আসসলামু আলাইকুম। আপনারা কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
পূজোর আনন্দে এবার গ্রামীণফোন দিচ্ছে একটি দারুন অফার।
এই প্যাকেজের আওতায় মাত্র ২৫ টাকায় পাওয়া যাবে ১৫০ মেগাবাইট ইন্টারনেট। মেয়াদ ৩ দিন।
অফারটি পেতে ডায়াল করুন *৫০০০*১১১#
এই অফারটি শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে বলে জানিয়েছে গ্রামীণফোন।
প্যাকেজ মূল্য ২৫ টাকা + ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
ভলিউম ব্যালেন্স জানতে ডায়াল *৫৬৭# অথবা *৫৬৬*১০#
এই শারদীয়ও উৎসবে গ্রামীণফোনে পাচ্ছো মাত্র ১৫ টাকায় ১০০ MB ইন্টারনেট
অফারটি পেতে ডায়াল *৫০০০*১১০# ডায়াল করুন আর মেতে ওঠো পূজোর আনন্দে!!
১০০ এম বি ডাটা ভলিউমের মেয়াদ ২ দিন।
এই অফারটি শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফার চলবে।
প্যাকেজ মূল্য ১৫ টাকা + ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
ভলিউম ব্যালেন্স জানতে ডায়াল *৫৬৭# অথবা *৫৬৬*১০#
অফারটি গ্রামীণফোন-এর সকল প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য
*৫০০০*৭৪# ডায়াল করে গ্রাহক বান্ডলটি ক্রয় করতে পারবেন
গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১০ টাকা + ৩% সম্পূরক শুল্ক এবং ১৫% ভ্যাট কাটা হবে
অফারটি ক্রয় করার পর গ্রাহক ২ দিন মেয়াদে ২৫ মিনিট (জিপি-জিপি), ২৫টি এসএমএস, ২৫টি এমএমএস (জিপি-জিপি), এবং ২৫ এমবি ইন্টারনেট পাবেন
জিপি-জিপি মিনিট চেক করতে ডায়াল *৫৬৬*২২#, এসএমএস চেক করতে ডায়াল *৫৬৬*১৮#, এমবি চেক করতে ডায়াল *৫৬৬*১০#, এমএমএস চেক করতে ডায়াল *৫৬৬*১৪#
ক্রয়কৃত মিনিট ২৪ ঘণ্টা যেকোনো জিপি নম্বরে ব্যবহার করা যাবে (F&F ও Super F&F সহ)
এমএমএস শুধুমাত্র জিপি-জিপি নম্বরে প্রযোজ্য
এসএমএস যেকোনো নম্বরে প্রযোজ্য
মেয়াদ থাকাকালীন গ্রাহক যদি আরেকটি বান্ডল ক্রয় করেন তবে ক্রয়কৃত দিন থেকে অধিকতর মেয়াদ প্রযোজ্য হবে এবং পূর্বের অব্যবহৃত ভলিউম যোগ হবে
অফারটি একাধিকবার ক্রয় করা যাবে
“মাই জোন” গ্রাহকগণ অফারটির জন্য প্রযোজ্য। বান্ডল মিনিট শেষ হবার পর মাই জোন ডিসকাউন্ট প্রযোজ্য হবে
মেয়াদের মধ্যে ডাটা ভলিউম শেষ হয়ে গেলে গ্রাহককে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে চার্জ করা হবে, ফি টাকা ০.০১/১০কেবি হারে সর্বোচ্চ ২০০এমবি পর্যন্ত
ইন্টারনেট ভলিউম চেক করতে ডায়াল *৫৬৭#
আনলিমিটেড এবং স্মার্ট প্ল্যান ব্যবহারকারীগণ তাদের প্যাকেজ ডিঅ্যাক্টিভ না করা পর্যন্ত অফারটির জন্য প্রযোজ্য হবেন না
এন্ড্রয়েডের জন্য ক্ষুদ্র এই ব্লগটি ভিজিট করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student