শর্টকাট ভাইরাসের সব সমস্যার সমাধান!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন? ভালই আছেন আশা করব।

 

আমরা অনেকেই শর্টকাট ভাইরাসে আক্রান্ত।

এর মূলত নাম "LNK/Starter"

এটা একটা ভিবিএস স্ক্রিপ্ট।

এই শর্টকাট ভাইরাস প্রতিটি ফোল্ডারে এক বা একধিক শর্টকাট লিঙ্ক তৈরি করে যাতে ক্লিক করলে সেই ফোল্ডার

আরেকবার রিফ্রেশ করে।

যেভাবে এটা রিমুভ করবেন...

  1. ctrl+shift+Esc চাপুন।
  2. টাস্ক ম্যানেজারের "প্রসেস" ট্যাবে যান।
  3. wscript.exe খুঁজে বের করে তাতে রাইট ক্লিক করুন।
  4. End process ক্লিক করুন।
  5. এখন C:/ ড্রাইভে বা উইন্ডোজ যেই ড্রাইভে আছে সেখানে যান।
  6. ডানদিকে উপরের সার্চে লিখুন "wscript"এবং এন্টার দিন।
  7. সার্চ শেষে Ctrl+A চেপে Shift+Delete দিন।
  8. কোনও ফাইল ডিলিট হতে না চাইলে রেখে দিন।
  9. এখন রান কম্যান্ড চালু করুন।
  10. wscript.exe লিখে ইন্টার দিন।
  11. "stop script after specified number of seconds" এ ক্লিক করুন।
  12. ওখানে 1 লিখে apply ক্লিক করুন।

এখনো যদি আপনি আক্রান্ত না হয়ে থাকেন, তবে...

  1. run এ যান।
  2. wscript.exe লিখে ইন্টার দিন।
  3. "stop script after specified number of seconds" এ ক্লিক করুন।
  4. ওখানে 1 লিখে apply ক্লিক করুন।

যদি পেনড্রাইভে ডাটা শর্টকাট হয়ে যায়...

  1. পেন্ড্রাইভ পিসিতে লাগিয়ে সিএমডিতে যান।
  2. পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখুন (যেমন I:/)
  3. তারপর লেখুন attrib -s -h/s/d*.*
  4. ইন্টার দিন।

সব ডাটা সংগ্রহ করে পেনড্রাইভ ফরম্যাট করে দিন। (কেবল সতর্কতার জন্য)

যদি কোনরুপ সমস্যা হয়, তবে টিউমেন্ট করবেন।

আমার ব্লগ

আর্জেন্ট যোগাযোগে ফেসবুক আছে আমার।

আমার অন্য সাইট জিআর+

আমার ফেসবুক পেজ 

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx vaiya onek dorkar cilo tips ta

শর্টকাট ভাইরাস এর সহজ একটি সহজ পদ্ধতি eset smart security setup করার পর scan দেন দেখুন সাথে সাথে চলে গেছে ।