খুব সহজেই Reset করুন Canon 2772/2770 ড্রাম/নরমাল প্রিন্টার আর প্রিন্টি প্রবলেম সমাধান করুন

আসসামুয়ালাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের সামনে অতি পরিচিত একটা সমস্যার সমাধান তুলে ধরব।

কেনন ২৭৭২/২৭৭০

খুব জনপ্রিয় প্রিন্টার,কারন এটা  খুব ই কম দাম আর এটাতে ড্রাম লাগানো যায়।প্রিন্টার কিনে এনে ধুমচে প্রিন্ট করতেছেন কিন্তু ১৫০+- প্রিন্ট হবার পরে অনেকের কার্টিজ পায় না। হয়তো অনেকেই রেগে ফেলে রেখেছেন,আজ তাদের জন্য যাদের এই সমস্যা।

সমাধানের জন্য দুটি পদ্ধতি তুলে ধরব আজ তার প্রথম পদ্ধতি।

  • ১। পুরাতন কার্টিজ দিয়ে,

  • ২। মেনুয়ালি রিসেটর বাটন ও রিসেটর টুল ব্যবহার করে।

১ম  পদ্ধতি

যা যা লাগবে...

যে কার্টিজটা পাচ্ছে না সেই সেইম মাপের কার্টিজ।

  • চারটা পুরাতন কার্টিজ (যে কোন প্রিন্টার সার্ভিসিং এর দোকানে পাবেন)

চারটা কার্টিজ সংগ্রাহ হয়ে গেলে এবার আমরা কাজ শূরু করে দেই।

প্রথমে জেনে নেই এমন সমস্যা কেন হয়?  কার্টিজের পেছনে যে পিন থাকে সেটা চার বার মেমরিতে আপনার কার্টিজের মেমরি ধরে রাখবে।তাই কালি শেষ হয়ে গেলে কার্টিজ সিগনাল দেয় তখন আমরা রিফিল করি,কিন্তু দেখা যায় যে রিফিল করার পর কার্টিজ আর চিনতে পারে না।এই সমস্যার সহজ সমাধান প্রিন্ট্রারকে বোকা বানানো।

  • এবার আপনি আপনার রিফিল করা  / ড্রাম করা কার্টিজটা প্রিন্টার থেকে খুলে ফেলুন
  • প্রিন্টার অফ করে পুরনো চারটা কার্টিজ থেকে একটা কার্টিজ লাগান
  • প্রিন্টার আবার অন করুন,কিছুক্ষন অপেক্ষা করে আবার অফ করুন
  • এবার ১ম টা খুলে নিয়ে ২য় কার্টিজ লাগান, তার পর আবার অন করুন
  • কিছুক্ষন অপেক্ষা করে আবার অফ করুন এবার ৩য় টা লাগান অন করুন কিচুক্ষন অপেক্ষা করে
  • আবার অফ করুন এবার ৪র্থ কার্টিজ লাগিয়ে অন করুন করে অপেক্ষা করে অফ করুন
  • এইবার আপনি আপনার রিফিল করা/ড্রাম করা কার্টিজ লাগান।
  • প্রিন্টার অন করুন আশা করি সমাধান পেয়ে গেছেন।

এবার মেইনটেন্স এ গিয়ে হেড ক্লিনিং করুন, আর ইচ্ছা মতো প্রিন্ট করুন।

সাবধানতা

😯 চোখ কান খোলা রেখে যে কালারের কার্টিজের সমস্যা সেই কার্টিজের করবেন।দুইটার সমস্যা হলেই মোট ৮টা পুরাতন কার্টিজ দিয়ে করবেন।

 

যদি এই পদ্ধতি দিয়ে কাজ না হয় তবে আগামী টিউনের জন্য একটু অপেক্ষা করুন।ভুল ত্রুটি মার্জনীয়।

 ➡ ফেসবুকে আমাকে পাবেন।

 

আমাকে ফেসবুকে পেতে পারেন Maruf Cse

আমার আরো টিউন দেখতে

  1. চলুন নষ্ট মোবাইলের ব্যটারী দিয়ে টর্চ লাইট তৈরী করি মাএ ১৫ টাকায়
  2. খুব সহজেই Reset করুন Canon 2772/2770 ড্রাম/নরমাল প্রিন্টার আর প্রিন্টি প্রবলেম সমাধান করুন
  3. খুব সহজেই নস্ট Rice cooker ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই, মাত্র ২৫ টাকায়
  4. খুব সহজেই নস্ট হেড ফোনকে ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই,না দেখলে খুবই মিস করবেন
  5. লোডশেডিংও পূরোদমে পড়তে চান??? তা আবার নিজের বানানো লাইট দিয়ে,তাহলে তো টিউনটা দেখতেই হয়
  6. 1.5V বেটারি দিয়ে ছোট্ট টুনিমুনি লাইট বানাই মাত্র ২০ টাকাই (ইলেক্ট্রনিক্স প্রেমীরা এই দিকে আসুন)
  7. আসুন খুব সহজেই নিজের বায়োগ্রাফি এপস বানাই কোন রকম প্রোগরামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড ফোনের জন্য

২য় পদ্ধতী আগামী কাল প্রকাশ করা হবে ইনশা আল্লাহ।

 

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভিডিও টিউটোরিয়াল দেওয়া যায়না ?? [email protected]

ভাই আমার ত হয় না। আর পুরাতন কার্টিজ কোথায় পাবো?

    Level 0

    ভাই পুরাতন কার্টিজ যে কোন প্রিন্টার সার্ভিসিং এর দোকানে পাবেন।ফ্রিতেই পাবেন, মনে হয় না দাম নিবে

সুন্দর, টিটিতে এ রকম টিউনার চাই। জাজাকাল্লাহ। পরবির্তীতে ভিডিওর টিউটরিয়াল থাকবে আসা করি।

    Level 0

    ইনশা আল্লাহ থাকবে