খুব সহজ পদ্ধতিতে আপনার এন্ড্রয়েড ফোনকে USB মোডেম হিসাবে ব্যবহার করুন। যারা জানেননা বা থার্ডপার্টি এপ্স ব্যবহার করছেন তাদের জন্য। কোন থার্ডপার্টি এপ্স দরকার নেই

 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আমি ভালো আছি

আসলে টিটির পরিবেশ আর নিজের ব্যস্ততার কারনে লেখালেখি বাদ দিয়েছি অনেক আগে। তবে আজ আজাইরা এক টিউন দেখে লিখতে বাধ্য হলাম। কিছু সময় আগে একটা টিউন দেখলাম যার টাইটেল হল

ওয়াইফাই রাউটার ছাড়া পিসিতে ওয়াইফাই ব্যবহার করুন

আসলে ওই টিউনার মনেহয় আজও ওয়াইফাই আর ইউ, এস বি এর পার্থক্য বোঝেনা। তাই ওয়াইফাই এর কথা বলে দিয়েছে ইউ এস বি নেটের ট্রিক। তাও আবার পিসি আর ফোনে থার্ডপার্টি এপ্স ব্যবহার করে।LOL 🙄

যাইহোক এ লাইনে যারা নতুন তারা দেখেনিন কি ভাবে আপনার এন্ড্রয়েড ফোনকে ইউ এস বির মাধ্যমে মোডেম হিসাবে ব্যবহার করবেন।

প্রথমেই আপনার ফোনটি ইাু এস বি দিয়ে পিসি তে কানেক্ট করুন। এরপর

১. প্রধমে আপনার ফোনের সেটিং হতে Devloper Option এ যান

 

২. এবার USB Debugging এ টিক দিন ও বেরিয়ে আসুন। নিচের চিত্র দেখুন

৩. ওখান থেকে বেরিয়ে আসুন ও আপনার ফোনের সেটিং হতে More এ যান ও সেখান থেকে Tethreing & Portebale Hotspot এ যান। নিচের চিত্র দুটি দেখুন। তাহলে সহজে বুঝতে পারবেন।

৪. এবার Tethreing & Portebale Hotspot হবে USB Tethreing এ টিক দিন ও কিছু সময় অপেক্ষা করুন আসাকরি আপনার পিসি নেটে কানেক্ট হয়ে যাবে। আপনার ফোন পিসিতে কানেক্ট না থাকলে এই অপশনটা ব্লক থাকবে।

 

লক্ষনীয়

  • এই পদ্ধতিটি আমার জানা মতে এক্সপি তে কাজ করে না। উইন্ডজ 7-8-10 এ আমি নিজে চালিয়েছি ও এখনও চালাচ্ছি
  • ফোনে নো রুট ফায়ারওয়াল বা অন্য কোন ফায়ারওয়াল এপ্স এনাবল করা থাকলে তা ডিজবেল করতে হবে।

পাদটিকাঃ একসময় ব্লগিং বলতে টিটিই বুঝতাম। কিন্তু কপিপেষ্ট, প্রতারনামূলক টিউন আর আজাইরা টিউনের ভিরে টিটি কেমন জানি হয়ে গেছে। তবুও প্রতিদিন টিটিতে আসি শুধু মাত্র  জিরো গ্রাভিটিসানিম মাহবীর ফাহাদ, হোছাইন আহম্মদ, মোঃ সেন্টু খান, সহ আরও কিছু বড়ভাইদের টিউন খুজে বেরকরা ও পড়ার জন্য। যাদের টিউনগুলো সত্যই অসাধারন আর এনাদের জন্যই কখনই টিটি ছাড়তে পারব না।

আজ এপর্যন্তই

 ফেসবুকে আমাকে পাবেন এখানে 

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

debugging not fund all model : what I do?

are vai developer option off ar on ki. eta carai use korsi onek din theke