আমরা কম বেশি সবাই রেজিষ্ট্রি এডিট নিয়ে কাজ করে থাকি। কিন্তু আমরা কজনই বা রেজিষ্ট্রি এডিটের শর্টকাট জানি। আজকের নিউনটির মূল উদ্দেশ্য হলো রেজিষ্ট্রি এডিটের শর্টকাট। নিচে কিছু রেজিষ্ট্রি এডিটের শর্টকাট দেয়া হল।
Searching:
"Ctrl+F" -- Opens the Find dialog box.
"F3" -- Repeats the last search.
Browsing:
"Keypad +" -- Expands the selected branch.
"Keypad -" -- Collapses the selected branch.
"Keypad *" -- Expands all the selected branch's sub keys.
"Up Arrow" -- Selects the previous key.
"Down Arrow" -- Selects the next key.
"Left Arrow" -- Collapses the selected branch if it's not collapsed; otherwise, selects the parent key.
"Right Arrow" -- Expands the selected branch if it's not already expanded; otherwise, selects the key's first sub key.
"Home" -- Selects My Computer.
"End" -- Selects the last key that's visible in the key pane.
"Page Up" -- Moves up one page in the key pane.
"Page Down" -- Moves down one page in the key pane.
"Tab" -- Moves between the key and value panes.
"F6" -- Moves between the key and value panes.
Others:
"Delete" -- Deletes the select branch or value.
"F1" -- Opens Regedit's Help.
"F2" -- Renames the selected key or value.
"F5" -- Refreshes the key and value panes.
"F10" -- Opens Regedit's menu bar.
"Shift+F10" -- Opens the shortcut menu for the selected key or value.
"Alt+F4" -- Closes Regedit.
যদিও টিউনটি একটু ছোট তারপরও আশা করছি এই টিউনটি আপনাদের পছন্দ হয়েছে। আর পছন্দ না হলো ভুল গুলো অবশ্যই জানাবেন। ভবিষ্যতে তা যেন সুধরে নিতে পারি।
*****************ধন্যবাদ **********************
আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।
ধন্যবাদ রকিবুল ভাই। বেশ কাজের টিউন। আমি রেজিষ্ট্রি নিয়ে মাঝেমাঝেই ঘাটাঘাটি করি। আপনার দেয়া অনেক গুলা শর্টকাট জানতাম না। এগুলো ব্যবহার করলে আরো দ্রুততার সাথে রেজিষ্ট্রিতে কাজ করা যাবে। এই সব ছোটো খাটো জিনিস অনেক ঝামেলা কমিয়ে দেয়। আমার পছন্দ হয়েছে।