অনেকে অনেক রকম বাল্ক এস এম এস ইউজ করনে। কিন্তু তাতে ও টাকা লাগে। আমি একটা এপ ইউজ করি, তবে মাঝে মাঝে বিপদে পড়লে ইউজ করি।যখন পোনে টাকা থাকে না তখন নেট থেকে ফ্রেন্ডদের ফ্রি এস এস এস করি।নাই মামার টেয়ে কানা মামা ভালো। কেন বল্লাম? হ্যা এই এপে ম্রাসেজ পাঠাটে হলে প্রথম ম্যাসেজ পাঠানোর পর ২ য় টি পাঠানোর নমং টাইপিং বক্সে অ্যাড থাকে যা অনেকের কাছে বিরক্তিকর। তবে আমাদের মত স্টুডেন্টদের কাছে এটা কোন ব্যাপার না। তাই সেই এপটি আমি আপনাদের সাথে শেয়ার করছি।
এপে গেলে আপনি যে দেশে এস এম এস পাঠাতে চান সেই দেশ সিলেক্ট করুন। এরপর দেশের কোড বাদে নাম্বার টাইপ করুন। কারণ কোড অটো দিয়ে দিবে।আর একটা কথা আপনার কোন রেজিস্টেশন করা লাগবে না। শুশু দেশ সিলেক্ট করার ঠিক উপরে দেখবেন কতকগলো নাম্বার দেওয়া আছে ওখান থেকে একটা নিলেক্ট করে দিলে সেই নাম্বার থেকে ম্যাসেজ সেন্ড হবে। অথ্যাত কেউ জানতে পারবে না কে এস এম এস দিল।
এবার ম্যাসেজ বক্সে আপনার ম্যাসেজটি লিখুন। শব্দ সীমাবদ্ধ অথ্যাত ১৪০ শব্দের বেশি একটা এস এম এস এ পাঠাতে পারবেন না। এরপর ম্যাসেজ বক্সের নিচে দেখুন ক্যাপচা আছে ঐ ক্যাপচা টাইপ করে সেন্ড এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ আপনার ম্যাসেজটি গেল কিনা তা একটা নোটফিকেশনে দেখিয়ে দিবে।
Download from here
কোনো সমস্যা হলে ফোন করুনঃ ০১৮৫৬৯৫৮৭২০
আপনাদের কারো আমেরিকা, চীন, ভারত, UK থেকে কোনো প্রোডাক্ট আনতে হলে আমাকে বলতে পারেন। উল্লেখ্য, আমার থেকে প্রোডাক্ট নিলে কোনো কাস্টম চার্জ বা ট্যাক্স দেয়া লাগবে না। আর প্রতি ডলারে মাত্র ৮১ টাকা করে রাখি।এবং অর্ডার দেয়ার মাত্র ১৫ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবো।
আমার ফেসবুক পেইজ
http://www.fb.com/supportdigital
আমি বুলবুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।