আসসামুয়ালাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের সামনে অতি পরিচিত একটা সমস্যার সমাধান তুলে ধরব।
কেনন ২৭৭২/২৭৭০
খুব জনপ্রিয় প্রিন্টার,কারন এটা খুব ই কম দাম আর এটাতে ড্রাম লাগানো যায়।প্রিন্টার কিনে এনে ধুমচে প্রিন্ট করতেছেন কিন্তু ১৫০+- প্রিন্ট হবার পরে অনেকের কার্টিজ পায় না। হয়তো অনেকেই রেগে ফেলে রেখেছেন,আজ তাদের জন্য যাদের এই সমস্যা।
১। পুরাতন কার্টিজ দিয়ে,
২। মেনুয়ালি রিসেটর বাটন ও রিসেটর টুল ব্যবহার করে।
যে কার্টিজটা পাচ্ছে না সেই সেইম মাপের কার্টিজ।
চারটা কার্টিজ সংগ্রাহ হয়ে গেলে এবার আমরা কাজ শূরু করে দেই।
প্রথমে জেনে নেই এমন সমস্যা কেন হয়? কার্টিজের পেছনে যে পিন থাকে সেটা চার বার মেমরিতে আপনার কার্টিজের মেমরি ধরে রাখবে।তাই কালি শেষ হয়ে গেলে কার্টিজ সিগনাল দেয় তখন আমরা রিফিল করি,কিন্তু দেখা যায় যে রিফিল করার পর কার্টিজ আর চিনতে পারে না।এই সমস্যার সহজ সমাধান প্রিন্ট্রারকে বোকা বানানো।
এবার মেইনটেন্স এ গিয়ে হেড ক্লিনিং করুন, আর ইচ্ছা মতো প্রিন্ট করুন।
😯 চোখ কান খোলা রেখে যে কালারের কার্টিজের সমস্যা সেই কার্টিজের করবেন।দুইটার সমস্যা হলেই মোট ৮টা পুরাতন কার্টিজ দিয়ে করবেন।
যদি এই পদ্ধতি দিয়ে কাজ না হয় তবে আগামী টিউনের জন্য একটু অপেক্ষা করুন।ভুল ত্রুটি মার্জনীয়।
➡ ফেসবুকে আমাকে পাবেন।
আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No I am not along i know one day You will be Back....
ভাই ভিডিও টিউটোরিয়াল দেওয়া যায়না ?? [email protected]