জিমেইল একাউন্ট হ্যাক হয়ে গেছে?

একদিন দেখলেন আপনার জিমেইলে আর লগইন করতে পারছেন না। পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে! বুঝে গেছেন কাম সারসে! পাসওয়ার্ড রিকভারীতে ঢুকলেন। সিকিউরিটি প্রশ্নে এসে আটকে গেলেন! :-*
ব্যাটা ব্যাপক চালুX(। সিকিউরিটি প্রশ্ন এবং অলটারনেট মেইল এড্রেসও চেঞ্জ করে দিসেX((। আপনি ঐটা দিয়ে ফেসবুকে ঢুকেন, সব শেষ!:((

গুগল অবশ্য একটা উপায় রেখে দিসে:D

https://services.google.com/inquiry/gmail_security1

ঝটপট এখানে ঢুকে পড়েন। এবার Did this work? এর নিচে No সিলেক্ট করুন। এবার প্রয়োজনীয় ফিল্ড পূরন করে অপেক্ষা করতে থাকুন। গুগলের মতে প্রায় ৪ থেকে ১০ দিন সময় লাগবে। আর হ্যাঁ আপনি চাইলে এই ফর্ম একাধিক বার সাবমিট করতে পারবেন[যদি নতুন কোন ইনফো মনে আসে তো]।

আশা করি কাজে আসবে...

Level 0

আমি রাসেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গুগল আমার সাইট ডলিট করে দিছে। ওটা রিকভার করার কোন সিস্টেম আছে না কি.? অবশ্য আমি ট্রই করেছি কিন্তু ২ দিন সময় চাইছে,, কই কিছু তো হয় না। আপনি কছূ করে দিতে পরবেন কি না- তাহলে আমার সত্যই খুব উপকার হত সাইটির কোন কনন্টেন্টই আমার কছে সেভ করাছিল না।
দুঃখের কাহিনী কার কছে বলি-
এই দেখেন গুগল আমাকে বাঁশ দিছে- http://www.somewhereinblog.net/blog/BULBUL24rocks/29249088

রাসেদ আমার Hot mail acount হ্যাক হয়েছে তার কি কোন ওপায় আছে?

রাসেদ ভাই আমার Hot mail acount হ্যাক হয়েছে তার কি কোন ওপায় আছে?

ধন্যবাদ আপনার টিউনের জন্য।

“ভাইরে ভাই এভাবে কেউ টিউন করে? মাইক্রোওয়ার্কেসে কাজ করেন ভাল কথা, কি ভাবে করেন? কত ডলার কামাইছেন? কি কি কাজ করেন, ইত্যাদি বিস্তারিত জনান আমারা কিছু শিখি।

আমার কিছূ জিমেইল আইডি দরকার কেউ করে দিলে আমার কজে লাগতো। না না ফ্রি ফ্রি করে দিতে হবে না। আমি ফ্র্রী জিনিস নেই না তাই ১০ টি আইডি করে দিলে ১ ডলার করে দিব। কেউ রাজি থাকলে বলেন।” M H BULBUL ভাইয়ের মন্তব্য কোথায় গেও।

আমি আপনার কন্ডিশনে জিমেইল আইডি দিব।
[email protected]

    Level 0

    একটু আগে আপনার সাথে কি আমার মোবাইলে কথা হল? যদি আপনার সথেই কথা বলে থাকি তাহলে তো যা বলার ওখানেই বলেছি। আর যদি আপনি সে না হন তাহলে শুনেন- যার সাথে কথা হয়েছে উনার সাথে আমার চুক্তি হয়ে গেছে। তাই আপাদত আর প্রয়োজন হচ্ছে না। তবুও আমি আপনার আইডি রেখে দিলাম পরে প্রয়োজন হলে জনাবো।
    ধন্যবাদ

    ধন্যবাদ। তবে আমার সাথে আপনার কথা হয় নি। এ ধরণের সহজ কাজ আপনার লাগলে আমাকে জানাবেন please. ইনকাম সম্পরকে আপনার কাছে কোন সহজ উপায় আমাকে জানালে উপকৃত হব।

    Level 0

    আমি করতে রাজি আছি কাজটি সম্পর্কে আমাকে মেইল করে জানান । [email protected]

আমার একাউন্ট ছবি আপডেট করতে পারছি না। কেউ সাহায্য করবেন আমাকে।

    Pudina Pata says:
    ১৩ নভেম্বর, ২০১০ at 2:27 পুর্বাহ্ন

    রাসেল ভাই – এই সাইটে যান, এখানে আপনার ই-মেইল আইডি দিয়ে একটা একাউন্ট খুলে ছবি আপলোড করেন। তাহলে ওয়ার্ড প্রেস এর যত সাইট আছে সব খানে আপনার সেই ছবিটি দেখা যাবে প্রফাইলের ছবি হিসাবে যদি সেই ই-মেইল আইডি টি ব্যাবহার করুন যেটি দিয়ে এখানে একাউন্ট খুলবেন।
    http://en.gravatar.com

    ধন্যবাদ ভালো থাকুন