নিচের তিনটি পদ্ধতি সাবধানতার সাথে অনুসর করুন –
১. Notepad –ওপেন করে টাইপ করুন del c:\windows\prefetch\ntosboot-*.* /q
২. C drive-এ ntosboot.bat নামে Save করুন
১. Start মেনু থেকে Run ক্লিক করুন এবং টাইপ করুন gpedit.msc
২. চিত্রে দেখানো Shutdown –এ Double ক্লিক করুন
৩. নতুন Window তে add ক্লিক করুন তারপর Browse এ ক্লিক করে ntosboot.bat নামে যে ফাইলটি C ড্রাইভে Save করেছিলেন তা সিলেক্ট করে Open-এ ক্লিক করুন
৪. এবার যথাক্রমে OK , Apply এবং OK করুন এবং Group Policy “Close” করুন
১. Device manager –এর “IDE ATA/ATAPI controllers”-এ Double ক্লিক করুন
২. Primary IDE Channel-এ রাইট ক্লিক করে Properties-এ ক্লিক করুন
৩. Advanced Settings ট্যাবের অধীন Device Type0-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন
৪. Secondary IDE Channel-এর ক্ষেত্রে Device Type1-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন
৫. Device manager টি Close করুন
৬. কম্পিউটার Restart করুন এবং দেখুন Booting যাদু
আপনাদের মন্তব্য আমার লেখার প্রেরণা
আমি IAM007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাদের ভুবনে আমি এক নতুন পথিক। আপনাদের মাঝে নিজেকে ভাগাভাগি করার আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের কতুটুকু উপকার করবে জানি না । তবে কারো সামন্যতম উপকার হলে আমার পথচলার সার্থকতায় পূর্নতা পাবে...
007 ভাই,
Primary IDE Channel Advanced Settings ট্যাবের অধীন Device Type0-এ “Autodetect” তো inactive দেখাচ্ছে…এখন কি করব?