আমাদের অনেকের কম্পিউটারে ছুট্ট একটি সমস্যা দেখা যাই যেটা আগে কখনো ছিল না, যখন আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটাপ দিলেন তার পর থেকে এই সমস্যা টা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটা চালু করলে কম্পিউটারে উইন্ডোজ আছে একটি কিন্তু উইন্ডোজ দেখাচ্ছে দু’টি এবং আপনাকে উইন্ডোজ সিলেক্ট করার জন্য বলছে এবং দুটির মধ্যে একটি কাজ করছে আর অন্যটি ফাইল মিসিং দেখাচ্ছে। ইচ্ছে করলে এই সমস্যার সমাধান করতে পারেন মাএ কয়েক সেকেন্ডে আর এর জন্য আপনাকে যা করতে হবে : My computer এর উপর Right Button-এ Click করুন তার পর Properties-এ Click করুন তার পর যে উইন্ডো টি Open হবে সেখান থেকে Advanced এ Click করে নিচের Startup and Recovery তে যে Settings আছে সেখানে click করুন তার পর যে উইন্ডো টি Open হবে সেখান থেকে System Startup এর মধ্যে যে সময় টা দেওয়া আছে সেটা মুছে সেখানে 0 বসিয়ে দেন আর দু’টি টিক চিন্হ সরিয়ে Ok তে ক্লিক করে কম্পিউটার Restart করলে দেখবেন আর দুটি উইন্ডোজ আছে এমন দেখবে না। ভাল লাগলে মন্তব্য করবেন ।। ভাল থাকবেন সবাই
আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you