সালাম জানিয়ে শুরু করলাম। আমরা অনেকেই আছি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়ি। কারন বর্তমানে ই্উটিউব ছাড়া আমাদের এক মুহুর্ত ও চলেনা প্রতিটি মুহুর্তে ইউটিউব আমদের চাই চাই। কিন্তু একটি ভিডিও ভাল লাগলো আর আপনি ডাউনলোড করতে গেলেন তখনি বাধে বিপত্তিটা। আবশ্য আমাদের কেউ কেউ হয়ত থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে থাকেন বা অন্য কোন এক্সটেনশন ব্যবহার করে থাকেন। কিন্তু সমস্যা থেকেই যায়। কারণ কিছু কিছু সময় দেখা যায় যে এই সব থার্ড পর্টি সফটওয়্যার বা এক্সটেনশন কাজ করতে চায়না। ঠিক তখনি বিপত্তিটা বাধে। তাই আমার এই টিউনটি ফলো করুন এবং অবশ্যই সমাধানও পেয়ে যাবেন। এই ট্রিক্সটি কেউ হয়ত জানেন বাট আমার টিউনটি অধিকাংশের কথা চিন্তা করেই। তাহলে শুরু করা যাক কিভাবে কাঙ্খিত ইউটিউব ভিডিওটি ডাউনলোড করবেন। প্রথমে আপনি আপনার কাঙ্খিত ইউটিউব ভিডিও যেটিকে আপনি ডাউনলোড করতে চান তা অপেন করুন। তারপর ঐ ভিডিওর লিংকে গিয়ে www. (ডট) এর পর ss যোগ করে এন্টার চাপুন। নিচে দেখুন বুঝতে সহজ হবে
আশা করি বুঝতে পেরেছেন যে ss কোথায় যোগ করতে হবে। ss যোগ করে এন্টার দেওয়ার পর নিচের মত দেখতে পাবেন
ব্যাপ আপনার কাজ শেষ। এবার ডাউনলোড লেখা অপশনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিন।
তাহলে আজকের মত বিদয়ায়, সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।