন্সটল হয়ে যাবে ।
আর হ্যাঁ আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হোন তাহলেও কোনো সমস্যা নেই । আপনাদের জন্যও আছে সুব্যবস্থা । আপনাদেরকে যেতে হবে এই সাইটে, প্রক্রিয়া একই ।
আশা করি আপনাদের কাজে আসবে ।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।
আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টীউন কিন্তু অনেক সময়ের বেপার