ড্রাম সেট করুন আপনার Canon 2772/2770 প্রিন্টারে।রিফিল করার ঝামেলা থেকে মুক্ত থাকুন।

Canon 2772/2770 প্রিন্টার বাংলাদেশে বহুল ব্যবহৃত একটা প্রিন্টারের নাম। যেমন দাম কম তেমন ভালো কোয়ালিটির ছবি/ ডকুমেন্ট প্রিন্ট করে।মাত্র ২৮০০ টাকায় এত ভালো প্রিন্টার আশা করাই যায় না।

 Canon 2772/2770 প্রিন্টারে এখন ড্রাম সেটা লাগানো পাওয়া অবস্থাতেই কিনতে পাওয়া যায়। আজকের টিউন তাদের জন্য যারা  Canon 2772/2770 প্রিন্টার ড্রাম ছাড়া কিনেছেন।অথবা আগের থেকেই ছিলো।

CISS করতে যা যা লাগবে

  • ১| কালি রাখা ড্রাম {এগুলো পুরনো কিনতে পারেন, যারা পিন্টার ড্রাম সিস্টেম করে দেই তাদের কাছে পুরনো  পাবেন,দাম ১০০-২০০ টাকা নিবে}
  • ২| কালি সহ ড্রাম কিনতে পাওয়া যাই নতুন দাম-৯০০টাকা থেকে ১১০০টাকা।{তবে আমি নতুন না কেনার কথা বলব কারন সেই ড্রামে খুবি নিম্ন মানের কালি দেওয়া থাকে এতে কারটিজের হেড এর প্রব্লেম হয়,
  • তাই Full Mark এর কালি দাম ও কম প্রিন্টও ভালো দেই।তাই যারা কারটিজ এ কালি রিফিল করে থাকেন তারা একটু দামি কালি ব্যবহার করাই ভাল।
  • ৩| ভ্রমর (ছিদ্র করা, স্টেশনারির দোকানে পাবেন দাম ৫-১৫ টাকা
  • ৪ | ক্লিপ / দামি কস্টেপ
  • ৫|  মোম আঠা (যা আগুনের কাছে গলে যাই, স্টেশনারির দোকানে মোম আঠা বললেই দেবে,আঠাটা দেখতে সাদা)

সতর্কতা

➡ আমি আবার ও বলছি কালার মেনেজমেন্ট সঠিক করে করতে হবে।

➡  আপনার কালার কারটিজে ভ্রমরটা আস্তে করে ঢুকিয়ে কারটিজের ভেতরের সপঞ্জটা স্পশ করান এবং একদম সাদা টিসুতে ভ্রমরটা লাগান,দেখবেন কী কালার আছে।

➡ এভাবে অপর দুইটাতে ভ্রমর ঢুকিয়ে কালার চিন্নিত করে পাইপ লাগান।

জানিনা বুঝাতে পারলাম কিনা?

তবে আশা করি আমার বুদ্ধিমান বন্ধুরা বুঝতে পারবেন।

 

এবার এইটা ফলো করুন  তাহোলে

বুঝতে অসুবিধা হবে না। ঠিক এক ই নিয়মে করবেন।

যদি কোন সমস্যা হয় তবে ফেসবুকে আমাকে পাবেন।অথবা  Whatsapp- 01714-744947

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমম.. করে ফেলব,, সরকারী প্রিন্টার নষ্ট হলেও সমস্যা নাই বস!

Level 0

bro check your fb message box…

ভাই খুব সুন্দর পোষ্ট ভিডিও নেই? [email protected]

Vaiya Amar Printer a Sudu Bulu Color astacha. Kono Document Print koral Balck color astachana.