রকস্টার ব্লগার হবার ৬টি অব্যর্থ মন্ত্র

ব্লগে ব্লগে ইন্টারনেট বিশ্ব সয়লাব । প্রায় অধিকাংশ নেটিজেনেরই নিজস্ব ব্লগ আছে । তাই দৃষ্টি আকর্ষনকারী বা পাঠক আছে এমন ব্লগ তৈরী করা অনেক কষ্টের ব্যাপার । কিন্তু কয়েকটি বিষয় খেয়াল রাখলেই তৈরী করতে পারেন একটি রকস্টার ব্লগ । আজ থাকছে সাফল্যের সেই বহু প্রতিক্ষিত তালিকা ।

সঠিক বিষয় নির্বাচন:

ভাল ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হতে সঠিক বিষয়ে ব্লগিংয়ের বিকল্প নেই ।আপনি যত ভালই লেখেন না কেন, তা ভাল বিষয়ের উপর না হলে পাঠক কখনোই আপনার মূল্যয়ন সঠিকভাবে করবেন না । পাইরেটেড সফটওয়্যার নিয়ে পোষ্ট দিলে আজীবন পাইরেসির অপবাদ পিছু ছাড়বে না ।

সঠিক ডোমেইন নির্বাচন:

সঠিক বিষয় নির্বাচনের মতই গুরুত্বপূর্ণ সঠিক ডোমেইন নির্বাচন । ব্লগ ব্র্যান্ডিয়েরও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি । এখন দেশে রীতি তৈরী হয়েছে যেকোন নমের সাথে 24 লাগিয়ে ডোমেইন নিয়ে নেয় । এরকম কাজ দেখলেই পাঠক আপনার সাইটে নকল হিসেবে ধরে নেবে , কারণ জানেনতো আম জনতা বোকা নয় ।

মানসম্মত পোষ্ট দেয়া:

উপরের দুটি বিষয়ের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসম্মত পোষ্ট দেয়া । আপনার ডোমেইন, বিষয় যত ভালই হোক না কেন পাঠক কিন্তু আসবে পোষ্ট পড়তেই । মানসম্মত লেখাই পাঠককে আপনার ব্লগে নিয়ে আসবে । এর ফলে সার্চ ইন্জিনগুলো থেকেও সম্মান পাবেন পেজ রেন্করুপে ।

পর্যাপ্ত SEO:

ব্লগের প্রাণ পাঠককে আপনার সাধের ব্লগে নিয়ে আসার প্রধান উপায় হচ্ছে সার্চ ইন্জিন । ব্লগে পর্যাপ্ত পরিমানের SEO-ই পারে বেশীর চেয়ে বেশী পাঠকের কাছে আপনার ব্লগটি পৌছে দিতে । তবে এমনটি যেন না হয় SEO এর জ্বালায় পোষ্ট লেখাই বন্ধ হয়ে গেছে ।

ব্লগের ডিজাইন:

ব্লগ ডিজাইনের বিষয়টিও মাথায় রাখতে হবে । যেকোন ফ্রি থীম পেলেই তা ব্যবার করবেন না । কয়েকদিন ভাল করে খুজুন, ইউনিক কোন থীম খুজে নিন । সবচেয়ে ভাল হয় কোন প্রিমিয়াম থীম ব্যবহার করতে পারলে (অবশ্যই পাইরেটেড নয়) । তা ছাড়া ঘন ঘন থীমও পরিবর্তন করাও পাঠককে ভাল ইম্প্রেশন দেয় না ।

সোসিয়াল মিডিয়ার ব্যবহার:

সা্র্চ ইন্জিনের পরে বচেয়ে বেশী টাফিক দিতে পারে একমাত্র সোসিয়াল মিডিয়াইফেসবুক, টুইটার, ফ্রেন্ডফিড তার সাথে ওরকুট বা লোকাল মিডিয়া যেমন আওয়াজের মত সার্ভিসগুলোর সঠিক ব্যবহার করুন । তবে তা যেন স্প্যামিং না হয় ।

ব্যস, এইতো এগুলোর সাথে নিজের সৃজনশীলতার এক বিন্দুযগ করে দিন আপনাকে আর ঠেকায় কে ?

পূর্ব প্রকাশ @ব্লগদেশ

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম একজন ব্লগারের এইসব গুনাবলী থাকা উচিত সাথে আরেকটা যোগ করতে পারেন সেটা হল পাঠকদের বিভিন্ন সমস্যায় সামর্থ্য অনুযায়ী সেবা করার মানসিকতা এবং তাদের মন্তব্যের উত্তর দেয়া।

ধন্যবাদ।

    শাকিল ভাই ভালো বলেছেন।
    টিউনারকেও ধন্যবাদ, আসা করি অনেকের কাজে আসবে

    শাকিল ভাই, সহমত, কারন পাঠকের যদি সামান্য সমসা/প্রশ্নের উত্তর দিতে না পারি তবে সেই পাঠক কেন আমার ব্লগে ফিরে আসবে? এটাও ভাবা দরকার। 🙂 তাই রকস্টার ব্লগার হতে হলে অবশ্যই পাঠকদের বিভিন্ন সমস্যায় সামর্থ্য অনুযায়ী সেবা করার মানসিকতা এবং তাদের মন্তব্যের উত্তর দেয়ার ক্ষমতা থাকতে হবে। 🙂

    ধন্যবাদ শাকিল ভাই, আপনার সাথে সম্পূর্ন একমত ।

    কিন্তু দুঃক্ষের কথা কি জানেন শাকিল ভাই, আপনার সাইটে আজ থেকে ২২ দিন আগে একটা মন্তব্য করেছিলাম, যার উত্তর আজও পাইনি।
    তাই মনে হয় আরো একটা কথা যোগ করা উচিত- “”যাহারা কিছুদিন পরে জনপ্রিয় ব্লগার হইয়া যাইবেন, তাহাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নহে””

    হিমু @ আপনার কমেন্টের লিঙ্ক নিশ্চয় নিচেরটা ছিল ?

    http://earnhelp.com/?p=374&cpage=1#comment-693

ধন্যবাদ

অনেক ভাল পরামর্শ,
ধন্যবাদ আপনাকে।