আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ হাজির হলাম একটি ইউনিক টিউন নিয়ে। আমরা হয়ত অনেকে স্বল্প ডাটা বাঁচানোর জন্য অ্যাডব্লক অ্যাডঅনস অথবা এক্সটেনশন ব্যবহার করে থাকি। এতে আমরা কোন বিজ্ঞাপন ছাড়াই ওয়েবসাইট ভিজিট করতত পারি। কিন্তু বর্তমানে কিছু কিছু ওয়েবসাইট অ্যান্টি-অ্যাডব্লক স্ক্রিপ্ট ব্যবহার করে যার ফলে অ্যাডব্লক অ্যাডঅনস অথবা এক্সটেনশন ব্যবহার করলে ব্যবহারকারিকে সতর্ক বার্তা দেখায় যাতে তারা অ্যাডব্লক অ্যাডঅনস অথবা এক্সটেনশন ডিজেবল করতে বলে। যার ফলে অ্যাডব্লক অ্যাডঅনস অথবা এক্সটেনশন ডিজেবল না করা পর্যন্ত ঐ সাইটের কন্টেন্টগুলো ভিউ করা যায়না।
এবার মূল কাজে আসি। আমি আপনাদের সাথে এমন পদ্ধতি শেয়ার করব যার মাধ্যমে অ্যাডব্লক ও ব্যবহার করা যাবে এবং ওয়েবসাইট অ্যান্টি-অ্যাডব্লক স্ক্রিপ্ট এর মাধ্যমে আমাদের সাইট ভিজিট করতে আটকাতে পারবেনা। এ পদ্ধতি মূলত আমি ফায়ারফক্স ব্রাউজার এবং গুগোল ক্রোম ব্রাউজারে কীভাবে প্রয়োগ করতে হয় তা দেখিয়েছে।
আমাদের এ পদ্ধতি প্রয়োগ করতে হলে প্রথমেই স্ক্রিপ্ট ম্যানেজার ইন্সটল করতে হবে। এরপর একটি ফিল্টার লিস্টে সাবস্ক্রাইব করতে হবে। এবং সবশেষে একটি স্ক্রিপ্ট ইন্সটল করতে হবে। আমি এ পদ্ধতিটি দুটি আলাদা ভিডিওর মাধ্যমে খুব স্পষ্টভাবে দেখিয়েছি। একটি ফায়ারফক্স ব্রাউজার এর জন্য এবং অপরটি গুগোল ক্রোম ব্রাউজারের জন্য।
১) ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে অ্যান্টি-অ্যাডব্লক স্ক্রিপ্ট বাইপাস করা।
২) গুগোল ক্রোম ব্রাউজার ব্যবহার করে অ্যান্টি-অ্যাডব্লক স্ক্রিপ্ট বাইপাস করা।
মাত্র ৪ মিনিটের ভিডিওটি ভালভাবে দেখলে পদ্ধতিটি সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন। এবং ট্রিক্সটি ব্যবহার করতে যে তিনটি জিনিসের কথা বলেছিলাম তার লিংক ভিডিওর নিচে ইনফোতে দেওয়া আছে। কোন বিষয়ে না বুঝতে পারলে টিউমেন্ট করবেন। এবং ভাল লাগলে অবশ্যই বলবেন।
একটি সাইট চালাতে গেলে অনেক খরচ আছে। এবং তাদেরও আয়ের একটি ব্যপার আছে। তাই আমি অ্যাডব্লক ব্যবহার করার পক্ষপাতি না। তবে যেসব সাইটে অত্যাধিক অ্যাড সেসব সাইটে আমি অ্যাডব্লক ব্যবহার করি। আর অ্যান্টি-অ্যাডব্লক বাইপাসের উপর টিউন করেছি কারণ আমি একটা সাইট ভিজিট করি যেখানে অ্যাডব্লক ডিজেবল করলেও অ্যান্টি-অ্যাডব্লক সতর্ক বার্তা দেখায় যার জন্য আমি এ পদ্ধতিটি অ্যাপ্লাই করেছি। তাই আপনারা অ্যাডব্লক ব্যবহারের ক্ষেত্রে ওয়েবসাইট/ ইউটিউবারদের আয়ের কথা বিবেচনা করবেন।
আজ তাহলে এ পর্যন্তই... আশা করি ভিডিওটি ভাল লাগবে। পড়ে দেখা হবে অন্য কোন সুপার টিউন নিয়ে।
এছাড়া আমার আগের টিউনগুলো দেখতে পারেন:-
আনলিমিটেড ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন প্রান্তে! (পূর্ণাঙ্গ ভিডিও টিউন)
উইন্ডোজের ডিফল্ট ফন্ট কে করে নিন ম্যাক এর মত। নিশ্চিত আর পালটাতে চাবেন না। (ভিডিও সহ)
ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (১ম পর্ব)
ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (২য় পর্ব)
ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (শেষ পর্ব
আমি wtechcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব কাজের জিনিস টিউন করছেন ভাই।
ধন্যবাদ