টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০9] :: ! ৫ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনারা।

গ্রামীন ফোন এর সুপার অফার নিতে আগ্রহী যারা তাদের জন্য এ টিউন। আমি এই মাত্র নিলাম। আপনি নিয়েছেন তো?

নিতে চাইলে জলদি এখানে আসেন।

এ অফারটি শুধুমাত্র ১বার ব্যবহারের সুযোগ পাবেন। ইচ্ছে হলেও বার বার

নেয়া যাবে না।

৫০০ মেগাবাইট ব্যবহার করা যাবে যে কোন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এবং ৫০০ মেগাবাইট ব্যবহার
করা যাবে ফেইসবুক ব্যবাহারের জন্য তবে মনে হয় প্রক্সি ব্যবহার করলে ৫০০ মেগাবাইট ফেইসবুকের সীমাবদ্ধতা উপেক্ষা করে সাধারনভাবে
ব্যবহার করা যাবে।

অফারটি একটিভ হয়ে গেলে নিচের মতো একটা মেসেজ পাবেন।

বিস্তারিত এখানে।

যারা নিয়েছেন তারা ইউজ করতে থাকেন আরামছে আর যারা নেননি এখোনো তাড়াতাড়ি নিয়ে নেন স্বল্প খরচে, তবে এরকম অফার সবসময়

দরকার আর তা না হলে আমরা টাকা দিয়ে ইন্টারনেট চালাবো না, কি বলেন??

Blogger

আমার অন্যান্য টিউন:

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৮] :: গুপ্তচরদের হাত থেকে নিজেকে রক্ষা করুন।

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৭] :: ১৪৯ Kb এর ছোট্র একটি টুল দিয়ে CCleaner যে কোন Trial কে ফুল ভার্সন করে নিন।

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৬] :: Root এবং Unroot যে কোন ফোন, অসাধারণ সফটওয়্যারের সাথ!

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৫] :: ২টি Gmail টিপস এন্ড ট্রিকস যা নিত্যদিনের জন্য জানা প্রয়োজন!

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৪] :: এমপি৩ গানের ফরমেটে কিভাবে ছবির স্লাইড সো দিবেন!

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৩] :: বাথরুম সিঙ্গার থেকে হয়ে ওঠুন ফেইসবুক সিঙ্গার!

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০২] :: কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পরিবর্তন করা যায়।

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০১] :: লুকানো কী-বোর্ড এবং পিসির স্পীড বাড়ানো

Clash of Clans পাগলারা আসুন দেখি কিভাবে ১ দিনে Champion হওয়া যায়!!

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাহা লিখবেন তাহা বিস্তারিত লিখবেন। এভাবে সটকার্টে না লেখলেও পারতেন।

    ভাই জারা জিপি ইউজ করেন তাদেরকে বলছি আপ্নারা প্রথমে এই কোড ডায়াল করেন *৫০০*৪৫# যদি ১জিবি ৫টাকাই না আসে তাহলে এই কোড দায়াল করুন *৫০০*৪৩# অবুসসই পাবেন এবং কয়েক বার নিতে পারবেন।

      আমি অবশ্য একবার নিছি শেষ হলে ট্রাই মারবো, কয়েকবার নিতে পারলে তো সোনায় সোহাগা।

    আব্দুর রশিদ ওকে ভাই।

vi ami gp er smart plan 299 use korteci,,, akhon ami jodi ai offer theke mb nai taile ki ager unlimited package baad hoye jabe?

    আপনি একটা কাজ করেন আপনার ওফার শেষ হওয়ার পর এটা ট্রাই করেন।

ভুয়া

    আপনি কি অন্য অপারেটরের গ্রাহক?

ফালতু টিউন, এটা GP বন্ধ সিমের অফার ছিল। যারা এর আওতায় তাদের মোবাইলে msg আসছে তারা এটা পাবে , সবার জন্য না। ফাইজলামির একটা সীমা থাকা উচিত…এই রকম বাজে পোস্ট
আবার Youtube এ ভিডিও টিউটোরিয়াল দিসে… মানুষ কে আর কত ধোকা দিবেন????

Ami 11 ta sim e 3 bar kore peyechi. r 1 tai peyechi 7 bar. niyom holo 1 bar neyar por komkore 10 minute por neya.

    ধন্যবাদ টিপসটি শেয়ার করার জন্য, আমি অবশ্য বেশীর ভাগ সময়ই ফ্রী ইন্টারনেট চালাই, অফিসেই বেশী যাক এই অফারটা চালু থাকলে বাসায়ও কাজে লাগব।

এরকম ইনকমপ্লিট টিউনে শুধু মাইনাস… টিউন করলে পুরোটা করবেন আধা আধি করলে উষ্টা খাবেন।

আই সব বলদ মারকা পলা পাইন দিয়া কিছু হবে না ইনকমপ্লিট (post)

    দূর মিয়া চালাক হইয়া জীবনে একটা টিউনও করেন নাই , আপনার চালাকিতে দেশ জাতি উপকৃত হয় নাই। মাইনাস

*৫০০*৪৩# for 250 MB facebook and 250 mb internet.

    1 জিবি শেষ হয় নাই এখোনো।

কদিন আগে আমি একটা জিপি সিমে ২০ জিপি নিলাম। ১ টাকায় ১০০ এমবি করে। আসা করি ৬ মাস আর এমবি কেনা লাগবে না। আর এমবির মেয়াদ বাড়ার জন্য তো জিপি ফ্লাক্সি প্লান তো রেডি আছে।

    হুম, ১/২ টাকায় হিউজ ইন্টারনেট ব্যবহার করার মজাটাই সেই, ধন্যবাদ মন্তব্যের জন্য।

আগের অফারে ৯ টাকা করে ৫টা সিমে ২০ জিবি নিয়েছিলাম। আছে এখনও দুইটাতে

    অামি অবশ্য বাসায় ফ্রী ডেক্সটপ ইন্টারনেট চালাই, কিন্তু মোবাইলে ওয়াইফাই করি নাই, তাই জিপির এই সব অফার অব্যাহত থাকলে কাজে লাগবে অার জিপি যদি তাদের অফার বন্ধ করে দেয় তাহলে তাদের নেট চালাবো না, ধন্যবাদ মন্তব্যের জন্য।