আসুন আজ আমরা শিখি কিভাবে খুব সহজে আপনার কম্পিউটারের ব্যাবহৃত সুপার কপির স্পীড বাড়াবেন।

শুভ সকাল। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। টেকটিউনস এখন আর আগের মত নায়। এজন্য লেখালেখি করতে ও ভালো লাগেনা। যখনই প্রবেশ করি দেখি শুধু স্পাম আর স্পাম।

যাই হোক, ইতিমধো শিরোনাম দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি।

আমরা যারা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি তাদের এমন কোন দিন নাই যে কোন কিছু কপি করতে হয় না। আর এই কপির ক্ষেত্রে আমরা ৮০% ইউজার সুপার কপি ব্যবহার করে থাকি।

আর এই সুপার কপির স্পীড যদি স্লো হয় তাহলে যে কি অবস্থা হয় সেটা তো যারা ব্যবহার করে তারা ভালো ভাবেই জানেন। বেশি কথা না বলে কাজের কথাই আসি।

বিষয়টি কয়েকটি ধাপে সম্পন্ন করলাম।

ধাপঃ

১। প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট বার থেকে সুপার কপির আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করুন

২। এবার নীচে মত একটা মেনু ওপেন হবে সেখান থেকে advanced ক্লিক করুন।

৩। ডানপাশের priority থেকে process priority "High" করে দিন। নীচে চিত্র লক্ষ করুন।

৪। এখন নীচের copy buffer size ঠিক রেখে অন্য সব গুলো 1 করে দিন। চিত্র লক্ষ করুন।

৫। এবার এপ্লাই করে ওকে করে দিন।

ব্যাস আপনার কাজ শেষ। এবার কোন কিছু কপি করে দেখুন। স্পীড আপনি নীজেই দেখতে পারবেন।

এতক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবাই কাজটি করতে পারবেন। আর না পারলে আমি আছিনা। শুধু টিউনমেন্টে একটা টিউমেন্ট করুন। আপনার উত্তর পেয়ে যাবেন।

সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর হে প্রযুক্তির সাথেই থাকবেন।

 

Level 1

আমি আবু সালেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আবু সালেহ। টেকটিউনস এর সাথে আছে শুরু থেকেই। প্রথম দিকে শুধু টিউন পড়তাম এবং পরবর্তীতে লিখা শুরু করলাম ২০১৫ থেকে। আমি কম্পিউটার এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এবং বর্তমানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করছি। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি ২০১৫ থেকে। টেকনোলজি সম্পর্কে জানতা এবং অন্যকে জানাতে ভালো লাগে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ ।