সফটওয়্যারের সিরিয়াল কি বের করুন সবচেয়ে সহজ উপায়ে

কেমন আছেন সবাই। ভালো তো? ভাল থাকলেই ভাল লাগে। আর ভাল না থাকলে আশা করি এই টিউন পড়ার পর ভাল হয়ে যাবে।

এখন আর সমস্যা নেই আপনার সফটওয়্যার এর সিরিয়াল কি বের করার জন্যে। আমরা যখন সফটওয়্যার ব্যবহার করি তখন দেখা যায় বেশির ভাগ ডেমো ভার্সন থাকে। আর এই ডেমো ভার্সনকে অরজিনাল করার জন্যে দরকার Crack File বা Serial Key.

আর এই সিরিয়াল কি বের করার সহজ উপায় নিয়েই আমি আজ হাজির হয়েছি আপনারদের সমানে। আশা করি এর মাধ্যমে সহজেই আপনার সফটওয়্যারের সিরিয়াল কি বের করতে পারবেন।

তো চলুন দেখা যাক কিভাবে এটি করব !!!

১। প্রথমে Google এ যান

২। তারপর সার্চ বক্সে আপনার সফটওয়্যারের নাম এবং সাথে যোগ চিহ্ন দিয়ে এই কোডটি (94fbr) লিখুন। অন্যথায় নিচের ছবিটি দেখুন।

সফটওয়্যার, সিরিয়াল কি, Crack File

ঠিক এভাবেই লিখুন তারপর দেখুন নিচের ছবির মত আসবে।

F2

তারপর এখানে থেকেই আপনি নিয়ে নিন আপনার সফটওয়্যারের সিরিয়াল কি।

বিকল্প পদ্ধতি

এছাড়াও আপনি চাইলে নিচের পদ্ধতিটি অনুসরন করতে পারেন। এই পদ্ধতিতে আপনি সহজেই সিরিয়াল কি বের করতে পারবেন কিন্তু অনেক সময় সব সিরিয়াল কি পাওয়া যায় না। তাই আমি সব সময় প্রথমটি অনুসরন করে থাকি। যাক তারপরেও আপনাদের সুবিধার্থে শেয়ার করলাম। এটি মূলত একটি ওয়েবসাইট। এখানে সার্চ করার মাধ্যমে সফটওয়্যারের সিরিয়াল কি বের করা হয়। সাইটটির নাম হল " Smart Serials "

১। প্রথমে এই লিঙ্কে যান।

২। তারপর নিচের ছবির মত সার্চ বক্সে সফটওয়্যারের নাম লিখে সার্চ করুন।

ঠিক এভাবেই সার্চ করুন তারপর আপনার ভার্সনের সাথে মিল রেখে সিরিয়াল কি নিয়ে নিন।

নিচের ছবিটি দেখুন।

এখানে প্রথমে " Type Here " বক্সে ক্যাপছা দিয়ে ফিল আপ করুন। তারপর " Get Serial Number " ক্লিক করুন। তারপর নিচের ছবির মত দেখাবে।

এই যে সাদা বক্সে দেখছেন s/n:  এই হল আপনার সফটওয়্যারের সিরিয়াল কি।

আজ এই পর্যন্তই থাকল।

আমার ছোট একটি ব্লগ আছে যদি সময় হয় তো ঘুরে আসতে পারেন।

আর ফেসবুক গ্রুপে জয়েন করার মাধ্যমে এই ধরণের আরও টিপস এর আপডেট পেতে পারেন।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I think everything is possible if you want.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বহু পুরাতন ।

    আসলে এটি তাদের জন্য যারা নতুন করে জানছে

ধন্যবাদ

puraton post nd add req disilam https://www.facebook.com/profile.php?id=100004153487528 id link may be acpt e kren nai

Vai Android e ki kaj korbe???