ব্লগের সার্চ ইন্জিন অপটিমাইজেশনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্লগ পোষ্টের স্ট্রাকচার । অনেক কারণেই ব্লগের স্ট্রাকচারগুরুত্বপূর্ণ । আপনার ব্লগপোষ্টগুলোর ঠিকানাই হচ্ছে এই পারমালিংকগুলো, তাই এদেরক্ষেতে সাবধানতাতো অবল্মবন করতেই হবে । তাছাড়া সার্চ ইন্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব আছে । পোষ্টের বিশেষ কিওয়ার্ডগুলো ইউআরএলে থাকলে তা সার্চ রেংকিয়ে ভাল অবস্থান পেতে সহায়ক হয় । কয়েকটি বিষয় খেয়াল রাখলেই আপনার পোষ্ট স্ট্রাকচারটিও হতে পারে সার্চ ট্রাফিকের কারণ ।
পোষ্টের সফলতার ক্ষেত্রে অন্যতম প্রভাবক হতে পারে সঠিক কিওয়ার্ডবেসড পোষ্ট ইউআরএল । আগেই বলা হয়েছে সার্চ ইন্জিন রেংকিয়েও এটি বিশেষ গুরুত্ববহন করে । সার্চবটগুলো ইউআরএলে কিওয়ার্ড পেলে তা সার্চ রেজাল্টে ভাল স্থান পায় ।
পোষ্ট টাইটেলটাকেই পোষ্ট ইউআরএল ব্যবহার করা সবচেয়ে জনপ্রিয় উপায় । যেহেতু পোষ্ট টাইটেলেই পোষ্টের কিওয়ার্ড মোটামুটি থাকে, তাই পোষ্ট টাইটেলটাকেই পোষ্ট ইউআরএল ব্যবহার করা বুদ্ধিমানের উপায় । এটি করলে প্রতি পোষ্টের জন্য বারবার আলাদা আলাদা ইউআরএল টাইপ করার ঝামেলা কমে যায় ।
অনেকেই পোষ্ট ইউআরএলে তারিখ (দিন, মাস, বছর) ব্যবহার করেন । এতে কোন লাভতো হয়ই না, বরঞ্চ উল্টো দুটি সমস্যা । এক. ইউআরএল অযথা বড় হয়ে যায়, দুই. পোষ্টে তারিখের তকমা স্থায়ীভাবে লেগে যায় । যেহেতু সার্চাররা নতুন পোষ্ট পড়তে আগ্রহী, তাই আপনার পোষ্ট সার্চ রেজাল্টে ভাল অবস্থানে থাকলেও কেবল পুরাতন ভেবে পাঠক তা এড়িয়ে যেতে পারেন ।
পোষ্ট ইউআরএলটিকে যথা সম্ভব ছোট রাখার চেষ্টা করুন । বেশী বড় হয়ে গেলে এডিট করে শুধু কিওয়ার্ডগুলো রাখুন, of, from , is ইত্যাদি শব্দ বাদ দিতে পারেন । আপনার পোষ্ট ইউআরএলকে যথা সম্ভব ছোট রাখুন । বেশী বড় ইউআরএল সার্চ ইন্জিন অপটিমাইজেশনের জন্য ক্ষতিকারক ।
অনেক ব্লগেই দেখবেন পোষ্ট ইউআরএলের শেষে ".html" থাকে । চাইলে এটি রাখতে পারেন । তবে এর জন্য পাঠকের উপর কোন ভাল বা মন্দ প্রভাব পড়বে না ।
আপনার সকল লিংক বিল্ডিং ও SEO পদ্ধতিই ভেস্তে যাবে যদি বারবার পোষ্ট পার্মালিংক স্ট্রাকচার পরিবর্তন করেন । একবার সাইট জনপ্রিয় বা বেশ কিছু লিংক ছড়িয়ে দেয়া হয়ে গেলে আর ভুলেও ইউআরএল পরিবর্তন করা উচিত নয় । যারা ব্লগার.com থেকে সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেসে যাবেন তারা খুবই সাবধানতার সাথে কাজটি করুন (এই নিয়ে বিস্তারিত পোষ্ট থাকছে) ।
যারা বাংলা ব্লগ চালাচ্ছেন বা চালাতে আগ্রহী তাদের আরো বিশেষ কিছু টিপস:
যেহেতু বাংলা ইউআরএলের শব্দগুলো সার্চ রেজাল্টে সঠিকভাবে আসে না, তাই সঠিক সিদ্ধান্ত হল টাইটেলকে ইউআরএল হিসেবে ব্যবহার না করা । করলে ছোট একটা বাংলা শব্দও বিশাল এক পরিনত করবে আপনার ইউআরএলকে ।
অবাক হলেও সত্য বেশীর ভাগ বাংলা ব্লগে পোষ্ট আইডিটাকে কুৎসিত রুপে ব্যবহার করা হয় । পোষ্ট আইডির পূর্বে "post-id" বা এই ধরনের কোন শব্দ ব্যবহার করা হয় । এতে কি কোন লাভ আছে ? শুধু শুধু ইউআরএল বড় হয়ে যায় । তাই চেষ্টা করবেন সচেতনতার সাথে এগুলো পরিহার করতে ।
যেহেতু বাংলা টাইটেল ব্যবহার করা যাচ্ছে না, তাই ক্যাটাগরীর ইংরেজী স্লাগ ব্যবহার করতে পারেন । এতে সার্চ বটের কিছুটা হলেও সুনজরে আসা যাবে ।
অনেক বাংলা ব্লগে টপ লেভেল ডোমেইন থাকলেও "bn" সাব ডোমেইন ব্যবহার করেন । মূল ডোমেইনে অন্য সাইট না থাকলে এই কাজটিও পরিহার করা যেতে পারে ।
ইউআরএলই ইন্টরনেট জগতে আপনার পোষ্টগুলো পরিচয় । নিজ সৃজনশীলতা ব্যবহার করে এইক্ষেত্রেও এগিয়ে থাকতে পারেন বাকি দশজন থেকে ।
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার টিউন।