আপনি কী ফান করতে পছন্দ করেন? আসুন বন্ধুদের সাথে কিছু অস্থির ফান করি। পি: (মাস্ট ওয়াচ)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।  আজ হাজির হলাম আরেকটি অস্থির টিউন নিয়ে। আচ্ছা যদি এমন হত আপনি আপনার বন্ধুর ফেসবুক/ টুইটার কথোপকথোন পরিবর্তন করতে পারতেন? অথবা আপনার টিউনের স্বল্প লাইককে কয়েক হাজার/ লাখ করে নিতে পারতেন?

আজ আমি কিছুটা হলেও আপনাদের আশা পূরণ করব। তবে হ্যা, তা স্থায়ী হবেনা। তবে আপনি স্ক্রিনসট নিয়ে রাখবেন যার ফলে তা সবার সাথে শেয়ার করে ফান করতে পারবেন।

উপরের ছবিটি দেখে এতক্ষনে অবশ্যই বুঝে গেছেন। তো এবার কাজের কথায় আসি... আমি আপনাদের ওয়েব পেজের যেকোন টেক্সট পরিবর্তন করার পদ্ধতিটি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি সহজভাবে তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এছাড়া ভিডিওর নিচে ইনফোতে বিস্তারিত বলা আছে। কোন বিষয়ে না বুঝতে পারলে টিউমেন্ট করবেন। এবং ভাল লাগলে অবশ্যই বলবেন।

আরও কিছু স্ক্রিনসট শেয়ার করলাম:-

এডিটের পূর্বে

এডিটের পরে

আজ তাহলে এ পর্যন্তই... আশা করি ভিডিওটি ভাল লাগবে। পড়ে দেখা হবে অন্য কোন সুপার টিউন নিয়ে।

এছাড়া আমার আগের টিউনগুলো দেখতে পারেন:-

অ্যাডব্লক ব্যবহার করলে কোন ওয়েবসাইট অ্যান্টি-অ্যাডব্লক এর মেসেজ দেখায়? আজ থেকে আর দেখাবেনা। (সুপার টিউন)

বাংলাদেশে ফেসবুক, ‍টুইটার ও অন্যান্য সাইট বন্ধ? তো চলেন অন্য দেশ থেকে ফেসবুক ও ব্যানকৃত সাইট ব্যবহার করি।

আনলিমিটেড ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন প্রান্তে! (পূর্ণাঙ্গ ভিডিও টিউন)

উইন্ডোজের ডিফল্ট ফন্ট কে করে নিন ম্যাক এর মত। নিশ্চিত আর পালটাতে চাবেন না। (ভিডিও সহ)

ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (১ম পর্ব)

ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (২য় পর্ব)

ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (শেষ পর্ব

Level 0

আমি wtechcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস