সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্মার্টফোন এবং কম্পিউটারের সাহায্যে অনলাইনে আপলোড হওয়া যেকোন HD মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় সম্বলিত আমার আজকের টিউন।
মুভি দেখে না কিংবা অনলাইনে মুভি ডাউনলোড করেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। তবে যারা অনলাইনে মুভি ডাউনলোড করেন তারা ভালো করেই জানেন মুভির আসল ডাইরেক্ট লিঙ্ক খুঁজে পাওয়া কতোটা কষ্টকর। তাই হয়তো অনেকে শুধু একটি ভালো মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক নিয়ে একটি টিউন করে ফেলেন। মাঝে মাঝেই আমি এরকম টিউন দেখি। টিউনের ভিজিটরও একেবারে কম থাকে না।
আজ এরকম একটা টিউন দেখে আমার মনে হলো মুভি ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় নিয়ে একটা টিউন করলে কেমন হয়। যাহোক, আজকের টিউনে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে মুভি ডাউনলোড করার উপায় বর্ণনা করবো। অনলাইনে যদি কোন মুভি আপলোড হয়ে থাকে, সেটা যে ওয়েব সাইটেই হোক আপনি আজকের টিউন দেখার পর সেটা খুঁজে বের করতে পারবেন। আজকের টিউনের বিষয়বস্তু খুবই ছোট এবং সহজ বিধায় আমি আরও একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো।
জনপ্রিয় মিডিয়া প্লেয়ার MXPlayer কে যে অডিও প্লেয়ার হিসাবেও ব্যবহার করা যায় এটা অনেকেই জানেন না। আজকের টিউন শেষে বোনাস হিসাবে MXPlayer কে অডিও প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন। বাড়তি অডিও প্লেয়ার ইনস্টলের ঝামেলা থেকে মুক্তি পেলে মন্দ কি বলেন?
সাধারনত মুভি ডাউনলোড করার জন্য আমরা জনপ্রিয় মুভি ডাউনলোড সাইট গুলো ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় নতুন ব্যবহারকারী কিংবা অভিজ্ঞদের জন্যও ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার হয়ে দাড়ায়।
তার উপরে কেউ যদি মোবাইল ফোনের সাহায্যে মুভি ডাউনলোড করতে চায় তাহলে তার জন্য মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজে পাওয়া যে কতোটা কষ্টের সেটা যে খুঁজে সেই জানে। যাহোক, আজ আমরা দেখবো কীভাবে খুব সহজে অনলাইনে আপলোড হওয়া যেকোন মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজে বের করা যায়।
আশা করছি মুভি ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় সবকিছু আপনাদের আছে। আসলে এগুলো নাই এমন লোক তো খুঁজেই পাওয়া যাবে না। উপকরণের কথা বলে আপনাদের সাথে একটু মশকরা করলাম আরকি। যাহোক, ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
?intitle:index.of? mkv ant man
MXPlayer হলো অ্যান্ড্রোয়েড ডিভাইসে ভিডিও দেখার জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্লেয়ার। আমি নিজেও শুধু ভিডিও দেখার জন্য MXPlayer ব্যবহার করি। কিন্তু এটা ভিডিও প্লেয়ারের সাথে সাথে যে চমৎকার অডিও প্লেয়ারের কাজ করে এই জিনিসটা অনেকেই জানেন না। যাহোক, টিউনের এই বাকি অংশে আমরা MXPlayer কে অডিও প্লেয়ার হিসাবে ব্যবহার করে দেখাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
টিউনটির বিষয়বস্তু দুটি আপনারা আগে থেকে জানতেন কিনা জানিনা। যদি ট্রিক্স দুটি নতুন মনে হয় তাহলে অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবেন না।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।
আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি।
সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Onek valo laglo vai. Carry on