আসসালামু আলাইকুম,
কেমন আছেন? ভালই আছেন আশা করব।
আমরা অনেকেই শর্টকাট ভাইরাসে আক্রান্ত।
এর মূলত নাম "LNK/Starter"
এটা একটা ভিবিএস স্ক্রিপ্ট।
এই শর্টকাট ভাইরাস প্রতিটি ফোল্ডারে এক বা একধিক শর্টকাট লিঙ্ক তৈরি করে যাতে ক্লিক করলে সেই ফোল্ডার
যেভাবে এটা রিমুভ করবেন...
- ctrl+shift+Esc চাপুন।
- টাস্ক ম্যানেজারের "প্রসেস" ট্যাবে যান।
- wscript.exe খুঁজে বের করে তাতে রাইট ক্লিক করুন।
- End process ক্লিক করুন।
- এখন C:/ ড্রাইভে বা উইন্ডোজ যেই ড্রাইভে আছে সেখানে যান।
- ডানদিকে উপরের সার্চে লিখুন "wscript"এবং এন্টার দিন।
- সার্চ শেষে Ctrl+A চেপে Shift+Delete দিন।
- কোনও ফাইল ডিলিট হতে না চাইলে রেখে দিন।
- এখন রান কম্যান্ড চালু করুন।
- wscript.exe লিখে ইন্টার দিন।
- "stop script after specified number of seconds" এ ক্লিক করুন।
- ওখানে 1 লিখে apply ক্লিক করুন।
এখনো যদি আপনি আক্রান্ত না হয়ে থাকেন, তবে...
- run এ যান।
- wscript.exe লিখে ইন্টার দিন।
- "stop script after specified number of seconds" এ ক্লিক করুন।
- ওখানে 1 লিখে apply ক্লিক করুন।
যদি পেনড্রাইভে ডাটা শর্টকাট হয়ে যায়...
- পেন্ড্রাইভ পিসিতে লাগিয়ে সিএমডিতে যান।
- পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখুন (যেমন I:/)
- তারপর লেখুন attrib -s -h/s/d*.*
- ইন্টার দিন।
সব ডাটা সংগ্রহ করে পেনড্রাইভ ফরম্যাট করে দিন। (কেবল সতর্কতার জন্য)
যদি কোনরুপ সমস্যা হয়, তবে টিউমেন্ট করবেন।
আর্জেন্ট যোগাযোগে ফেসবুক আছে আমার।
আমার অন্য সাইট জিআর+
tnx vaiya onek dorkar cilo tips ta