Windows live Messenger এর পুরোনো version (8.1-8.5) কি করে ব্যবহার করবেন তা জানতে চান ……?

Windows live Messenger আমাদের সবার কাছে খুব পরিচিত একটি নাম। আজ আপনাদের Windows live Messenger এর ছোট্ট একটি সমস্যার কথা বলব, যারা আমার মত এই সমস্যাই ভুগছেন তাদের জন্য হয়ত কাজে আসতে পারে। Windows live Messenger যখন আপডেট হয় তখন পুরোনো version গুলো আর কাজ করে না Sign in করতে গেলে আপডেট করতে বলে আবার কখনও দেখা যাই নতুন version Install করলে Sign in তো হচ্ছে-ই না যখন রিমুভ করতে Control Panel এর Add/Remove-এ গেলেন রিমুভ করার জন্য তখন সেখানেও খোঝে পাচ্ছেন না তখন কেমন লাগে বলুন তো?

আবার Windows live Messenger এর নতুন version অনেক বড় আকারের হয় প্রায় ১৩৮ মেগা বাইট এর মত। আমি Windows live Messenger ৮.৫ ব্যবহার করি যা মাএ ১৬.৩ মেগা বাইট এবং install ও করা যাই অনেক কম সময়ে। এখন আপনাদের জানাব কি করে ৮.৫ বা ৮.১ এর Messenger ব্যবহার করবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল

  • ৬ মেগা বাইট এর একটা Software Download করতে হবে কিন্ত Software টা হচ্ছে Arabic
  • প্রথমে Software টা Open করুন তার পর নিচে একটি Button আসবে সেটাতে Click করুন তার পর আরো তিনটা Button আসবে প্রথমটা হল Windows live Messenger ৮.১ এর জন্য এবং দ্বিতীয় টা হল ৮.৫ এর জন্য, যা আপনার দরকার সেটাতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন
  • তার পর দেখবেন Messenger টা নিজে নিজে-ই Desktop-এ আসবে।
  • আর যখন এই Software টা Install করবেন তখন আপনার এন্টিভাইস টা আগে Disable করে দিবেন।

Software টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন। ভাল থাকবেন সবাই ...............

http://www.mediafire.com/?w52vlpl20dvbiow

Level 0

আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, হোসাইন আহমেদ ভাই।
আরো ভাল ভাল টিউন কামনা করছি।

আপনাকে ও অনেক ধন্যবাদ