আপনি কি আপনার এলাকায় জনপ্রিয় হতে চান? একটি বাস্তব উদ্দ্যেগ এর সাথে কিছু আয়

সালাম আশা করি সকলে ভাল আছেন। আমি রয়েল(ছদ্দ্য নাম) আপনাদের একটি আজ উদ্যোগের কথা বলব।আমি অনলাইনে কাজ করি ২০০৫ কি এর আগে থেকে, প্রথম প্রথম দিকে অনেক চেষ্টা করেছি অনলাইন থেকে আয় করার জন্য পিটিসি আরো অনেক, গুগল এডসেন্স এ চেষ্টা করেছি তবে হয়ে উটেনি। পেপালে কোন একটি কাজের পর ৩ ডলার পেয়েছিলাম। ২০০৭ কি ২০০৮ দিকে ওয়েব সাইট তৈরি করি প্রথম ডমিয়েন ও হষ্টিং ১০০ এমবি করি ৩৮০০ টাকা দিয়ে। কিছুদিন পর বন্ধ করে দেই।

পরে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে থাকি কি করা যায়।তার পর একটি ওয়েব সাইট নিলাম, একটি সাব ডমিয়েন এ নিউজ সাইট করলাম যেটি শুধু মাত্র আমার উপজেলার খবর গুলো প্রচার করব। ভাবনাটা এ থেকে যে জাতীয় পত্রিকা বা অনলাইন পত্রিকায় উপজেলা লেভেলের নিউজ গুলো আসেনা আসলেও খুব কম যেগুলো খুবই আনকমন নিউজ সেগুলো আসে।এবার আপনি আপনার উপজেলার নিউজ কোন পত্রিকায় আসল সারা দেশের মধ্যে কোথায় আসল কোথায় পাবেন সম্ভব না, এই অনুভুতি থেকে চিন্তা করলাম একটি নিউজ সাইট করি করলামও সাথে ফেইসবুক ত আছেই। একজন এক্টিভ সাংবাদিক নিলাম যিনি আমাকে নিউজ গুলো সরবরাহ করবেন, পেয়েও গেলাম শুরু হল পথচলা আপনি যেহেতু সাংবাদিক না তাই আপনি হবেন প্রকাশক ও ওয়েব মুল সাইটটি হবে আপনার প্রতিষ্ঠান যেকোন নাম দিন আর সেই প্রতিষ্ঠানের আপনি হবেন মালিক। সাংবাদিক সাহেব কেন আপনাকে নিউজ দিবেন? কারন তিনি হবেন একটি সম্পুর্ন সংবাদ পত্রের সম্পাদক এটা কি কম পাওয়া। সাথে কিছু আয় ত হবে আজ না হোক কাল। আমি কোন কল্পকথা বলছি না, আমি আমার বাস্তব কথা বলছি।

উদ্যোক্তা হতে হলে আপনার সাধারন কিছু যোগ্যতা

  • প্রত্যেক উপজেলায় একজন।
  • আপনাকে এলাকায় থাকতে হবে। না থাকলেও চলবে থাকলে ভাল হয়।
  • একটি ওয়েব সাইট।
  • একজন দক্ষ্ এক্টিভ সাংবাদিক এর সাথে সর্ম্পক।
  • নিজের ফ্রি কিছুটা সময়।
  • প্রথম অবস্থায় নিজের খেয়ে বনের মইশ তাড়ানোর মন-মানসিকতা থাকতে হবে।

আমার অভিঙ্গতা থেকে বলছি সত্তি অনে সারা পেয়েছি। বিশেষ করে বিদেশ যারা থাকেন তারা বেশি খুশি কারন তাদের নিজের এলাকার সকল খবরগুলো তারা পেয়ে যাচ্ছেন সাথে সাথেই।এখন সকলের মুখে মুখে এই উদ্দোগটি নিয়ে। আমার আইটি ফার্মটি এলাকার বেশকিছু প্রভাবশালী ও সামাজিক কিছু মানুষকে উপদেষ্ঠা হিসাবে রেখেছি। প্রথম অবস্থায় এলাকার এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যানসহ অন্যান তাদের শুভেচ্ছা বানী নিতে হবে এতে লাভা আছে। আমার আইটি ফার্ম এ আছে একটি নিউজ সাইট, একটি আইটি সাইট, পরে আরো কিছু উদ্যেগ চালু করব। মুল সাইটি তৈরি হবে এলাকার বিভিন্ন তথ্য নিয়ে।

আয়ের বিষয়ে আমি এখানে উন্মোক্ত বলতে চাচ্ছি না। যারা সম্পুর্ন ভাবে প্রস্তুত হন যে আপনি এই উদ্দ্যেগটি করতে চান আপনার উপজেলায় তাহলে আমি সহযোগিতা করব আপনাকে। তবে আমি সরাসরি এখন কারো সাথে কথা বলব না আপনি আমাকে এই ফেইসবুকে এড দিয়ে আমাকে ম্যাসেজ করুন। আপনার উপজেলার নাম, মোবাইল নাম্বার সহ।

ফেইসবুক যোগাযোগ করুন

আমার আইটি ফার্ম এর ফেইসবুক পেইজ ভিজিট করতে পারেন

আমার আইটি ফার্ম এর ফেইসবুক বন্ধু সভা/প্রফাইল ভিজিট করতে পারেন

আমার আইটি ফার্ম এর ফেইসবুকের সাপ্তাহিক ভিজিটর স্কিন সট দিলাম।

আমার একটি বাংলাদেশের এড কম্পানির এড ব্যবহার করি তার আয়ের স্কিন সট। খুবই কম তবু থাকল আরকী।

ধন্যবাদ ভাল থাকবেন। আপনার সফল উদ্দোগগুলো প্রকাশ করুন আর সবাইকে সাবলম্ভী হওয়ার সুযোগ দিন। আর টেকটিউনস এর কর্তৃপক্ষ উদ্যোক্তা নামে একটি ক্যাটাগরি চালূ করুন।

আমার পূর্বের টিউন - একাত্তর স্কুল ম্যানেজম্যান্ট সিস্টেম প্রো ৩.৪ ইনষ্টল

Level 2

আমি প্রযুক্তি প্রেমী-রয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস