অনেকদিন পর আবার আপনাদের সামনে লিখতে বসলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন হয় কোন টিউন করা হয় না। ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় টিউন করা হয়ে উঠে না। তাই আজ নতুন একটা টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। অনেক সময় আমরা আমাদের ল্যাপটপের মডেল নাম্বারটা ভুলে যায়। যা খুবই দরকারি। কারন বেশির ভাগ সময় আমাদের ল্যাপটপের ড্রাইভগুলো ডাউনলোড করতে হয়। তখন দেখা যায় অনেকে ল্যাপটপের কাগজপত্র খুঁজাখুঁজি করে মডেল নাম্বার জানার জন্য। তাই এত কষ্ট না করে সবচেয়ে সহজ উপায়ে বের করে নিন আপনার ল্যাপটপের মডেল নাম্বার।
নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। প্রথমে আপনার উইন্ডোজের Start বাটনে ক্লিক করুন
২। এই Start বাটনে ক্লিক করার পরে নিচের ছবির মত দেখাবে তারপর All Programs এ ক্লিক করুন
৩। এই ধাপে আপনি Accessories এ ক্লিক করবেন। নিচের ছবির মত
৪। এখন আপনি System Tools এ ক্লিক করবেন নিচের ছবির মত
৫। এখন System Information এ ক্লিক করুন নিচের ছবির মত।
তারপর দেখতে পাবেন আপনার সকল Information ঠিক নিচের ছবির মত।
এভাবেই আপনি আপনার ল্যাপটপের মডেল বের করতে পারেন। এখানে আপনার ল্যাপটপের মডেলের পাশাপাশি আরও অনেক Information আছে।
তাহলে আজ এই পযন্তই। পরবর্তি টিউন দেখার আমন্ত্রন রইল।
আর এই ধরনের আরও অনেক টিপস আছে যা আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপের সাথে অ্যাড থাকতে পারেন।
আর সময় হলে ব্লগ থেকেও ঘুরে আসতে পারেন।
আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I think everything is possible if you want.
অথবা Windows+R চাপুন, Run কমান্ড চালু হবে, লিখুন msinfo32 এবং এন্টার দিন। কাজ হয়ে যাবে।