ফেসবুকের নতুন চমক রিস্ট্রিকটেড লিস্টঃ দেখে নিন এতে কি কি সুবিধা থাকছে ও কিভাবে এটির ব্যবহার করবেন

ফেসবুক ইউজ করেন অথচ ব্লক লিস্টের নাম শুনেন নি এরকম ব্যবহারকারী আপনি অনলাইনে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাবেন না। তবে এবার ফেসবুক তার বাবহারকারীদের বাড়তি সুবিধা দিতে ব্লক লিস্টের পাশাপাশি রাস্ট্রিকটেড লিস্ট নিয়ে এসেছে। যার কারণে আপনের ফেসবুক ব্রাউজিং হবে আরো প্রণবন্ত আরো ঝামেলা মুক্ত। এমন অনেক বিরক্তিকর ব্যক্তি আছে যাদেরকে আপনি ব্লক করতে পারছেন প্রেস্টিজের জন্য। কিংবা এমন অনেক ব্যক্তিই হয়ত আছে যাদের ম্যাসেজ পর্যন্ত আপনি দেখতে চান না। কিন্তু আবার তাদেরকে ব্লকও করতে পারছেন না। এদেরকে সায়েস্তা করার জন্যই এসেছে রাস্ট্রিকটেড লিষ্ট।

রাস্ট্রিকটেড লিষ্টে কাউকে অ্যাড করলে সে আপনের পাবলিক প্রোফাইল ছাড়া আর কিছুই দেখতে বা করতে পারবে না। রাস্ট্রিকটেড লিষ্টে আপনের কোন ফ্রেন্ডকে যদি অ্যাড করেন, তাহলে সে বুঝতেও পারবে না যে আপনি তাকে রাস্ট্রিকটেড লিষ্টে অ্যাড করেছেন। তাই এটির সুবিধা যে ব্যাপক তা তো বুঝতেই পারছেন।

তো চলুন দেখে নিই কিভাবে রাস্ট্রিকটেড লিষ্টে আপনের কোন ফ্রেন্ডকে অ্যাড করবেনঃ

এই জন্য প্রথমেই ফেসবুকের Settings থেকে blocking এ যান। এবার লক্ষ করুন নিচের চিত্রের মত কিছু দেখতে পাচ্ছেন কিনাঃ

এবার উপরের চিত্রের edit list এ ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মত আসবেঃ

উপরের চিত্রের মত এবার on this list থেকে friends এ ক্লিক করুন। তারপর যাকে যাকে রাস্ট্রিকটেড লিস্টে অ্যাড করতে চান তাকে তাকে সিলেক্ট করে নিচের চিত্রের মত finish বাটনে ক্লিক করুন। বুঝতে প্রবলেম হলে নিচের চিত্রটি লক্ষ করুনঃ

ব্যাস আপনের কাজ শেষ। এবার বসে বসে আরাম করুন। আরকবার বলে রাখি রাস্ট্রিকটেড লিষ্টে কাউকে অ্যাড করলে সে আপনের পাবলিক প্রোফাইল ছাড়া আর কিছুই দেখতে বা করতে পারবে না। রাস্ট্রিকটেড লিষ্টে আপনের কোন ফ্রেন্ডকে যদি অ্যাড করেন, তাহলে সে বুঝতেও পারবে না যে আপনি তাকে রাস্ট্রিকটেড লিষ্টে অ্যাড করেছেন।

সুত্রঃ আমার ব্লগ

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চেনা শত্রুদের ঘায়েল করার দারুন পদ্ধতি।

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

vai mobile verson diya to Restricted list er kaj ta kora jacce na?

আমি টিটির নীতিমালা পড়বো, কেউ লিঙ্ক দেন প্লিজ

টেকটিউনস নীতিমালা= https://www.techtunes.io/terms

এড করার পরে কি আর ডিলিট করা জাবে??

অনেক অনেক ধন্যবাদ