মাত্র ৩ ক্লিকে সকল ফেসবুক ফ্রেন্ডকে নিজের গ্রুপে যুক্ত করুন এবং পেজ লাইকের আমন্ত্রন জানান!!! (সবথেকে সহজতম উপায়)

আমাদের অনেকেরই নিজস্ব ফেসবুক গ্রুপ বা পেজ থাকে। সবাই চাই যে নিজের ফ্রেন্ড লিস্টের প্রত্যেককে গ্রুপে অ্যাড করাতে। কিন্তু যখন ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড সংখ্যা থাকে প্রায় কয়েক হাজার তখন এক এক করে সবাইকে গ্রুপে অ্যাড করা একটা বিরক্তিকর কাজ হয়ে যায়। আবার যদি নিজের কোন পেজ থাকে সেক্ষেত্রেও এক এক করে সবাইকে ইনভাইট করতে হয় যা অত্যন্ত বিরক্তিকর। কিন্তু একটূ সহজ ট্রিক খাটিয়েই এ ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাব...

ফেসবুক গ্রুপে ফ্রেন্ড যোগ করাঃ 
  • ধাপ-১ঃ প্রথমে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লগিন করুন।
  • ধাপ-২ঃ তারপর এখানে ক্লিক করে একটা গ্রুপে যান। (এটা আমার গ্রুপ। এটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। চাইলে নিজের গ্রুপেই প্রথমে ট্রাই করতে পারেন)
  • ধাপ-৩ঃ এরপর F12 বাটন চাপুন। (অবশ্যই বাটন চাপার আগে অভ্র থেকে এক্সিট করুন, নতুবা কাজ হবে না)
  • ধাপ-৪ঃ এখানে ক্লিক করুন। একটা কোড এর ট্যাব ওপেন হবে। সেখান থেকে পুরো কোড কপি করুন।

  • ধাপ-৫ঃ তারপর console এ ক্লিক করুন এবং সেখানে কোডটা পেস্ট করে এন্টার বাটন চাপুন।
  • ব্যাস ১-২ মিনিট অপেক্ষা করুন তারপর আপনার কাজ শেষ। এক এক করে অটোম্যাটিক সব ফ্রেন্ড আপনার লিস্টে যুক্ত হয়ে যাবে।
ফেসবুক পেজে ইনভাইট করেঃ
  • ধাপ-১ঃ নিচের বাটনে ক্লিক করে একটা ক্রোম এক্সেটনশন যোগ করে নিন। এটা দিয়েই আমরা পরে কাজ করব। Add to Chrome
  • ধাপ-২ঃ ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লগিন করুন।
  • ধাপ-৩ঃ তারপর এখানে ক্লিক করে একটা পেজে যান। (এটা আমার পেজ। এটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। চাইলে নিজের পেজেই প্রথমে ট্রাই করতে পারেন)

  • ধাপ-৪ঃ পেজে গিয়ে ইনভাইট ফ্রেন্ড এ ক্লিক করলে একটা পপ-আপ বক্স আসবে। তখন উপরে দেখানো বাটনে ক্লিক করে সকলকে একসাথে ইনভাইট করা যাবে। (শুধুমাত্র ফেসবুকে লগিন করা থাকলেই উপরে টিক চিহ্নের মত বাটনটা দেখা যাবে)।

আশা করি আমার দেখানো পদ্ধতিতে সবাই সফল হবেন। তবুও কোন সমস্যা হলে টিউমেন্টে জানান, আমি সমাধান দেবার চেষ্টা করব। আর হ্যা, কেউ যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আমার গ্রুপে গিয়ে আপনার ফ্রেন্ডদের অ্যাড করে দিন আর পেজেও ইনভাইট করে দিন। তাহলে কৃতজ্ঞ হব আর আপনার ফ্রেন্ডরাও আমার গ্রুপে অ্যাড হয়ে লাভবান হবেন আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ।

আমার ফেসবুক গ্রুপঃ ওমেগা প্রাইম গ্রুপ । আমার ফেসবুক পেজঃ ওমেগা প্রাইম পেজ

Level 0

আমি কামরুজ্জামান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

বিজ্ঞানকে ভালবাসি। চাই দেশে বিজ্ঞান চর্চা হোক। দেশের ঘরে ঘরে যেন বিজ্ঞান চর্চা হয় সেই লক্ষ্যেই কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস