একদিন দেখলেন আপনার জিমেইলে আর লগইন করতে পারছেন না। পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে! বুঝে গেছেন কাম সারসে! পাসওয়ার্ড রিকভারীতে ঢুকলেন। সিকিউরিটি প্রশ্নে এসে আটকে গেলেন!
ব্যাটা ব্যাপক চালু। সিকিউরিটি প্রশ্ন এবং অলটারনেট মেইল এড্রেসও চেঞ্জ করে দিসে। আপনি ঐটা দিয়ে ফেসবুকে ঢুকেন, সব শেষ!
গুগল অবশ্য একটা উপায় রেখে দিসে
https://services.google.com/inquiry/gmail_security1
ঝটপট এখানে ঢুকে পড়েন। এবার Did this work? এর নিচে No সিলেক্ট করুন। এবার প্রয়োজনীয় ফিল্ড পূরন করে অপেক্ষা করতে থাকুন। গুগলের মতে প্রায় ৪ থেকে ১০ দিন সময় লাগবে। আর হ্যাঁ আপনি চাইলে এই ফর্ম একাধিক বার সাবমিট করতে পারবেন[যদি নতুন কোন ইনফো মনে আসে তো]।
আশা করি কাজে আসবে...
আমি রাসেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল আমার সাইট ডলিট করে দিছে। ওটা রিকভার করার কোন সিস্টেম আছে না কি.? অবশ্য আমি ট্রই করেছি কিন্তু ২ দিন সময় চাইছে,, কই কিছু তো হয় না। আপনি কছূ করে দিতে পরবেন কি না- তাহলে আমার সত্যই খুব উপকার হত সাইটির কোন কনন্টেন্টই আমার কছে সেভ করাছিল না।
দুঃখের কাহিনী কার কছে বলি-
এই দেখেন গুগল আমাকে বাঁশ দিছে- http://www.somewhereinblog.net/blog/BULBUL24rocks/29249088