বাংলাদেশে ফেসবুক ও অন্যান্য সাইট বন্ধ? তো চলেন অন্য দেশ থেকে ফেসবুক ও ব্যানকৃত সাইট ব্যবহার করি।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। বুঝিনা কেন যে সাইটগুলা বন্ধ করে। না খুলে দেওয়া পর্যন্ত বাংলাদেশে থাকমু না। অন্য দেশ থেকে ফেবু ইউজ করুম।
না অন্য দেশে যেতে হবেনা (:পি)। এদেশে বসেই কিছু ট্রিক্স খাটিয়ে ফেবু ইউজ করা যাবে।


আপনাদের সাথে পুরো বিষয়টি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা ভিডিওটি দেখুন। এর মত ভাল প্রিমিয়াম সার্ভিস আর পাবেন না। আপনি চাইলে যেকোন দেশের আইপি দিয়ে ব্যবহার করতে পারবেন। সব সাইট আনলক করা যাবে। এবং খুব ইউজার ফ্রেন্ডলি ও ব্যবহার করা সহজ।
না বুঝতে পারলে টিউমেন্ট করবেন।

আজ তাহলে এ পর্যন্তই... আশা করি ভিডিওটি ভাল লাগবে। পড়ে দেখা হবে অন্য কোন সুপার টিউন নিয়ে।

এছাড়া আমার আগের টিউনগুলো দেখতে পারেন:
আনলিমিটেড ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন প্রান্তে! (পূর্ণাঙ্গ ভিডিও টিউন)
উইন্ডোজের ডিফল্ট ফন্ট কে করে নিন ম্যাক এর মত। নিশ্চিত আর পালটাতে চাবেন না। (ভিডিও সহ)

ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (১ম পর্ব)

ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (২য় পর্ব)

ওয়েবসাইটে ভিজিটরদের সাথে চ্যাটিং এর সেরা উপায় প্রিমিয়াম সার্ভিসে কিন্তু 100% ফ্রিতে!!! (শেষ পর্ব)

টিউনের বিষয়বস্তু অল্প থাকায় শেষ করা মুসকিল। কি যে করি।
টিউনের বিষয়বস্তু অল্প থাকায় শেষ করা মুসকিল। কি যে করি।
টিউনের বিষয়বস্তু অল্প থাকায় শেষ করা মুসকিল। কি যে করি।

Level 0

আমি wtechcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

মোবাইল ও পিসিতে ভিপিএন এই সফটওয়ার এর মাধ্যমে ব্লক সাইট ও সফটওয়ার চালান। এইটা অপেরা ব্রাউজার এর তৈরি সফটওয়্যার, তাই সবচেয়ে নিরাপদ ও দ্রুত গতির।

srfez.com/BA6GH692UJ

One Click Vpn ব্যবহার করতে পারেন।