আজ আপনাদের সাথে একটা মজা বিষয় শেয়ার করব। সাধারনত আমরা যদি কম্পিউটার বন্ধ করে তা ওপেন করি তাহলে বন্ধু করার পূর্বে যে ফোল্ডার গুলি ওপেন করেছিলাম তা দেখতে পাই না। যদি আমারদের ঐ সকল ফোল্ডার অর্থাত কম্পিউটার বন্ধ করার পূর্বের ফোল্ডার গুলি দেখতে চান তাহলে নিম্নোক্ত সেটিংকস টি আপনাকে অনুসরন করতে হবে। সাধরনত উইন্ডোজ এক্সপিতে বাই ডিফল্ট এটা ডিসেবল করা থাকে। আপনাকে শুধু তা এনেবল করতে হবে।
প্রথমত, আপনার কম্পিউটারে এডমিনিষ্ট্রেটর হিসেব লগইন করুন।
দ্বিতীয়ত, স্টার্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেল ওপেন করুন।
তৃতীয়ত, কন্ট্রোল প্যানেল হতে “Appearance and Themes” এ ক্লিক করুন।
চতুর্থত, নিচে হতে Folder Options এ ক্লিক করুন।
পঞ্চমত, তারপর একটি ছোট ডায়ালগ বক্স আসবে সেখান হতে View tab এ ক্লিক করতে হবে।
ষষ্ঠত, Advanced setting এর নিচে “Restore previous folder windows at logon” এ টিক দিয়ে ওকে করে সেটিংসটি সেভ করে আসুন।
এখন আপনি যতবারই কম্পিউটার রিষ্টার্ট, সাটডাউন অথবা লগঅফ করুন না কেন আপনার কম্পিউটার অটোমেটিক্যালি পূর্বে ওপেনকৃত ফোল্ডার ওপেন করে দিবে।
যদিও টিউনটি একটু ছোট তবুও আশা করি আপনাদের সবারই উক্ত চিউনটি ভালো লাগলো। মন্তব্যের মধ্যে তা অবশ্যই প্রকাশ করবেন।
****************ধন্যবাদ ***************
আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।
জানা ছিল আবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।