মশা-মাছি তাড়ান ৩ মেগাবাইট সফটওয়্যার দিয়ে!!!!

মশা ছোট্ট একটি প্রাণী কিন্তু এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ। নানা রকম রোগের জন্যও এরা প্রত্যক্ষ ভাবে দায়ী। মশা মারার জন্য মানুয় কতই না পন্থা গ্রহন করেছে কিন্তু সব বিফল। কারন মশা যেকোন প্রতিরোধক (মশার কয়েল, ম্যাট, ধুপ) এর বিরুদ্ধে নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। কিন্তু আমরা যারা কম্পিউটার, মোবাইল ব্যবহার করি একটু চেষ্টা করলেই এদের হাত থেকে রক্ষা পেতে পারি

মশার জ্বালায় অতিষ্ট।ঘুমানোর সময় মশার গান শুনতে অতিষ্ট কিংবা মাছির ভন-বন আওয়াজ শুনে বিরক্ত?? 😆 আর কোন চিন্তা নেই এসে গেছে মশা-মাছি তাড়ানোর সহজ উপায়। 😀

  • KP Anti Mosquitoes

এই সফটওয়্যারটি ১৬০০০ হার্জ থেকে ২০০০০ হার্জ পর্যন্ত শব্দ উৎপন্ন করে করে যা মানুষের শ্রবনে তেমন একটা সমস্যা হয়না,কিন্তু মশা-মাছি যারা পাখার সাহায্যে উড়ে তাদের উড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই শব্দ।এই শব্দ চলাকালীন রুম বদ্ধ থাকলে ভাল উপকার পাওয়া যায়।সফটওয়ারটি ইন্সটল ও সোজা।ডাবল ক্লিক করে ইন্সটল করার পর ডেস্কটপ থেকে আইকন ক্লিক করে সফটওয়ারটি চালু করে ডানকোনায় আইকন এ মাউস ক্লিক করলে চালু হয়ে যাবে।প্রয়োজনীয়তা অনুযায়ী শব্দের মাত্রা বাড়ানো কমানো-বাড়ানো যায়।

*ডাউনলোড*

এখন চালু করে 25khz-5khz mod. Select করে Play করুন। চালু হয়ে যাবে Anti Mosquito Mobile Software. Mobile এর Volume Full করে রাখতে হবে। আজকের মত এটুকুই। Enjoy করুন Mosquito Free Life।

*সতর্কতাঃ একটানা এই চালানো থাকলে তা শ্রবনশক্তিতে মারাত্মক প্রভাব পড়তে পারে তাই একটানা না চালিয়ে কিছুক্ষন চালিয়ে তারপর বন্ধ করে দেয়া উচিত।

**এটা যদি মশা তাড়াতে ব্যার্থ হয় বা কারো শ্রবনশক্তিতে সমস্যা হয় তাহলে তার দায়দায়িত্ব আমি নিতে বাধ্য নয়।সবাই নিজ রিস্কে ব্যবহার করার অনুরোধ রইল। 😀

Level 0

আমি মাহিবি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Android এর জন্য হবে নাকি?

ভাই,মাটি কাটা যায়, এ ধরনের কোন এপ নাই! 😛

তাজ্জব ব্যাপার।

তাজ্জব ব্যাপার।

ভাই দেখেন তো উড়ে যাওয়ার এ্যাপস পাওয়া যায় নাকি।