আমাদের বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন প্রয়োজনে স্ক্যান করার দরকার হয়। আর স্ক্যান করার ক্ষেত্রে আমরা কালার অথবা সাদা কালো স্ক্যানার ব্যবহার করি। যারা সাদা কালো স্ক্যানার ব্যবহার করেন, তাদের সমস্যাটা একটু বেশী আবার কালার স্ক্যানার ব্যবহারকারিদের ভোগান্তিও কম নয়। আমি কালার এবং ননকালার স্ক্যানার ব্যবহার করি। আমি এরকম সমস্যায় পড়েছিলাম এবং একটা সমাধানও খুঁজে পেয়েছি। তাই এই নরমাল সমাধানটা সবার সাথে শেয়ার করলাম। এর মাধ্যমে কেউ না কেউ উপকৃত হতেও পারে। এবার মুল কথায় আসি।
আপনার একটা ডকুমেন্ট স্ক্যান করা দরকার এবং ডকুমেন্টটি সাদা কালো আর স্ক্যানারটিও সাদা কালো। কিন্তু আপনাকে কাজ এটির মাধ্যমেই সারতে হবে। এই অবস্থায় ফটোশপে আপনি jpeg ফরমেট করতে পারছেন না। তাহলে উপায় কি?? এই ক্ষেত্রে আমি যা করি তাই ব্যক্ত করছি।
১) ফটোশপে স্ক্যানকৃত আপনার ডকুমেন্টটি PNG ফরমেটে ফরমেট করুন।
২) PNG এর এই ফাইলটিতে মাউসের ডান বাটন ক্লিক করে open with এর মাধ্যমে paint এ open করুন।
৩) এখান হতে আপনার ডকুমেন্টটি jpeg ফরমেটে Save As করুন।
৪) এই ডকুমেন্টটি ফটোশপে কাজ করতে পারবেন jpeg ফরমেটে।
আবার ধরুন আপনার একটা কালার স্ক্যানার আছে বা এটিতে আপনার কিছু কাজ করতে হবে। কিন্তু ডকুমেন্টটি সাদা কালো । এক্ষেত্রে কালার অপশনে স্ক্যান করলে ডকুমেন্ট ঘোলা হতে পারে। তাই এক্ষেত্রে ডকুমেন্টটি Black and white এ করতে হয়। আর Black and white এ স্ক্যান করলে আপনি jpeg ফরমেটটি পাচ্ছেন না। সুতরাং উপরোক্ত পদ্ধতি অবলম্বন করে আপনি উক্ত কাজটি সফল করতে পারেন।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
রুহুল ভাই ধন্যবাদ টিউনের জন্য।
অফ-টপিক
আছেন কেমন? সামনে কিছু মানুষ কে দরকার হবে। আপনার টিউন গুলো ভালো লাগে এছারাও কিছু ব্যাপারে আপনার ভালো দখল আছে আপনাকে দরকার হবে আমার। আপনে পাশে থাকতে পারবেন মন থেকে?(নট এ বিগ ডিল যদি না পারেন) সময় হলে পুরা কাহিনি জানতে পারবেন।
জানাবেন
খুভ ভালো থাকুন। ধন্যবাদ