কেমন আছেন সবাই? এই ধরনের কোন টিউন আগে কেউ করেছে কিনা আমার জানা নাই।
চলুন দেখে নেওয়া যাক পিসি হ্যাং, বিজি হবার করন।
হ্যাং হবার কারন:
A) প্রসেসর ওভার হিট হলে।
B) মাদারবোর্ড প্রবলেম থাকলে।
C) পাওয়ার সাপ্লাই খারাপ হলে।
D) কুলিং ফ্যান পর্যাপ্ত বাতাস না দিলে।
E) হার্ডসিস্কের পাওয়ার কট এবং ডাটা ক্যাবেল ভালোভাবে সংযোগ না পেলে।
F) একাধিক প্রোগ্রাম একসাথে চালু করলেও হ্যাং হয়।
G) কেসিং এর ভিতর থেকে গরম বাতাস বের না হলে।
সাধারনত এইসব করন গুলোর জন্য হ্যাং হয়। তবে কিছু ব্যাতিক্রম করনেও হ্যাং করতে পারে। যেমন নষ্ট ডিভাইস পিসিতে কানেক্ট করলে। পিসিতে সংযোগ থাকা অবস্থায় ডিভাইস নষ্ট হয়ে গেলে।
করনীয়: প্রসেসর অনুযায়ী কুলিং ফ্যান ব্যবহার করতে হবে। কুলিং ফ্যানে জমে থাকা ময়লা নিয়মিত পরিস্কার রাখতে হবে। পাওয়ার সাপ্লাই বদলিয়ে ফেলুন। পিসির ভেতরের গরম বাতাস বের হবার ব্যবস্থা করুন। মাদারবোর্ড চেক করে নিন ক্যাপাসিটর গুলো সাভাবিক কিনা।
এর পরও ঠিক না হলে এক্সপার্টএর নিকন য়োগাযোগ করুন।
সিস্টেম বিজি হবার কারন:
A) কন্ফিগার অনুযায়ী সফ্টওয়্যার ব্যবহার না করলে।
B) একসাথে অনেক গুলো প্রোগ্রাম চালু করলে।
C) ভাইরাস থাকলে।
D) হার্ডডিস্ক স্লো হলে।
E) র্যাম কম থাকলে।
F) গ্রাফিক্স কার্ডে সমস্যা থাকলে।
G) C Drive-এ পর্যাপ্ত ফ্রি জায়গা না থাকলে।
H) BIOS থেকে ফ্লপি ডিস্ক এনাবল থাকলে।
I) ভালো মানের কুলিং ফ্যান না হলে। এবং ময়লা জমে বাতাস আটকে গেলে।
J) কন্ফিগার অনুযায়ী Antivirus সেটাপ না করলে।
সাধারনত এই কারন গুলোর জন্যই System Busy and Slow হয়।
এক্ষেত্রে কন্ফিগার অনুযায়ী আমাদের Software Setup করা দরকার।
উপরোক্ত কারন গুলো এরিয়ে চললেই সিস্টেম বিজি দেখাবে না।
আমি Nipu Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুরুত্ব পুর্ন সব বিষয়গুলোই তুলে ধরেছেন।ধন্যবাদ পরিবর্তিতে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল চাই।