আজ আমি আপনাদের দেখাবো কি করে অনলাইনে উপার্জিত অর্থ/টাকা কিভাবে নিজের হাতে আনবেন। আমরা অনেকেই অনলাইনে অনেকভাবেই টাকা আয় করে থাকি। কিন্তু সেই অর্থ দেশে নিয়ে আসা টা বিশাল ঝামেলার। সল্প উন্নত দেশ হিসেবেPaypal এখন ও এদেশে যাত্রা শূরু করে নি। তাই Payza ই শেষ ভরসা। যাই হোক শুরু করি।
AlertPay অনেকের কাছেই পরিচিত নাম। Online এ যিনিই কাজ করেছেন তিনি অবশ্যই AlertPay সম্পর্কে জানেন।এইAlertPay এর নতুন নাম Payza, Payza বাংলাদেশ সরকারি ভাবে অনুমদিত, আর বেশিরভাগ আরনিং সাইট এখন Payza Support করে। যেকোনো Money Transfer ই Sensetive Payza account খুলাটাও তার বাইরে নয়। নাম ঠিকানা Date of Birth আপনার সকল Documents এর একটি অন্যের সাথে অবশ্যই মিল থাকতে হবে।National ID or Passport যেটাই ব্যবহার করেন কোনও সমস্যা নাই। Bank Statement অবশ্যই লাগবে এবং সকল ঠিকানা একই হতে হবে। সকলDocuments scan করে Attachment করতে হবে। যখন $20.00 বা তার বেশি আপনার Payza Account এ জমা হবে তখন20$ Withdraw করতে পারবেন।শুধু Withdraw অপশন এ ক্লিক করেন।আপনার ব্যাংক Name, Account Number & Account Type দিয়ে Withdraw করলে ৩-৭ দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্ট এ জমা হবে।চার্জ $3.00 যে কোন অ্যামাউন্ট।অর্থাৎ $1000.00 Withdraw করলেও $3.50 or ২৪০.০০ টাকা চার্জ
কিভাবে কি করবেন?
Payza এখানে ক্লিক করি।
তারপর Get Your Personal Account করি।
এরপর Bangladesh Select থাকবে আপনি শুধু Personal এ Select করবেন, আশা করি আপনারা এটা করতেই পারবেন
Personal এ Select করলেই নিচের ছবির মত দেখা যাবে আপনার First Name Last Name, Email, Password দিয়ে GET STARTED এ ক্লিক করে এগিয়ে যান, Email verification এর জন্য Payza আপনাকে একটা মেইল পাঠাবে, আপনার email Inbox check করে verify করুন।
নিচে Verification Method দেয়া হল।
আপনার email verify হলে আপনার Payza Account verify করার জন্য আপনার National ID, Passport, Driving License, Bank Statement সুবিধা মত এর যেকোনো ২টি Attachment করতে হবে, সেই সঙ্গে আপনার Address, Mobile number & security code ও দিয়ে দেই। যে Bank এর মাধ্যমে আপনি আপনার টাকা পেতে চান সেই Bank এর Name, Account Number, Location/City সব তথ্য দিয়ে complete করতে হবে।
এইভাবে লেজিট কাগজপত্র দিয়ে আপনার একাউন্ট টি ভ্যরিফাই করে নিন, আর আপনার কষ্ট-অর্জিত টাকা গুলো নিজের কাছে আনুন, খুব সহজেই।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
পূর্বে প্রকাশিত এখানে
আমি রুট কোড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনলাইনে এ টাকা আয় করার জন্য সকল ভিডিও পাবেন http://www.arovideo.com a