আজ আমি আমার এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাব কিভাবে একটি উইন্ডোজ সার্ভারকে ডোমেইন কন্ট্রোলার করা যায়।
উইন্ডোজ সার্ভার ২০০৩ কে ডোমেইন কন্ট্রোলার হিসেবে কনফিগার করার জন্য যা প্রয়োজনঃ
১- Web edition ছাড়া বাকী যেকোন Windows Server 2003 Edition
২- Administrator account with Password
৩- একটি চালু LAN Card.
এবার দেখে নিন কিভাবে এই কাজটি করবেন ডোমেইন কন্ট্রোলার কনফিগারেশন এর জন্য।
১- প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে Start -- > administrative tools -- > Manage your server -এ যান
২- একটি নতুন উইন্ডো চালু হবে এবং এইখান থেকে আপনি "Add or remove a role" এ ক্লিক করুন
৩- এখন কম্পিউটার যাচাই করবে ডোমেইন কন্ট্রোলার হিসেবে যে সব সার্ভিস এর প্রয়োজন তা আছে কিনা
৪- যাচাই করার পরে কম্পিউটার যদি দেখে সব ঠিক আছে তখন সে একটি নতুন উইন্ডো খুলবে নিচের ছবির মত
৫- এখন Next-এ ক্লিক করুন এবং পরবর্তী যে স্ক্রীন আসবে সেইখানে আপনি "Typical configuration for a first server" এ সিলেক্ট করে Next -এ ক্লিক করুন
৬- এরপর কম্পিউটার আপনাকে আপনার ডোমেইন কন্ট্রোলার এর জন্য নাম জিজ্ঞাসা করবে। আপনি আপনার ডোমেইন কন্ট্রোলার এর জন্য আপনার পছন্দমত নাম দিয়ে দিন নিচের ছবির মত এবং Next-এ ক্লিক করুন
৭- এরপরের স্ক্রীনে কম্পিউটার NetBios নাম দিতে বলবে। নাম পরিবর্তন না করে Next- এ ক্লিক করুন
৮- পরবর্তী যে স্ক্রীন আসবে সেইখানে আপনি "No, do not forward queries" সিলেক্ট করে Next-এ ক্লিক করুন
৯- কম্পিউটার আপনার সার্ভারকে ডোমেইন কন্ট্রোলার করার জন্য কাজ শুরু করবে
১০- সার্ভারকে ডোমেইন কন্ট্রোলার করা শেষ হলে কম্পিউটার Restart করবে।
এখন আপনি আপনার সার্ভার ২০০৩-কে ডোমেইন কন্ট্রলার হিসেবে ব্যবহার করতে পারবে।
এটি আমার ইংরেজী Configure Windows Server 2003 as a Domain Controller এর বাংলা অনুবাদ
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
এসব কিছহু বুজিনা তারপরেও ভাল হয়সে ধন্যবাদ।
http://bdatoz.blogspot.com/ আমার ব্লগে আমন্ত্রিত