আপনার পিসি/ল্যাপটপে গোপন ডাউনলোড বন্ধ করুন এক তুড়িতে

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের ব্যবহৃত পিসি বা ল্যাপটপের গোপন ডাউনলোড হওয়া নিয়ে বেশ বিব্রত! দেখা যায় অনিচ্ছায় অনেক কিছু পিসিতে ইন্সটল হয়ে যাচ্ছে, কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না। আজকে চলুন দেখে নিই কিভাবে বন্ধ করবেন এই গোপন ডাউনলোড আর কিভাবেই বা পাবেন এই ঝামেলা হতে পরিত্রাণঃ
আমরা যারা নেট ব্যবহারকারী, অনেক সময় এই গোপন ডাউনলোড সংক্রান্ত বিড়ম্বনায় পরি। অনেক সময় দেখা যায় নিজের অজান্তেই পিসিতে অনেক কিছু ইন্সটল হয়- যা কখনোই চাই নি, আবার অনেক সময় দেখা যায় নিজের অজান্তেই আমাদের ইন্টারনেট এর ব্যান্ডউইথ চলে যাচ্ছে। যারা লিমিটেড নেট ইউজ করেন তাদের জন্য এটা অনেক বড় বিরক্তিকর একটা ব্যাপার। এই ঝামেলা থেকে কিভাবে রেহাই পাবেন তাই আজকের মূল আলোচ্য। এক্সপার্টগণরা তো তুড়ি মেরেই খালাস! যারা জানেন না কি দিয়ে কি করতে হবে অথচ এই ধরণের সমস্যায় পড়ে হাবুডুবু খাচ্ছেন আশা করি তাদের এই টিউনটি বেশ উপকারে আসবে। তো প্রত্যাশা থাকবে কেউ নেতিবাচক টিউমেন্ট করবেন না। তবে গঠন মূলক সমালোচনা সবসময় অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণযোগ্য।

তো চলুন মূল প্রসঙ্গে ফিরি,  দেখে নিই কিভাবে কি করতে হবে। অবশ্য বেশি কিছু করতে হবে না। শুধু নিচের টিপসগুলো লক্ষ্য করুনঃ

যারা উইন্ডোজ-৭ ব্যবহার করেনঃ

My Computer>Manage এ ক্লিক করুন

 

নীচের মত একটি window আসবে

Services and Applications এ ক্লিক করুন।

Services এ ক্লিক করুন।

1. Background Intelligent Transfer service খুঁজে বের করে হাইলাইট করলে 2 এর মত Stop the Service লিখাটি আসবে। Stop লিখায় ক্লিক করুন।

নিজের অজান্তে সব ধরনের ডাউনলোড ও ব্যান্ডউইথ পাচার বন্ধ হয়ে গেল।

Windows 8 ব্যবহারকারীদের জন্য :
Task manager > services tab - নিচে open services ক্লিক করে Background Intelligent Transfer service Stop করে দিন।

Topic Source: How to Stop Or Prevent Hidden Download From your PC

টিউনটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

আমি raihan ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস