জেনে নিন Run কমান্ড এর সবগুলো শর্টকার্ট একসাথে+১টা কৌতুক মুক্ত(free)

আজ আপনাদের কে উইন্ডোজ এর Run কমান্ড এর সবগুলো শর্টকার্ট দিয়ে দিলাম। বাংলা লেখার কোন সুযোগ পেলাম না একপাশে প্রোগ্রামের নাম অন্যপাশে সংশ্লিষ্ট কোড।  start বাটনে ক্লিক করে Run সিলেক্ট করুন প্রথমেই অথবা Win+R চাপুন একসাথে। আমি সবগুলো জানতাম না। বেশির ভাগই সংগৃহিত। তবে সব গুলোয় কাজ করবে।
Accessibility Controls - access.cpl

Accessibility Wizard - accwiz

Add Hardware Wizard- hdwwiz.cpl

Add/Remove Programs - appwiz.cpl

Administrative Tools - control admintools

Adobe Acrobat (যদি ইনষ্টল হয়ে থাকে)- acrobat

Adobe Designer(যদি ইনষ্টল হয়ে থাকে)- acrodist

Adobe Distiller (যদি ইনষ্টল হয়ে থাকে)- acrodist

Adobe ImageReady (যদি ইনষ্টল হয়ে থাকে)- imageready

Adobe Photoshop (যদি ইনষ্টল হয়ে থাকে) - photoshop

Automatic Updates - wuaucpl.cpl

Bluetooth Transfer Wizard - fsquirt

Calculator - calc

Certificate Manager - certmgr.msc

Character Map - charmap

Check Disk Utility - chkdsk

Clipboard Viewer - clipbrd

Command Prompt - cmd

Component Services - dcomcnfg

Computer Management - compmgmt.msc

Control Panel - control

Date and Time Properties - timedate.cpl

DDE Shares - ddeshare

Device Manager - devmgmt.msc

Direct X Control Panel (যদি ইনষ্টল হয়ে থাকে)* - directx.cpl

Direct X Troubleshooter - dxdiag

Disk Cleanup Utility - cleanmgr

Disk Defragment - dfrg.msc

Disk Management - diskmgmt.msc

Disk Partition Manager - diskpart

Display Properties - control desktop

Display Properties - desk.cpl

Display Properties (Appearance) - control color

Dr. Watson (সিষ্টেম ট্রাবলসুটিং করার জন্য) - drwtsn32

Driver Verifier Utility - verifier

Event Viewer - eventvwr.msc

Files and Settings Transfer Tool - migwiz

File Signature Verification Tool - sigverif

Findfast - findfast.cpl

Firefox (যদি ইনষ্টল হয়ে থাকে) - firefox

Folders Properties - control folders

Fonts - control fonts

Fonts Folder - fonts

Free Cell Card Game - freecell

Game Controllers - joy.cpl

Group Policy Editor (XP Prof) - gpedit.msc

Hearts Card Game - mshearts

Help and Support - helpctr

HyperTerminal - hypertrm

Iexpress Wizard - iexpress(এটা মজার একটা টুল। ব্যবহার করে দেখুন)

Indexing Service - ciadv.msc

Internet Connection Wizard - icwconn1

Internet Explorer - iexplore

Internet Properties - inetcpl.cpl

Internet Setup Wizard - inetwiz

IP Configuration (ইন্টারনেট কানেকশন কনফিগারেশন টুল)- ipconfig /all

IP Configuration (DNS Cache Contents দেখাবে) - ipconfig /displaydns

IP Configuration (DNS Cache Contents মুছবে) - ipconfig /flushdns

IP Configuration (Release All Connections) - ipconfig /release

IP Configuration (Renew All Connections) - ipconfig /renew

IP Configuration (Refreshes DHCP & Re-Registers DNS) - ipconfig /registerdns

IP Configuration (Display DHCP Class ID) - ipconfig /showclassid

IP Configuration (Modifies DHCP Class ID)- ipconfig /setclassid

Java Control Panel (যদি ইনষ্টল হয়ে থাকে) - jpicpl32.cpl

Java Control Panel (যদি ইনষ্টল হয়ে থাকে) - javaws

Keyboard Properties - control keyboard

Local Security Settings - secpol.msc

Local Users and Groups - lusrmgr.msc

Logs You Out Of Windows - logoff

Malicious Software Removal Tool - mrt

Microsoft Access (যদি ইনষ্টল হয়ে থাকে) - access.cpl

Microsoft Chat - winchat

Microsoft Excel (যদি ইনষ্টল হয়ে থাকে) - excel

Microsoft Frontpage (যদি ইনষ্টল হয়ে থাকে) - frontpg

Microsoft Movie Maker - moviemk

Microsoft Paint - mspaint

Microsoft Powerpoint (যদি ইনষ্টল হয়ে থাকে) - powerpnt

Microsoft Word (যদি ইনষ্টল হয়ে থাকে) - winword

Microsoft Syncronization Tool - mobsync

Minesweeper Game - winmine

Mouse Properties - control mouse

Mouse Properties - main.cpl

Nero (যদি ইনষ্টল হয়ে থাকে) - nero

Netmeeting - conf

Network Connections - control netconnections

Network Connections- ncpa.cpl

Network Setup Wizard - netsetup.cpl

Notepad - notepad

Nview Desktop Manager (যদি ইনষ্টল হয়ে থাকে) - nvtuicpl.cpl

Object Packager - packager

ODBC Data Source Administrator - odbccp32.cpl

On Screen Keyboard - osk

Opens AC3 Filter (যদি ইনষ্টল হয়ে থাকে)- ac3filter.cpl

Outlook Express - msimn

Paint - pbrush

Password Properties - password.cpl

Performance Monitor - perfmon.msc

Performance Monitor - perfmon

Phone and Modem Options - telephon.cpl

Phone Dialer - dialer

Pinball Game - pinball

Power Configuration - powercfg.cpl

Printers and Faxes - control printers

Printers Folder - printers

Private Character Editor - eudcedit

Quicktime (যদি ইনষ্টল হয়ে থাকে) - QuickTime.cpl

Quicktime Player (যদি ইনষ্টল হয়ে থাকে) - quicktimeplayer

Real Player (যদি ইনষ্টল হয়ে থাকে) - realplay

Regional Settings - intl.cpl

Registry Editor - regedit

Registry Editor - regedit32

Remote Access Phonebook - rasphone

Remote Desktop - mstsc

Removable Storage - ntmsmgr.msc

Removable Storage Operator Requests - ntmsoprq.msc

Resultant Set of Policy (XP Prof) - rsop.msc

Scanners and Cameras - sticpl.cpl

Scheduled Tasks - control schedtasks

Security Center - wscui.cpl

Services - services.msc

Shared Folders - fsmgmt.msc

Shuts Down Windows - shutdown

Sounds and Audio - mmsys.cpl

Spider Solitare Card Game - spider

SQL Client Configuration - cliconfg

System Configuration Editor - sysedit

System Configuration Utility - msconfig

System File Checker Utility ( তাৎক্ষণিক স্ক্যানের জন্য) - sfc /scannow

System File Checker Utility (পরের বার পিসি চালু হতে স্ক্যান করবে[একবার])- sfc /scanonce

System File Checker Utility (প্রতিবার পিসি চালু হতে স্ক্যান করবে)- sfc /scanboot

System File Checker Utility (Return to Default Setting) - sfc /revert

System File Checker Utility (Purge File Cache) - sfc /purgecache

System File Checker Utility (Set Cache Size to size x) - sfc /cachesize=x

System Information - msinfo32

System Properties - sysdm.cpl

Task Manager - taskmgr

TCP Tester - tcptest

Telnet Client - telnet

Tweak UI (যদি ইনষ্টল হয়ে থাকে) - tweakui

User Account Management - nusrmgr.cpl

Utility Manager - utilman

Windows Address Book - wab

Windows Address Book Import Utility - wabmig

Windows Backup Utility (যদি ইনষ্টল হয়ে থাকে) - ntbackup

Windows Explorer - explorer

Windows Firewall - firewall.cpl

Windows Address Book - wab

Windows Address Book Import Utility - wabmig

Windows Magnifier - magnify

Windows Management Infrastructure - wmimgmt.msc

Windows Media Player - wmplayer

Windows Messenger - msmsgs

Windows Picture Import Wizard (ক্যামরা কানেকটেড থাকতে হবে)- wiaacmgr

Windows System Security Tool - syskey

Windows Update Launches - wupdmgr

Windows Version (উইন্ডোজ এর কোন ভার্সন তা জানার জন্য) - winver

Windows XP Tour Wizard - tourstart

কেন জানি মনে হচ্ছে এখানে বাংলাটা প্রাধান্য পাই নাই তাই একটা কৌতুক মুক্ত(free)(কাল্পনিক):

একবার আমাদের জাকির ভাইকে দেখলাম পার্কে বসে সিগারেট খাচ্ছে, হাতে সিগারেটের প্যাকেট ও আছে। আমি তো আবার মহা ফাজিল। তাই গিয়ে জাকির ভাইকে বললাম,

-" আরে জাকির ভাই, আপনি জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয়।"

জাকির ভাইয়ের কোন ভাবান্তর হল না।

আমি আবার বললাম, "আমার কথা বিশ্বাস না হলে আপনার সিগারেটের প্যাকেটের গায়ে দেখেন এই Warning টা আছে।"

এবার জাকির ভাই বলল আমি একজন প্রোগ্রামার আমি Warning কে পাত্তা দিই না। আমি শুধু error কে ভয় পাই।

বুঝেন আমার অবস্থা......

বার পিসি চালু হতে স্ক্যান করবে

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল, কিছু বুজলাম না ফাজিল টা এত কিছু জানল কেমনে………

    হা হা আই নো আই নো…………………জানি……(আঁই ণো জানি(i dont know))

Level 0

এতদিনে বুঝলাম আপনিই …আসলে মাখন

    থ্যংকু……থ্যংকু থ্যংকু

মাখন , একবারে মাখায়ে ফেলছো 😛

    আয় হায়! কোন ভুল করলাম নাকি ভাইয়া।

    আরে নাহ বেটা । আমার খুব ভাল লেগেছে ।

    অনেক ধন্যবাদ! যদিও নিজ স্বার্থে টিউন করা নিষেধ তবু আমি একটা স্বার্থের জন্য টিউন করি আপনাকে বলি এডমিন কে বইলেন না যেন কমেন্টের জন্য শুধুই কমেন্টের জন্য।

MAKHON VAI,
Atttttttto boro ekta dhonnobad apnake. Khube kajer post. plzzzz. go ahead. VAI, “Run command” disable korar ki upay ase? thakle plzzzzz….. janan…

    আপনার অপারেটিং সিস্টেম যদি এক্সপি হয় তাহলে প্রোগ্রামার রোমেল ভাইয়ের বানানো এই সফটওয়্যার টি দেখুন মারাত্নক কাজেরঃ
    সফটওয়্যার – “http://simantoromel.ucoz.com/software/Tools.zip”
    টিউনটি আছে এখানে – “https://www.techtunes.io/programming/tune-id/39133/”
    ধন্যবাদ

    আর রেজিষ্ট্রি থেকে করতে চাইলে, ওরে বাবা সেটা নিয়ে আরেকটা টিউন করা যাবে……হা হা হা 🙂

পুরো মাখখন

    থ্যংকু থ্যংকু 😉 😉 😉 😉 😉 😉 😉 😉 ;-)…..

সব মাইখা পালান, কাজে আসবে ধন্যবাদ।

    সবই তো মাইখা পালাইছি মনে হয় না কিছু বাদ পড়ছে। ধন্যবাদ।

hahahhaha…জকস টা জা পাইছি। জটিল। আহাহাহাহহা

    যাক তাহলে একজন মজা পাইছে। ধন্যবাদ।

কাজের টিউন,
প্রিয়তে রেখে দিলাম।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনি আমার টিউনে কমেন্ট করলেন তাও ধন্যবাদ সহকারে। আবিশ্বাস্য! বিশ্বাস করুন আপনার মন্তব্য গুলো আমার মনে হয় টিউনার এর জন্য একটা সার্টিফিকেট। আপনাকে ১ কোটি ১টা ধন্যবাদ।

আপনাকে ১ কোটি ১টা ধন্যবাদ।
এতো গুলো ধন্যবাদ একজনকে দিয়ে দিলে আমাদের দিতে তোমার আর বাচার হবেনা.. একটু কমায়া দিবা..
sorry তুমি বলাতে মাইন্ড করবেনা..
অনেক সুন্দর হয়েছে.

    আমি তো চাই সবাই আমাকে তুমি করে বলুক। আর ভার্চুয়াল থ্যাংকস গুনতে হয় না। ফিলিংস টা বুঝলেই হয়ে যায়। আপনাকে ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯ শ ৯৯ টা ধন্যবাদ (আপনার অনুরোধ রাখলাম)

Thanks