Microsoft Office Upload Center রিমুভ করার পরিপূর্ণ টিউন।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আবারও একটি দরকারি টিউন নিয়ে হাজির হলাম। আজ আপনাদের দেখাব কিভাবে Microsoft Office Upload Center সম্পূর্ণভাবে রিমুভ করা যায়।

প্রথমেই বলি, যখন আমরা Microsoft Office ইন্সটল দেই তখন আমরা দেখি যে Microsoft Office Upload Center নামে একটি প্রোগ্রামও ইন্সটল হয়ে যায়। এবং তা মাঝে মাঝে বিভিন্ন ফাইল আপলোড দিয়ে দেয়। তাই এই Microsoft Office Upload Center থেকে মুক্তি পেতে আমি আপনাদের পরিপূর্ণ ধাপগুলো বলব।

আমি প্রক্রিয়াটি একটি ভিডিও টিউটোরিয়ালর মাধ্যমে তুলে ধরেছি। যা দুটি ধাপে ভাগ করা-

  1.  রিমুভ না করে Microsoft Office Upload Center হাইড করা।
  2. Microsoft Office Upload Center সম্পূর্ণরূপে ডিজেবল করা।

তাহলে এবার কাজের কথায় আসি। আপনারা এখান থেকে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি দেখুন। না বুঝতে পারলে টিউমেন্ট করবেন।
আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তিতে আরও কোন গুরত্বপূর্ণ টিউন নিয়ে হাজির হব।

এছাড়া আমার আগের টিউনগুলো দেখতে পারেন:-

বাংলাদেশে ফেসবুক ও অন্যান্য সাইট বন্ধ? তো চলেন অন্য দেশ থেকে ফেসবুক ও ব্যানকৃত সাইট ব্যবহার করি।

আনলিমিটেড ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন প্রান্তে! (পূর্ণাঙ্গ ভিডিও টিউন)

উইন্ডোজের ডিফল্ট ফন্ট কে করে নিন ম্যাক এর মত। নিশ্চিত আর পালটাতে চাবেন না। (ভিডিও সহ)

ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (১ম পর্ব)

ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (২য় পর্ব)

ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (শেষ পর্ব

 

এছাড়া আরও ভিড়িও টিউন পেতে আমাদের চ্যানেলে সাব্্সক্রাইব করুন।

Level 0

আমি wtechcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস