তিনটি সহজ পদক্ষেপের মাধ্যমে WinXP boot দ্রুততর করুন

নিচের তিনটি পদ্ধতি সাবধানতার সাথে অনুসর করুন –

প্রথম পদক্ষেপ -

১. Notepad –ওপেন করে টাইপ করুন  del c:\windows\prefetch\ntosboot-*.* /q

২. C drive-এ ntosboot.bat নামে Save করুন

দ্বিতীয় পদক্ষেপ -

১. Start মেনু থেকে Run ক্লিক করুন এবং টাইপ করুন gpedit.msc

২. চিত্রে দেখানো Shutdown –এ Double ক্লিক করুন

gpedit.jpg

৩. নতুন Window তে add ক্লিক করুন তারপর Browse এ ক্লিক করে ntosboot.bat নামে যে ফাইলটি C ড্রাইভে Save করেছিলেন তা সিলেক্ট করে Open-এ ক্লিক করুন

৪. এবার যথাক্রমে OK , Apply এবং OK করুন এবং Group Policy “Close” করুন

তৃতীয় পদক্ষেপ -

১. Device manager –এর “IDE ATA/ATAPI controllers”-এ Double ক্লিক করুন

২. Primary IDE Channel-এ রাইট ক্লিক করে Properties-এ ক্লিক করুন

devmgmt.jpg

৩. Advanced Settings ট্যাবের অধীন Device Type0-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন

৪. Secondary IDE Channel-এর ক্ষেত্রে Device Type1-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন

৫. Device manager টি Close করুন

৬. কম্পিউটার Restart করুন এবং দেখুন Booting যাদু

আপনাদের মন্তব্য আমার লেখার প্রেরণা

Level 0

আমি IAM007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপনাদের ভুবনে আমি এক নতুন পথিক। আপনাদের মাঝে নিজেকে ভাগাভাগি করার আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের কতুটুকু উপকার করবে জানি না । তবে কারো সামন্যতম উপকার হলে আমার পথচলার সার্থকতায় পূর্নতা পাবে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

007 ভাই,
Primary IDE Channel Advanced Settings ট্যাবের অধীন Device Type0-এ “Autodetect” তো inactive দেখাচ্ছে…এখন কি করব?

অসাধারণ এখনই ট্রাই করছি।

Level 0

মোস্তাক ভাই,
আমার জানা নেই।
আমার অফিসের একটি কম্পিউটারে একই রকম সমস্যা দেখছি।
আমি চেষ্টা করছি সমাধানটি খুজে বের করতে ।
পেলেই আপনাকে জানাবো ইনশাল্লাহ ।

ভাই এটা হার্ডওয়্যার বা বায়োস এর সেটিংস এর জন্য ওখান থেকে ঠিক করে নিলে আপনার পিসিতেও প্রয়োগ করতে পারবেন।

Level 0

ki vabe thik korbo pls bolbenki……

Level 0

বায়োস সেটিং কিভাবে ঠিক করবো please জানান

Level 0

Shakil bhi
BIOS settings kivabe korbo aktu janaben plz.