ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!!

&

undefinedundefinedundefined

আমারা বিভিন্ন জন বিভিন্ন রকম মেসেঞ্জার ব্যবহার করি। এই সকল মেসেঞ্জারের মধ্যে ইয়াহু মেসেঞ্জার, নিমবাজ, ডিগসবি, পিজিন প্রভৃতি অনেকের কাছেই জনপ্রিয়। মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জার হিসেবে নিমবাজ, ডিগসবি আর পিজিনই সকলেই ব্যবহার করে থাকে। ইয়াহু মেসেঞ্জার মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জার নয়। এটি দিয়ে কেবলমাত্র ইয়াহুতে চ্যাট করা যায়। অনেক আগে আমার একটা ইচ্ছা ছিল ইয়াহু মেসেঞ্জারের এমন একটি প্লাগইন খুঁজে বের করবো যেটি দিয়ে ফেসবুকে চ্যাট করা যাবে। কিন্তু আর সম্ভব হল না। বর্তমানে ইয়াহুর নতুন ভার্শন Yahoo! Messenger 11.0.0.1751 Beta বের হল । এটিতে ফেসবুক প্রটোকল যুক্ত করা হল। আমার খুঁজাখুঁজির অবসান ঘটলো। নতুন ভার্শনটি ডাউনলোড করে সেটআপ দিলাম আর পেয়ে গেলাম Link to Facebook অপশনটি । এখানে প্রবেশ করে সবকিছু ওকে করাতেই লগইন হয়ে গেলাম ফেসবুকে।

অনেকেই বলবেন আমি নিমবাজ/ডিগসবি/পিজিন ব্যবহার করি। এগুলো আমিও ব্যবহার করেছি কিন্তু শেষ ইয়াহুতে ফিরে এলাম। পিজিনে বাংলা সাপোর্ট করে না। নিমবাজ/ ডিগসবিতে বাংলা সাপোর্ট করলেও এদের সকলের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম থাকে। আসলে মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জারে একটু প্রবলেম হওয়াটা স্বাভাবিক। এ সকল মেসেঞ্জার হতে ফ্রেন্ড লিস্টের আইডল আবস্থা ধরা যায় না, কোন কোন ফ্রেন্ডকে লিস্টে পাওয়া যায় না যদিও তারা ফেসবুকে ঠিকই আছে। মাঝে মাঝে অফলাইন অনলাইন প্রবলেম দেখায়। যাইহোক ইয়াহুতে ফেসবুক সংযুক্ত হওয়ায় আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে নিচের লিংক হতে ইয়াহু নতুন ভার্শনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফাটা ফাটি অস্তাদ এখনি ডাওনলোড দিতাসি

    ডাউনলোড দিন আর ট্রাই করুন।

    vai kau kisu mone koren na recently amar pc te akta problem hochse.jokhon kono converter statrt kore convert korle koiek minute er modhee motherboard beep sound korte thake randomly,and task manager e 100% cpu using dekhay. vaia aita kisher problem aktu solution dile valo hoto.email [email protected]

    আপনি ঠিক কোন কনভার্টার ব্যবহার করেন তা কিন্তু বলেননি। তবে আপনি যদি AVS এর যে কোন প্রডাক্ট এবং এক্সপি ওএস এর ব্যবহারকারী হোন তবে আপনার প্রসেসর সম্ভবত ডুয়েল কোর, আর অন্য কোন দামি কনভার্টার যেমন Xillsoft Ultimate… iWisoft converter এসব বা যেকোন এইচ ডি কম্পিটেবল কনভার্টার ব্যবহার করেন তবে প্রসেসরের ক্লক স্পিড কম থাকলে এমন দেখায়। আর যদি আগে এরকম না দেখিইয়ে থাকে তবে আপনার র‍্যাম, প্রসেসর মাদারবোর্ড থেকে খুলে পরিস্কার করে আবার লাগিয়ে সফটওয়্যার টি চালিয়ে দেখুন ১০০% সিপিইউ ইউসেজ দেখাচ্ছে কিনা তা লক্ষ্য করুন। ধন্যবাদ।

জটিল মজা পাইলাম……

Level 0

windows live messenger এ এটা আগে থেকে আছে। আর পিজিনে+এম্প্যাথিতে আমি ফেসবুক চ্যাট করেছি। xmpp আর jabber প্রটোকল দিয়ে খুব সহজেই লগ-ইন করা যায়। আগে আনঅফিসিয়াল প্লাগিন ছিল যেটাতে মাঝে মাঝে ডিসকানেক্ট সমস্যা হত। কিন্তু xmpp আর jabber প্রটোকলে এই সমস্যা নাই বললেই চলে। আর পিজিনের উইন্ডোজ ভার্সনে বাংলায় সমস্যা হতে পারে (ঠিক জানি না) কিন্তু লিনাক্স ভার্সনে সমস্যা হয় নি। আর yahoo messenger এর ব্যাপারে মতামত হল “আমার দেখা অন্যতম সেরা blot-ware”।

ধন্যবাদ শেয়ার করায়।

রুহুল ভাই আপনারে সামনে পাইলে একটা না ১০-১৫টা লিপ কিসস্ মারতাম। বুঝেন কি হাল আমার । 🙂

Level 0

ধন্যবাদ

Level 0

আমিও অনেক মজা পাইতাসি ৩০ মিনিট ইউস করতাসি

    আপনি অনেক মজা পেয়েছেন আর আমাদের মাঝে তাহা প্রকাশ করলেন। ভালই লাগছে আপনার কমেন্টে……..

আরে রুহুল ভাই আপনাকে ফাটাফাটি ধন্যবাদ, অনেক দিন থেকে খুজতেচি, আসলে আপনার প্রতিটি টিউন খুব কাজের,অনেক মজার।

ভাই ঈদে এই খুশির সংবাদ দেওয়ার জন্য আপনাকে ডবল ঈদ মোবারক।

ফেসবুকের আপডেট কি এটাতে পাব ?

আমি যদিও এখন আর মেচেঞ্জার ইউজ করিনা কিন্তু আমার শুরু ইয়াহু দিয়াই।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

    অপ্রয়োজনে মেসেঞ্জার ইউজ না করাই ভাল। কারণ এটা হল সময় নষ্ট করার একটা কৌশল।

আপনি আসলেই একটা কঠিন জিনিস দিলেন………………………

ভাই লিঙ্ক টু ফেইসবুক ক্লিক করলাম ফ্রেন্ড লিস্ট দেখাচ্ছে না তো, হেল্প প্লিজ