ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে একজন পুরুষের জীবনের আত্মিক বা আত্মার উন্নয়নে গবেষণা করা, সহযোগিতা করা। ইহার অন্যতম ব্যাপার হচ্ছে আপনি যখন অপর একজন পুরুষকে সহযোগিতা করেন তার উন্নয়নে তখন আপনি প্রকৃতপক্ষে আপনার নিজেরও উন্নয়ন করছেন। যে অপরকে পথ চলতে সহযোগিতা করে সে নিজেও আগে গিয়ে পথ দেখে এবং অন্যান্যদের সাথে একত্রে সন্তুষ্টির সাথে পথ চলে।
এই পথে যারা অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন, বাংলাদেশের জনগণকে পরিচয় করিয়ে দিয়েছেন ব্যক্তিগত উন্নয়ন বিষয়ের সাথে তাদের মধ্যকার কিছু সাহসী পুরুষের নাম এবং বইয়ের তালিকা দেওয়া হলঃ
১। ডেল কার্নেগী রচনাসমগ্র।
অনুবাদঃ বিজয় চৌধুরী, বিপ্লব চৌধুরী। প্রকাশকালঃ ১৯৯৯।
২। ডেভিড জে. শ্বার্টজের উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক।
অনুবাদঃ প্রফেসর আলতাফ হোসেন। প্রকাশকালঃ ২০০৮।
৩। নেপোলিয়ন হিলের চিন্তা করুন এবং ধনী হোন।
অনুবাদঃ ফজলে রাব্বি। প্রকাশকালঃ ২০১৫।
৪। এই বইটির নাম এবং অনুবাদ হয়ত আপনি করতে পারেন। দেশের জনগণের জন্য উপকারী সেবা সম্পন্ন করার উদ্দেশ্যে গত দুই যুগ ধরে যারা অবিরত চেষ্টা করে যাচ্ছে তাদের মাঝে আপনিও নিজের নাম লিখে রাখতে পারেন। এখানে আপনার সুযোগ দেশের জনগণের জন্য উপকারী সেবা করার।
উপরোক্ত তিনটি বইয়ের মধ্যকার অদ্ভুত মিল হচ্ছে এদের প্রকাশকালে। প্রথম বই প্রকাশ ১৯৯৯ সালে। এর ৯ বছর পর দ্বিতীয় বই প্রকাশ ২০০৮ সাল। এর ৭ বছর পর প্রকাশ ২০১৫ সালে। আশা করা যায় পরবর্তী বই ৭ বছর পর ২০২২ সালে প্রকাশ হবে অথবা এর আগে।
তথ্য সূত্রঃ ঠিক ধারণা
আমি ফজলে রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
download link koi