গুগল রিডারঃ আপনার প্রিয় ব্লগগুলো নিয়মিত পড়ার জন্য অসাধারণ এক টুল

রিডার গুগলের অসাধারণ এক টুল। ধরুন আপনি ১০০০ ব্লগ নিয়মিত পড়েন। ১০০০ ব্লগেই কিন্তু প্রতিদিন পোস্ট আসেনা, আসে প্রায় ২০০ ব্লগে। কিন্তু কোন ২০০ ব্লগে পোস্ট এলো সেটা জানার জন্য আপনাকে ১০০০ ব্লগেই ভিজিট করতে হবে প্রতিদিন। এরপর আবার নতুন পোস্টগুলোতে ক্লিক করে পড়তে হবে। আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দেবে গুগল রিডার। আপনার সাবস্ক্রাইব করা ব্লগগুলোর ভেতর যেটিতে সবার শেষে পোস্ট আসবে সেটি থাকবে সবার উপরে, তার একটু আগেরটা ঠিক পরে এভাবে সিরিয়াল অনুযায়ী।

এরপর মাউস দিয়ে সেগুলোতে ক্লিক করে বা শর্টকাট ইউজ করে পোস্টগুলো পড়তে পারবেন সহজেই। ফলে আপনার প্রিয় ব্লগগুলোর কোন পোস্টই আপনার মিস হবেনা, প্রতিদিন ব্লগগুলো পড়া যাবে অনেক কম সময়ে। আমি প্রতিদিন প্রায় ১ ঘন্টা নেটে থেকে ১০০০ এর কাছাকাছি ব্লগ পড়ি এই সিস্টেমে।

গুগল রিডারের জন্য প্রথমে একটি জিমেইল আইডি খুলে নিন। এরপর গুগল রিডারের লিঙ্কে যেয়ে আপনার পছন্দের ব্লগগুলোকে সাবস্ক্রাইব করুন। কোন ব্লগকে সাবস্ক্রাইব করার জন্য উপরে বামদিকে একটি Add subscription অপশান আছে। সেখানে ক্লিক করে সহজেই আপনি সেই ব্লগটিকে সাবস্ক্রাইব করতে পারেন।

এছাড়া এই সাবস্ক্রাইবড ব্লগগুলোকে বিভিন্ন ক্যাটাগরীতে তালিকাভূক্ত করতে পারবেন। কোন ক্যাটাগরীতে কয়টা নতুন পোস্ট এসেছে তার সংখ্যাও উল্লেখ করা থাকবে ক্যাটাগরীর পাশে। ফলে কোন নির্দিষ্ট জায়গার পোস্টগুলো একসাথে পাওয়া যাবে।

যেমন ধরুনঃ আপনি সামহোয়্যারইনের সাবস্ক্রাইবড কিছু ব্লগারের পোস্ট পড়তে চান, এক্ষেত্রে সামহোয়্যারইন ক্যাটাগরিতে ক্লিক করলে শুধু সামহোয়্যারইনের পোস্টগুলো আসবে। অনুরূপভাবে এটা সংবাদপত্র, ব্লগস্পট ব্লগ বা অন্যান্য ক্যাটাগরীর জন্যও প্রযোজ্য হবে।

কোন ক্যাটাগরীর পোস্ট পড়তে না চাইলে তা মার্ক এজ রিড অপশান দিয়ে সহজেই করা যাবে। গুগল রিডারের সবচেয়ে বড় সুবিধা বলে আমার যেটাকে মনে হয় সেটা হচ্ছে ব্লগার ব্লগে ইমপোর্ট সিস্টেমটা। সেটা নিয়ে পরের পোস্টে লিখবো। কোথাও কোন সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারেন। আমার জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো।

i

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর টিউনের জন্য রনি ভাইকে ধন্যবাদ।

Level 0

ভাই আপনার নামের সাথের IUT কি Islamic University of Technology (বোডর্ বাজার)

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

রনি ভাই এর লেখা বলে মানে হচ্ছে…. আরে তাই তো!! জানার মধ্যেও অজানা খোজার দায়িত্ব তো তারই…………………….থাঙ্কুস….

ধন্যবাদ শেয়ার করার জন্য্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

খুবই দরকারী একটা টি্উন। শভেচ্ছা রইল।

রনি ভাই সোহান মিয়ার লগে কি হইছে?? সে আপনারে ইঙ্গিত করে ফেসবুকে স্ট্যাটাস দেয়???

    জানানোর জন্য ধন্যবাদ।
    তেমন কিছুই না, এমনি।

ধন্যবাদ

ভাল তথ্য,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই মনে করেন আমি সাম…..ব্লগ এ সিনেমাখোর গ্রুপে যে সব লেখা বের হয় শুধু সেগুলো রিডারে পেতে চাই তাহলে কি করতে হবে??

সুন্দর পোস্ট