Windows Server 2003 কে কিভাবে একটি Domain Controller-এ কনফিগার করবেন ?

আজ আমি আমার এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাব কিভাবে একটি উইন্ডোজ সার্ভারকে ডোমেইন কন্ট্রোলার করা যায়।

উইন্ডোজ সার্ভার ২০০৩ কে ডোমেইন কন্ট্রোলার হিসেবে কনফিগার করার জন্য যা প্রয়োজনঃ

১- Web edition ছাড়া বাকী যেকোন Windows Server 2003 Edition

২- Administrator account with Password

- একটি চালু LAN Card.

এবার দেখে নিন কিভাবে এই কাজটি করবেন ডোমেইন কন্ট্রোলার কনফিগারেশন এর জন্য।

১- প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে Start -- > administrative tools -- > Manage your server -এ যান

২- একটি নতুন উইন্ডো চালু হবে এবং এইখান থেকে আপনি "Add or remove a role" এ ক্লিক করুন

৩- এখন কম্পিউটার যাচাই করবে ডোমেইন কন্ট্রোলার হিসেবে যে সব সার্ভিস এর প্রয়োজন তা আছে কিনা

৪- যাচাই করার পরে কম্পিউটার যদি দেখে সব ঠিক আছে তখন সে একটি নতুন উইন্ডো খুলবে নিচের ছবির মত


৫- এখন Next-এ ক্লিক করুন এবং পরবর্তী যে স্ক্রীন আসবে সেইখানে আপনি "Typical configuration for a first server" এ সিলেক্ট করে Next -এ ক্লিক করুন

৬- এরপর কম্পিউটার আপনাকে আপনার ডোমেইন কন্ট্রোলার এর জন্য নাম জিজ্ঞাসা করবে। আপনি আপনার ডোমেইন কন্ট্রোলার এর জন্য আপনার পছন্দমত নাম দিয়ে দিন নিচের ছবির মত এবং Next-এ ক্লিক করুন

৭- এরপরের স্ক্রীনে কম্পিউটার NetBios নাম দিতে বলবে। নাম পরিবর্তন না করে Next- এ ক্লিক করুন

৮- পরবর্তী যে স্ক্রীন আসবে সেইখানে আপনি "No, do not forward queries" সিলেক্ট করে Next-এ ক্লিক করুন

৯- কম্পিউটার আপনার সার্ভারকে ডোমেইন কন্ট্রোলার করার জন্য কাজ শুরু করবে

১০- সার্ভারকে ডোমেইন কন্ট্রোলার করা শেষ হলে কম্পিউটার Restart করবে।

এখন আপনি আপনার সার্ভার ২০০৩-কে ডোমেইন কন্ট্রলার হিসেবে ব্যবহার করতে পারবে।

এটি আমার ইংরেজী Configure Windows Server 2003 as a Domain Controller এর বাংলা অনুবাদ

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এসব কিছহু বুজিনা তারপরেও ভাল হয়সে ধন্যবাদ।
http://bdatoz.blogspot.com/ আমার ব্লগে আমন্ত্রিত

ভাল ভাল সুন্দর টিউন ধন্যবাদ

আমিও এত সব বুঝিনা কিন্তু আপনার টিউন গুলু ভাল হয় এইটা কিন্তু বলতেই হয়।
ধন্যবাদ টিউনের জন্য।

তথ্যবহুল টিউন… ধন্যবাদ 🙂

Level New

ধন্যবাদ ইমদাদ ভাই।
আগে প্রিয়তে যুগ করে নিলাম , এখন বলি এ টিটি আমি অনেক দিন দরে খুজতেছি। পেয়ে গেলাম , আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা এখন আমার অনেক কাজে লাগবে। কারন আমি Windows Server 2003 ইন্সটল করে বসে আছি অনেক দিন দরে। Windows Server 2003 এর কোন কাজ বুজিনা বলে। Windows Server 2003 ? Windows Server 2008 ইন্সটল করছি আজ থেকে ৫ মাস আগে ,এখন সে সিস্টেম পরে আছে। আজ এটাকে কাজে লাগাব। অল্প অল্প নেটওয়ার্ক জানি। কিন্তু সার্ভার এর কাজ জানি না। আমি কি আপনার ধারাবাহিক Server এর টিটি গুলো পেতে পারি। জানালে খুশি হব।
ভাল থাকবেন।
সৌদি থেকে আল মামুন।

    Level 0

    আপনাকে প্রথমে ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাইজান অনেকদিন হয় লেখালেখি করি না। নতুন করে সব শুরু করব বলে অনেক দিন দূরে ছিলাম। কিন্তু লেখালেখির ইচ্ছেটা আবার জন্ম নিল আর তাই নতুন করে সব শুরু করতে নতুন আমার নিজের একটা ব্যক্তিগত সাইট তৈরি করলাম সপ্তাহ আগে। এখনো শেষ হয়নি পুরো সাইটের কাজ। তবে ঐ সাইটে আমি আমার সব অবিজ্ঞতা বিতরণ করে দিব। যদি আপনাদের কাজে আসে তাহলে আমার এই জ্ঞান আহরোণ সফল হবে। http://www.software-blogmania.com এই সাইটে পাবেন আমাকে সবসময় আর যদি কোন সমস্যা থাকে তাহলে আমাকে ঐ সাইটে আওয়াজ দিতে পারবেন।

Level 0

Domain controlar er application ki vi?