উইন্ডোজ এর একটি বিরক্তি কর সমস্যার সমাধান করুন মাএ কয়েক সেকেন্ডে

আমাদের অনেকের কম্পিউটারে ছুট্ট একটি সমস্যা দেখা যাই যেটা আগে কখনো ছিল না, যখন আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটাপ দিলেন তার পর থেকে এই সমস্যা টা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটা চালু করলে  কম্পিউটারে উইন্ডোজ আছে একটি কিন্তু উইন্ডোজ দেখাচ্ছে দু’টি  এবং আপনাকে উইন্ডোজ সিলেক্ট করার জন্য বলছে এবং দুটির মধ্যে একটি কাজ করছে আর অন্যটি ফাইল মিসিং দেখাচ্ছে। ইচ্ছে করলে এই সমস্যার সমাধান করতে পারেন মাএ কয়েক সেকেন্ডে আর এর জন্য আপনাকে যা করতে হবে : My computer এর উপর Right Button-এ Click করুন তার পর Properties-এ Click করুন তার পর যে উইন্ডো টি Open হবে সেখান থেকে Advanced এ Click করে নিচের Startup and Recovery তে যে Settings আছে সেখানে click করুন তার পর যে উইন্ডো টি Open হবে সেখান থেকে System Startup এর মধ্যে যে সময় টা দেওয়া আছে সেটা মুছে সেখানে 0 বসিয়ে দেন আর দু’টি টিক চিন্হ সরিয়ে Ok তে ক্লিক করে কম্পিউটার Restart করলে দেখবেন আর দুটি উইন্ডোজ আছে এমন দেখবে না। ভাল লাগলে মন্তব্য করবেন ।। ভাল থাকবেন সবাই

Level 0

আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank you

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ

ভাল লাগল। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ,,,,,,,,,,,

খুবি উপোকরিটো হোলাম।i am facing another problem.can anybody help me ? whenever i start computer i have to see on screen press F1 for continue, DEL for set up,F8 & F9 for …… how can i get rid off this?

sorry i am expert in bengali writing.

    Level 0

    BIOS থেকে flopy drive disable করে দিন। আসাকরি আপনার সমস্যার সমাধান হবে।

    Del চেপে BIOS-এ ঢুকে Floppy Drive disable করুন তার পর BOOT menu থেকে First Boot HDD করে F10 চেপে Y চেপে এন্টার দিলে Save হয়ে কম্পিউটার Restart নিবে। তার পর দেখেন সেটা আর আসে কি না।

    ধন্নবাদ।দেখি চেষ্টা করে কাজ হয় কিনা।

কাজে আসবে ধন্যবাদ আপনাকে।

আর একটি সমস্যা ইন্টারনেট মডেম ইউএসবি পোর্ট থাকা অবস্তায় বন্ধ অবস্তা থেকে কম্পিউটার চালু করলে প্রতিবার এই মাউস হাং হয়ে যায় এবং মডেম ড্রাইভার ইন্সটল করতে বলে।মডেম খুলে restart করে ড্রাইভার ইন্সটল করে তারপর নেট ব্যাবহার

করতে হয়।

Level 0

ভাই আমার পিসি চালু করলে লেখা আসে
SAVE MODE……
…………..
…………………
INTER দিলে চালু হয়। এখন কী করবো? ?