বন্ধুদের অবাক করে দিন :O

বন্ধুদের বোকা বানাতে কার না ভাল লাগে??? তাইনা? অন্য বন্ধুদের বোকা বানিয়ে নিজে একটু cool হতে চান?? তাহলে এই লেখাটা পরেন কাজে লাগবে :P

আজকে আমি আপনাদের এমন এক website এর কথা বলব যা দিয়ে আপনি আপনার ১ বা একাধিক বন্ধুকে একসাথে অবাক করে দিতে পারবেন। এবং মজার ব্যাপার হল এটি করার জন্য আপনাকে কিচ্ছু download করতে হবেনা। আপনার শুধু প্রয়োজন হবে internet connection.

প্রথমে এই ওয়েবসাইট এ জান http://www.peteranswers.com

মজাটা এইখানেই, দেখেন দুইটা বক্স আছে একটা petition এর জন্য আরেকটা question এর জন্য।

petition যেভাবে করতে হয় : Peter, please answer the following question অথবা সহজেই : Peter, please answer। এই দুইটার যেকোনো একটা লিখে।

এইখানে আপনাকে যা করতে হবে তা হল কৌশলে আপনার বন্ধু যেন না দেখে এমন ভাবে petition এর বক্সে প্রথমে fullstop (.) এর বাটন টা প্রেস করতে হবে। fullstop প্রেস করলে দেখবেন petition এর বক্সে (P) লেখাটা আসছে।

এইবার আরো কৌশলে আপনাকে আপনার বন্ধুর answer টা লিখে ফেলতে হবে :D। যখন আপনি answer টা petition এর বক্সে লিখবেন তখন দেখবেন ওইখানে automatically লেখা উঠতেছে peter please answer

যদি দেখেন full petition শেষ হওয়ার আগেই answer লেখা শেষ তাহলে fullstop টিপে টিপে petition টি complete করে নিন। :P

এরপর তো বুঝতেই পারতেসেন কিভাবে মজা নিতে হবে??? question লিখেন। I accept ক্লিক করেন। তারপর বন্ধুর হা হওয়া মুখ দেখেন।

(যেভাবে ট্রিক করতে পারেন বন্ধুকে):
# বন্ধুকে বলবেন দোস্ত screen এর দিকে তাকায় থেকে concentrate কর নাইলে answer দিতে পারেনা :P
# প্রথমে কয়েকবার ভুল করবেন।
#এমন question জিজ্ঞাসা করবেন যেইটার answer দুইজন ই জানেন। যেমনঃ who is sitting beside me?? answer: (ফ্রেন্ড এর নাম) is sitting beside me.

Level 0

আমি রাইসুল ইসলাম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo… age frnd der basae dakte hobe,,, tarpor…