সবাইকে সালাম জানিয়ে শুরু করলাম আজকের টিউন। ভাবছিলাম কোন ভূমিকাই করবনা কিন্তু উপায়তো নাই টেকটিউনসের কত নিয়ম কানুন কন্টেন্ট ২০০ শব্দের কম হলে লিখা পাবলিশ হবেনা, অমুক সিম্বল ব্যবহার দোষে দূষিত আরও কত কি হাবি-জাবি। তাই মূল কন্টেন্ট ছেড়ে আজাইরা কিছু কথা আবড়িয়ে লিখাটিকে খানিক লম্বা বা বিরক্তিকর করতেই বাধ্য হলাম। সম্ভবত ইতমধ্যে অনেক আজাইরা বক বক করেই ফেললাম তাই আর না। এবার মূল কথায় ফিরা যাক, আমাদের অনেকেরই এই সমস্যায় পড়তে হয় যে পেনড্রাইভে ডাটা ভরপুর অথচ অপেন করতে গেলে দেখায় ফাইল এম্পটি যা খুবি অস্বস্তিকর। জিনিসটা দেখতে নিচের ছবির মত
সে ক্ষেত্রে আমরা মনে করি ভাইরাসের কারণে এই সমস্যা হয়ে থাকে, আসলে তা মোটেই নয়। বরং সিস্টেমের কিছু hide অপশন অপেন থাকে বিধায় এমনটি দেখায় যা আমরা চাইলেই খুব সহজে unhide কিরতে পারি। আমার দেখানো পথ অনুস্বরণ করুন। প্রথমে পেনড্রাইভটি পিসিতে সংযোগ করুন তারপর run এ গিয়ে লিখুন cmd এবং এন্টার চাপুন, নিচের মত দেখবেন
এবার আপনি আপনার পেনড্রাইভটি যে ড্রাইভে আছে সে ড্রাইভের লেটার এবং ইস্টু(:) লিখে এন্টার চাপুন, (আমার পেনড্রাইভটি G ড্রাইভে ছিল তাই আমি G: দিয়েছি) নিচের মত দেখবেন
এবার লিখুন ATTRIB -H -S -A *.*(স্টার ডট স্টার) /S /D এবং এন্টার চাপুন, নিচের ছবিটা দেখুন বুঝতে সহজ হবে
ব্যস আপনার কাজ শেষ। এবার পেনড্রাইভটি অপেন করুন আর দেখুন মজা্।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
অনেক উপকারি টিউন যদি কাজ হয়