ইন্টারনেট ব্যবহারকারিদের ডাউনলোড এবং আপলোড করার ক্ষমতা সীমাবদ্ধ করে দিন

আমাদের মাঝে এমন অনেকে আছেন যারা Internet Bandwith নিয়ে বেশ সমস্যায় আছেন। যেমনঃ আপনার নেটওয়ার্কে থাকা অনেক কম্পিউটার ব্যবহারকারি হয়ত বেশী Bandwith ব্যবহার করেছে, অনেকে হয়ত একটুও পাচ্ছে না। আমি আমার নিজের এই সমস্যা সমাধানে ইন্টারনেটে একটি সফটওয়্যার এর সন্ধান পেলাম যা কিনা এই সমস্যা সমাধান করতে বেশ কাযর্কর। আর এর নাম হল Traffic Sharper XP. এই সফটওয়্যারটি ফ্রীতে ব্যবহারযোগ্য। এই সফটওয়্যারটি দিয়ে Dial-up এবং LAN এর কাজ করা যায়। আর এটি কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত এই সফটওয়্যার এর HELP অপশনে দেয়া আছে। নিচের ছবিতে লক্ষ্য করুন


Download Traffic Sharper XP for free

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই রকম এক টি সপ্টওয়ার অনেকদিন খুঁজতেছিলাম। দেখি আমার দোকাণে কাজ করে কিনা। ধন্যবাদ আপনাকে।

হেল্প থেকেই যদি জানি তাহলে……………..বাই দ্যা ওয়ে এটা উইন্ডোস সেভেন-এ কাজ করবে?

ভাল একটি সফট শেয়ার করলেন অনেকেরই কাজে দিবে,
ধন্যবাদ আপনাকে।

এইটার কাজ িক আমি এখনো বুঝি নাই। দয়া করে বিস্তারিত লিখুন।