ক্যাননের সবচেয়ে কমদামী প্রিন্টার Canon 2772/2770। CISS/ ড্রাম লাগিয়ে ৯০% কম খরচে প্রিন্ট করা যায়। যা আর কোন প্রিন্টারে কোন কমদামি প্রিন্টারে এত ভালো করা যায় না। তাই বর্তমানে এটি মার্কেটে অনেক জনপ্রিয়।
কেও যদি কমদামে প্রিন্টার কিনতে চান তবে
Canon iP2772 অথবা
HP D1000
মডেলের প্রিন্টার কিনতে পারেন।
Canon iP2772 মডেলের এই প্রিন্টারের দাম এখন পর্যন্ত আমার জানামতে ২৮০০ টাকা রাখতে পারে। আর CISS করার জন্য ১০০০ টাকা দিয়ে কিনতে হয় CISS এর দাম!
দোকান থেকেই ড্রাম ইন্সটল করে দেয়। বাসায় কষ্ট করে ইন্সটল করার চেয়ে দোকান থেকে করিয়ে নেওয়াই ভালো।
আর যদি নিজে নিজে করতে চান তবে এই টিউনটা দেখতে পারেন।
এবার মুল কথায় আসি। যাদের প্রিন্টারে ড্রাম লাগানো আছে বা যাদের নেই তারা সব সময় সেম সমস্যায় পড়তে দেখি।
১৫০ কপি প্রিন্ট করার পর / কার্টিজ রিফিল করলে প্রিন্টারে কার্টিজ আর চিনতে পারে না।
প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হন প্রিন্টর কোন ভাবেই Response করে না। সার্ভিসিং-এ নিয়ে গেলে বলে ফ্লাশ পড়ে গেছে সফটয়ার দেওয়া লাগবে। ২০০-+ টাকা লাগবে।
কিছু সময় নিয়েই সার্ভিসিং শেষে বলে হয়ে গেছে। আর যারা এখনও দেন আশা করি আর তাদের দিতে হবে না, ইনশাআল্লাহ্।আর নয় টাকা খরচ এবার নিজেই করুন।
যে সফটওয়্যার দিয়ে শুধু প্রিন্টারটা রিসেট করে দেয় তা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এখান থেকে ।
এই সফটওয়্যারটি দিয়ে Canon iP2772 / Canon iP277০ প্রিন্টার রিসেট করতে পারবেন।
আপনার প্রিন্টার টি অন করুন পাওয়ার আর কেবল লাইন ঠিক ঠাক মতো দেখুন
এর পর সফটয়ারটি রান / ওপেন করুন আর কিছু সময় অপেক্ষা করুন।
প্রিন্টারে দুইটা ফাকা পেজ রাখুন, সফটয়ার টা লোড নিলে প্রে ক্লিক করুন এর পর Click করুন"Clear EEPROM"
এর পর "EEPROM" এ ক্লিক করুন,
নিচের মতো একটা লিখা প্রিন্ট হবে "TPage (TTL = 00000)"
যদি কোন সমস্যা হয় আমাকে ফেসবুকে জানাবেন। ফেসবুকে... অথবা Whatsapp- 01714-744947
আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No I am not along i know one day You will be Back....
Error ! (error code: 006) দেখায় কী করব একটু বলেন ভাই