অনেক দেরিতে হলেও বিটিসিএল এর বোধোদয় হয়েছে। ডোমেইন নিবন্ধন করার জন্য আর কস্ট করে ঢাকা যেতে হবে না। এখন আপনি নিজেই ডোমেইন নিবন্ধন করতে পারবেন। এমন কি ডট বাংলা ডোমেইন নিতে পারবেন। এখন কি কি লাগবে।
১। ডোমেইন নিবন্ধনকারির নাম ও পুরনাঙ্গ ঠিকানা।
২। নিবন্ধনকারির ভোটার আইডি অথবা পাসপোর্ট এর স্কান কপি।
৩। নিবন্ধঙ্কারির সাক্ষরের স্কান কপি।
৪। নিবন্ধিত বাক্তির ১ টি টেলিটক নং যেখানে ১৮৭৫ টাকা থাকতে হবে।
৫। প্রতিস্থানের নামে হলে স্বীকৃতির স্কান কপি। নিজের নামে হলে ট্রেড লাইসেন্সের স্কান কপি।
৬। ইমেল আইডি
৮। ধাপে ধাপে সব পুরন করুন।
৯। ডোমেইন রেজি হতে ১০ থেকে ১৫ দিন লাগতে পারে।
১০। এখান থেকে ডোমেইন এর ডিএনএস ও পরিবর্তন করতে পারবেন।
স্কান করার সময় খেয়াল রাখবেন ফাইল যেন বেশি এম বির না হয়।
অনেক দ্রুত লিখলাম। তাই বিস্তারিত লিখতে পারলাম না। যদি সমসসায় পরেন তবে ফোন করবেন অথবা মেইল করবেন।
বিটিসিএল এর ডোমেইন নিয়ে অনেক টিউন করেছি। যানি না উপকারে আস্তে পেরেছি কি না। পারলে টিউমেন্টস করবেন। উৎসাহ পাব।
সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।সবাই ভালো থাকবেন।
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain এর নাম লিখার পর সার্চ বাটনে ক্লিক করলে কিছুই আসে না ভাই। সম্ভবত Under Contraction.