অনেক সময় নেটে সার্চ দিলে বিভিন্ন ফোরামের লিংক আসে। লিংকে ক্লিক দিলে লগইন করতে বলে। লগ-ইন করতে গেলে রেজিস্টার তারপর ইমেইল ভ্যারিফিকেশান মহা ঝামেলা। এই ঝামেলা প্রত্যেক ফোরামের জন্য একবার করে করা লাগে।
উদাহরনসরূপ, forumw তে যান। লগ-ইন করতে বলছে তাই না?
কি দরকার এত ঝামেলা করার যদি সরাসরি ব্রাউজ করা যায়।
যা যা লাগবেঃ
ফায়ারফক্স ব্রাউজার
একটা এড-অন
দুইটা না থাকলে ইন্সটল করে নিন। এবার ফায়ারফক্সে Tools -> Default User Agent -> search bots -> Google Bot 2.1 সিলেক্ট করেন। এবার পেজটা রিফ্রেস করে দেখেন।
এটা বেশ কিছু ফোরামে কাজ না ও করতে পারে। যেমন, amaderforum
আমি রাসেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো