আপনার Hard disk drive এর icon গুলো আপনি ইচ্ছা করলে বদলে ফেলতে পারেন।আর কাজটি একদম সহজ । প্রথমে আপনি notepad খুলুন তারপর লিখুন।
[Autorun]
open=
icon=mamun.ico
এখানে mamun এর স্হলে আপনার icon এর নাম বসাবেন এবার autorun.inf নামে Save করুন। আপনি ইচ্ছা করলে .bmp ফরম্যাটের যেকোন ইমেজ ব্যবহার করতে পারবেন তখন .ico এর স্হলে .bmp বসবে।এবার ফাইলটি এবং ইমেজটিকে যে DRIVE এর আইকন বদলাতে চান সে drive এ নিয়ে রাখুন কম্পিউটার রিস্টার্ট করুন এবার দেখুন মজা এভাবে আপনি সকল ড্রাইভের আইকন বদলাতে পারবেন আশা করি আপনাদের ভাল লাগবে। আর সুন্দর সুন্দর আইকনের জন্য এই সাইটটি দেখতে পারেন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
কাজ হয় নি।।।।।।।।।।।।।।।।।।।।