টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০১] :: লুকানো কী-বোর্ড এবং পিসির স্পীড বাড়ানো

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০২] :: কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পরিবর্তন করা যায়।

আসসালামু আলাইুকম।

আজ আমি কম্পিউটারের ২টি টিপস শেয়ার করবো

প্রথমতো উইন্ডোজ এর স্পীড বাড়ানোর জন্য ছোট্র একটি টিপস।

তো শুরু করা যাক-

১। প্রথমে স্টার্ট মেনু থেকে কম্পিটারের প্রপার্টিজে যেতে হবে রাইট বাটন ক্লিক করে।

তারপর advanced system  settings এ যেতে হবে,

তারপর advanced ওপসনটিতে

then settings

এখানে adjust for best performance select করে apply দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসতে হবে।

এবং কাজ শেষ, এখন চেক করে দেখুন স্পীড আগের চেয়ে বেটার কিনা।

এছাড়াও কম্পিউটারের স্পীড বাড়ানোর জন্য আরো বেশ কিছু কার্যকরী টিপস আছে যা কিনা আমি পরবর্তী টিউনসে

শেয়ার করবো আসা করি।

youtube link নিচে দেয়া হলো, যারা বুঝতে সমস্যা হচ্ছে, ভিডিও দেখে নিতে পারেন।

Bangla tips and tricks for PC, tablet PC info

 

আর ২টি হলো একটি লুকানো কী-বোর্ড কম্পিউটারের যা দিয়ে আপনি কী-বোর্ড ছাড়া শুধু মাত্র মাউস ইউজ করে লিখতে পারবেন।

তো চলুন শুরু করি, প্রথমে স্টার্ট মেনু তে যেতে হবে, তারপর সার্চ

অপসনে রান লিখে রান কমান্ড এ যেতে হবে, then osk লিখুন আর মজা দেখুন নতুন একটি কী-বোর্ড

show করছে স্কিন এ, এটা দিয়ে এখন আপনি লিখতে পারবেন শুধু মাউস ইউজ করে।

যারা বুঝতে পারেননি ইউটিউবে ভিডিওটি দেখুন।

ধন্যবাদ সবাইকে যারা সাথে ছিলেন,  আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন, আশা করি পরবর্তীতে আরো ভাল কিছু নিয়ে

আবার হাজির হবো।

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ ধন্যবাদ অনেক কাজের দুইটি টিপস দেওয়ার জন্যে