আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমা তুল্লাহি ওয়াবা রাকাতুহ, কেমন আছেন টেকটিউনস'র সকল ভিসিটর, ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ?  আশা রাখছি সকলেই ভালো ও সুস্থ  অবস্থায় আছেন। আপনাদের সবাইকে আন্তরিক প্রিতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউন,
বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কোন সফটওয়্যার শেয়ার  করছিনা।
আজকে একটি ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে,  কিভাবে এন্ড্রোইড মোবাইল দিয়ে গোগল একাউন্ট খুলবেন। এবার অনেকেই হয়তো বলবেন এটা তো সবাই জানে, জি না ভাই এটা সবাই জানেন না, এই ব্যাপারে আমি সবার সাথে একমত হতে পারলামনা, তার কারণ আমি নিজেই দেখেছি আমার আসে পাশে বন্ধুরা যারা এন্ড্রোইড মোবাইল ব্যবহার করেন, তাদের বেশির ভাগেরই
গোগল একাউন্টস নেই, আর  একাউন্ট না থাকলে আপনার এন্ড্রোইড মোবাইল থাকা না থাকা সমান কথা, সেজন্যেই আমার আজকের টিউন,  যদি আমার এই টিউন দ্বারা একজনের ও কাজে আসে তবে আমি নিজেকে ধন্য মনে করবো।
যাই হোক অনেক বেশী পেক পেকানি করে ফেল্লাম, এবার দেখুন কিভাবে এন্ড্রোইড মোবাইল দিয়ে google একাউন্টস খুলবেন।
step 1 প্রথমেই আপ নার এন্ড্রোইড মোবাইলের setting অপশনে ক্লিক করুন, নিচের ছবির মতো

আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এবার Add Account  অপশন এ ক্লিক করুন। অপশন টি খুজে না পেলে নিচের দিকে খুঁজুন, কারণ বেশির ভাগ এন্ড্রোইড মোবাইলের নিচের দিকে এই অপশন টি থাকে, নিচের ছবি দেখুন
আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এখন এখানে বিভিন্ন অপশন থেকে google এ ক্লিক করুন। নিছের ছবি দেখুন।
আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এবার এখানে ২ টা অপশন পাবেন,  আপনি New এ ক্লিক করুন, নিচের ছবি দেখুন।
আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এইবার আপনি first name / last name নামে ২টা অপশন পাবেন যেমনঃ first name: aminur
last name: rahman না বুঝলে নিচের ছবি দেখুন।
আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এবার যে অপশন পাবেন,  সেখানে আপনি নতুন একটি নাম দিন যেমনঃ  [email protected] তারপর নিচের দেখানো ছবির মতো ক্লিক করুন।
আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এখন যে অপশন টি পাবেন  সেটা হচ্ছে পাসওয়ার্ড অপশন। উপরে  ৮ অক্ষরের যেকোনো কঠিন পাসওয়ার্ড
টাইপ করুন। যেমনঃ 11223344, এমন পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে, নিচের অপশনেও একি পাসওয়ার্ড দিবেন
নিচের ছবির মতো কাজ করুন।
আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এবার নিচের ছবির মতো  Not now এ ক্লিক করুন
আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এবার নিচের ছবিতে দেখানো স্থানে ক্লিক করুন।

আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এবার নিচের  ছবির মতো I accept এ ক্লিক করুন।আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এখন যে অপশন আসবে সেটা কেপচা, উপরের ছবিতে যে অক্ষর গুলো দেখছেন নিচের খালি ঘরে সেগুলো টাইপ করুন। নিচে দেখানো ছবির মতো।
আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এবার কিছু সময় অপেক্ষা করুন নিচের ছবির মতো।
আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এবার নিচে দেখানো ছবির মতো Not now এ ক্লিক করুন।

আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।
এবার Skip এ ক্লিক করুন নীচের ছবির মতো।
 
এখন নিচে যে ছবি দেখছেন সেখানে skip এ ক্লিক করুন।
তার পর নিচের ছবির মতো ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ।
এখন নিচে যে ছবি দেখছেন সেখানে skip এ ক্লিক করুন।
এখন ধুমসে প্লেস্টোর থেকে সব লেটেস্ট এপ্লিকেশন নামান।
আজকের মতো এই এপর্যন্তই, আগামিতে দেখা হবে নতুন কোনো টিউন নিয়ে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
বিঃ দ্রঃ টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।

Level 1

আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস